ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন অনন্য উচ্চতায় ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:৫৫, ৯ এপ্রিল ২০১৭

বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন অনন্য উচ্চতায় ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৮ এপ্রিল ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভারত বাংলাদেশের সম্পর্ক এখন অনন্য উচ্চতায়। এই প্রধানমন্ত্রীর আমলেই আমরা গঙ্গার পানির ন্যায্য হিস্যা, পার্বত্য শান্তিচুক্তি, সীমান্তচুক্তি বাস্তবায়ন, ভারতের সঙ্গে বিদ্যমান সমস্যার সমাধান হয়েছে। অন্য কেউ এসব সমস্যা সমাধান করতে পারেনি। ভারত সফর প্রধানমন্ত্রীর একটা যুগান্তকারী সফর। তোফায়েল আহমেদ বলেন, বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন ভারতপ্রীতি, আর যখন ক্ষমতার বাইরে তখন ভারতভীতি। শনিবার দুপুরে ভোলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু গঙ্গার পানি এনেছিলেন। কিন্তু বিএনপি আমলে সেটা বাতিল হয়ে যায়। দীর্ঘদিন পর গঙ্গার পানির হিস্যা আমরা আদায় করেছি। আজ হোক, কাল হোক তিস্তার পানিও আমরা আদায় করতে পারব। এটা আমার দৃঢ় বিশ্বাস। এ ব্যাপারেও প্রধানমন্ত্রী শেখা হাসিনা সফল হবেন। তিনি বলেন, ভারত সফর প্রধানমন্ত্রীর একটা যুগান্তকারী সফর। তিনি আরও বলেন, যারা বিরোধী দল, তারা শুধু বিরোধিতা করেই গেছে। যেমন কুমিল্লার নির্বাচনের সময় সারা দিন বলেছে নির্বাচন হচ্ছে না। অথচ তারা বিজয়ী হয়েছে। এ দলটি সমালোচনা ছাড়া আর কিছু করে না। তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের মানুষ এখন যথেষ্ট জ্ঞানী এবং রাজনীতি সচেতন। তারা জানে যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বার্থ বিকিয়ে ভারতের সঙ্গে চুক্তি করেননি। ২৫ বছরের যে মৈত্রী চুক্তি এক সময় বিএনপি বলেছিল সেটা গোলামীর চুক্তি। কিন্তু তারা ক্ষমতায় গিয়ে সেই চুক্তি বাতিল করেনি। সুতরাং চুক্তি হবে দ্বিপক্ষীয়, সম্মানজনকভাবে। আমরা স্বাধীন, ভারত স্বাধীন। আমাদের স্বার্থ সংরক্ষণ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে চুক্তি করবেন। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া জঙ্গীদের পক্ষে। আমরা যখন জঙ্গী নির্মূল করতে চাই, তখন তিনি এমন কথা বলেন যাতে জঙ্গীরা উৎসাহিত হয়। তিনি বলেন, ভোলা জঙ্গীমুক্ত, এখানে কোন জঙ্গী নেই। ঘরে ঘরে জঙ্গীবিরোধী সংগ্রাম পরিষদ গঠন করার জন্য আহ্বান জানান তিনি। ’৭১ সালে মুক্তিযুদ্ধে যেমনÑ আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গঠন করেছিলাম, ঠিক তেমনি সন্ত্রাস ও জঙ্গী তৎপরতার বিরুদ্ধে সংগ্রাম কমিটি করা হবে। শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাছেত মিয়ার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেনÑ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভোলা পৌর মেয়র মনিরুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস, সাংগঠনিক সম্পাদক মোঃ মইনুল হোসেন বিপ্লব ও আজিজুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
×