ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৫:০২, ১০ এপ্রিল ২০১৭

রাজশাহীতে শিক্ষকদের  ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দুর্গাপুর উপজেলার কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষকসহ তিনজনকে পিটিয়ে জখম করার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন শিক্ষকরা। এ কর্মসূচী থেকে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। রবিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। এ সময় শিক্ষক নেতারা বলেন, স্থানীয় প্রভাবশালীরা স্কুলে ঢুকে শিক্ষককে পিটিয়ে যারা শিক্ষাঙ্গনের মর্যাদা ক্ষুণœ করেছেÑ তাদের গ্রেফতার করে আইনের আওতায় বিচার করতে হবে। দ্রুত সময়ের মধ্যে হামলাকারী স্থানীয় আওয়ামী লীগ নেতা মজিদ সরদারসহ জড়িতদের গ্রেফতার করা না হলে শিক্ষকরা কঠোর কর্মসূচী ঘোষণা করবেন বলেও হুঁশিয়ারি করেন। জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের রাজশাহী শাখার সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাসহ জেলা ও মহানগরের শিকক্ষ নেতারা মানববন্ধনে বক্তব্য দেন।
×