ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৬, ৯ এপ্রিল ২০১৭

টুকরো খবর

চট্টগ্রামে ভ্যাকসিন নিয়ে প্রতারণা ॥ আটক ৩ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ হেপাটাইটিস-বির নকল ভ্যাকসিন নিয়ে প্রতারণার অভিযোগে এক প্রতিষ্ঠানের তিন কর্মকর্তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার দুপুরে নগরীর মধ্যম হালিশহরে আনন্দবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে এদের আটক করা হয়। আটককৃতরা মা ও শিশু উন্নয়ন সংস্থা নামের প্রতিষ্ঠানের কর্মকর্তা। এরা হলেন- কুতুব উদ্দিন, মাকসুদুর রহমান ও মোহাইমেনুল ইসলাম টিটু। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানের নামে আটককৃতরা হালিশহর এলাকার বিভিন্ন স্কুলে হেপাটাইটিস-বির নকল ভ্যাকসিন বিক্রি করে আসছিল। প্রতি এ্যাম্পুল ভ্যাকসিন ৫০০ টাকা দরে বিক্রি করত। শনিবার আটককৃতরা ভ্যাকসিন বিক্রির জন্য ওই স্কুলে পুনরায় উপস্থিত হলে সাধারণ মানুষ ও শিক্ষকরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের নিয়ে যায়। অভিযোগ রয়েছে এ ধরনের ভ্যাকসিন দেয়ার পর বহু শিশু ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়ে। ফলে দীর্ঘদিন ওরা ওই এলাকায় আর যায়নি। শনিবার পুনরায় তারা এসে অনুরূপ ভ্যাকসিন বিক্রির চেষ্টা করার মুহূর্তে আটক হয়। বন্দর কর্মচারীর বাসায় ডাকাতি স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অতিথিবেশে বাসায় ঢুকে ডাকাতদল টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মাল নিয়ে গেছে। এ ঘটনা ঘটেছে চট্টগ্রাম বন্দরের কর্মচারী আবুল কাশেমের গোসাইলডাঙ্গা এলাকার বাসায় শনিবার দুপুরে। এ সময় আবুল কাশেম ও তার স্ত্রী বাসায় ছিলেন না। তাদের কলেজ পড়ুয়া মেয়ে বাসায় ছিলেন। বেলা ১২টার দিকে কলিং বেলের শব্দ শুনে মুনিরা দরজা খুলে দেয়। অপরদিকে, আলমারি ভেঙ্গে টাকা, কয়েক ভরি স্বর্ণালঙ্কার ও ল্যাপটপ নিয়ে চলে যায়। সাতক্ষীরায় বিএনপি নেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে কলারোয়া উপজেলার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার আশরাফ হোসেন কলারোয়া উপজেলার পাঁচপোতা গ্রামের বাসিন্দা। নাশকতা পরিকল্পনাকারী ৭ শিবির কর্মী আটক স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ প্রধানমন্ত্রীর ভারত সফরের বিপক্ষে লিফলেট, বিপুল পরিমাণ ধর্মীয় বই এবং পহেলা বৈশাখ উপলক্ষে নাশকতার পরিকল্পনার অভিযোগে শনিবার গোপন বৈঠক থেকে সিলেট জেলা (পশ্চিম) শিবিরের সভাপতি এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা শিবিরের সভাপতিসহ জামায়াত-শিবিরের সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- সিলেট জেলা (পশ্চিম) শিবিরের সভাপতি শাফায়াত আহমদ, উপজেলা শিবিরের সভাপতি হুমায়ুন আহমদ, আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন, সারোয়ার আহমদ, অলিউর রহমান এবং আখতার হোসেন। দুই রেল ইঞ্জিনের সংঘর্ষ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রেলস্টেশনে মার্শালিং ইয়ার্ডমুখী সান্টিং ইঞ্জিনের সঙ্গে একটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। শনিবার ভোরে যাত্রীবাহী ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। তবে দুটি ইঞ্জিনের গতি কম থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। দায়িত্ব অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটায় তিন সদস্যের দুটি তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্ত শেষে সান্টিং ইঞ্জিনের চালক ও সহকারী চালককে সাময়িক বরখাস্ত করেছেন বলে নিশ্চিত করেছেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জাহাঙ্গীর হোসেন। বেতন-ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৮ এপ্রিল ॥ আগামী বাজেটে সরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ফি ৫ গুণ বৃদ্ধির বিষয়ে অর্থমন্ত্রীর ঘোষণার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রংপুর জেলা শাখার উদ্যোগে শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রংপুর প্রেসক্লাব চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে সমাবেশ শেষে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা আহ্বায়ক এবং কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন সভাপতিত্ব করেন। মাদ্রাসার ছাত্রী ধর্ষিত স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নের শুকুরদী গ্রামে ছয় বছরের মাদ্রাসার শিশুছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ বিষয়ে শনিবার দুপুরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেছেন। বিদ্যুতস্পৃষ্টে বিজিবির সদস্যর মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার হিজলা উপজেলা গুয়াবাড়িয়া গ্রামে শনিবার সকাল সাড়ে ৯টায় বিদ্যুতায়িত হয়ে মোঃ শহিদুল্লাহ (৬০) নামের এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। হিজলা থানার ওমাসুদুজ্জামান জানান, সকালে শহিদুল্লাহ তার মুরগির ফার্মে কাজ করছিলেন। ভিক্ষুক পুনর্বাসন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ রামপাল উপজেলা ভিক্ষুকমুক্ত করতে ভিক্ষুকদের কর্মসংস্থান ও পুনর্বাসনের লক্ষ্যে সহায়তা উপকরণ বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে শনিবার দুপুরে রামপাল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালুকদার আব্দুল খালেক এমপি। ভিক্ষুকমুক্ত রামপাল ঘোষণা করে তালিকাভুক্ত উপজেলার ১২৮ জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য টাকা, সেলাই মেশিন, ভ্যানসহ বিভিন্ন উপকরণ দেয়া হয়। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, হোসনেয়ারা মিলি। শরীরে গরম পানি ঢেলে ছিনতাই নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ভোলা, ৮ এপ্রিল ॥ চরফ্যাশনের এওয়াজপুর ইউনিয়নের ব্যবসায়ী হোসেন কেরানীসহ পাঁচ জনের শরীরে গরম পানি ঢেলে শরীর ঝলসে দিয়ে টাকা ছিনতাই করেছে স্থানীয় দুর্বৃত্তরা। অপর আহতরা হলেন নুরুল ইসলাম মাঝি, কবির বেপারি, মনির ও জাহাঙ্গীর। তাদের মধ্যে ব্যবসায়ী হোসেনকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। গরম পানিতে হোসেনের শরীরের পেছনের অংশ ঝলসে যায়। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দাক্ষিণ মাদ্রাজ ৮নং ওয়ার্ডের ইমামগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ী হোসেন কেরানি জানান, সে অনেক বছর ধরে সামরাজ বাজারে মুদি ব্যবসা করেন।
×