ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

তিন ব্যবসায়ীসহ নিহত ১৭

প্রকাশিত: ০৪:১৪, ৯ এপ্রিল ২০১৭

তিন ব্যবসায়ীসহ নিহত ১৭

জনকণ্ঠ ডেস্ক ॥ গোপালগঞ্জে তিন রেণুপোনা ব্যবসায়ী, চট্টগ্রামে দুই অটোরিক্সা যাত্রী, ভালুকায় দুই পোশাক শ্রমিক, ময়মনসিংহে পিকআপ চালকসহ তিন, বরিশালে মাদ্রাসা ছাত্র, ফরিদপুরে নসিমন চালক, গাজীপুরে পোশাক কর্মকর্তাসহ দুই, সিলেটে দুই অটোরিক্সা যাত্রী ও কুষ্টিয়ায় সাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : গোপালগঞ্জ ॥ ট্রাক উল্টে তিন রেণুপোনা ব্যবসায়ী নিহত হয়েছেন এবং আরও ৬ ব্যবসায়ী আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গঙ্গারামপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভোলা জেলার কন্দকপুর গ্রামের দুলাল ব্যাপারী (৫০), একই গ্রামের রউফ দালারের ছেলে গিয়াসউদ্দিন দালাল (২৮) ও রামদাসপুর গ্রামের বিল্লাল মাঝি (৪৫)। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বাগেরহাটের ফকিরহাট থেকে বরিশালগামী রেণুপোনা বহনকারী ট্রাক রাত দেড়টার দিকে ওই স্থানে অপর একটি ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তাসংলগ্ন গভীর খাদে উল্টে পড়ে। এ সময় দুলাল ও গিয়াসউদ্দিন ট্রাকে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত বিল্লালকে নিকটবর্তী রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর সেখানে তার মৃত্যু ঘটে। ভালুকা, ময়মনসিংহ ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঁঠালী নায়েবের বাজারে শনিবার সকালে ক্রাউন এ্যাপারেলস লিঃ’র শ্রমিকবাহী বাস উল্টে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেয়ার পর আরও এক শ্রমিক মারা যায় । এতে কমপক্ষে ৩০ শ্রমিক আহত হয়েছে । এ ঘটনার পর মিলের শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে জামিরদিয়া এলাকায় মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। আহত শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানায়,ঘটনার সময় জামিরদিয়া ক্রাউন এ্যাপারেলস লিঃ’র বাস শ্রমিক নিয়ে ভালুকা থেকে মিলে যাওয়ার সময় ঘটনাস্থলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার ওপর উল্টে যায়, এতে ঘটনাস্থলেই রিপন (৪০) ও হাসপাতালে নেয়ার পর কামরুল ইসলাম (৩০) মারা যান। নিহত রিপনের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা গ্রামের আব্দুর বারেকের ছেলে, কামরুল ইসলামের বাড়ি ভালুকা পৌরসভার ৩নং ওয়ার্ডে মুচারভিটা আসর আলীর ছেলে । দুুর্ঘটনার খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আহত ও নিহতদের উদ্ধার করেন। ময়মনসিংহ ॥ শনিবার ভোরে ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুর উপজেলার ভাইটকান্দিতে মুরগি বোঝাই পিকআপভ্যানের সাথে ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় পিকআপের চালকসহ তিনজন। আহত হয় তিনজন। এদের মধ্যে গুরুতর পিকআপ হেলপারসহ ২ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপটি শেরপুর থেকে মযমনসিংহ যাওয়ার পথে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহতরা হচ্ছে হৃদয়(১২), শহীদ(৩৫) ও পিকআপ চালক ইদ্রিস(৩৫)। এদের বাড়ি ময়মনসিংহ শহরের দীঘারকান্দায়। চট্টগ্রাম ॥ শনিবার বিকেলে হাটহাজারীর নন্দীরহাট এলাকায় দ্রুতগামী ট্রাক সিএনজি চালিত অটোরিক্সাকে চাপা দিলে দুই যাত্রী প্রাণ হারিয়েছে। আহত হয়েছে তিনজন। তাৎক্ষণিকভাবে এদের পরিচয় জানা যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শহরমুখী ট্রাক হাটহাজারীমুখী অটোরিক্সাকে চাপা দেয় নন্দীরহাট এলাকায়। এতে দুই অটোরিক্সা যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। অটোরিক্সাটি দুমড়েমুচড়ে যায়। আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল ॥ নগরীর পোর্টরোড সংলগ্ন কসাইখানার সামনের সড়কে শনিবার দুপুর দেড়টার দিকে ব্যাটারি চালিত অটোরিক্সার চাপায় হৃদয় হোসেন জোবায়ের নামের ছয় বছরের মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। জোবায়ের রসুলপুর বস্তির সুমন হাওলাদারের ছেলে ও হাটখোলা এলাকার বাইতুল মোকাদ্দেস জনকল্যাণ ফাউন্ডেশন মাদ্রাসার ছাত্র। জানা গেছে, মাদ্রাসা থেকে বাসায় যাওয়ার সময় কসাইখানার সামনের সড়কে অটোরিক্সা হৃদয়কে চাপা দেয়। ফরিদপুর ॥ ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নসিমন চালক ইয়াসিন মিয়া (৩৫)। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভাঙ্গা বিশ্বরোড়ের ব্র্যাক অফিসের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে নসিমনটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। ইয়াসিন মিয়া ভাঙ্গার পৌরসভার চ-িদাসদী মহল্লার জলিল মিয়ার ছেলে। গাজীপুর ॥ পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পোশাক কারখানার কর্মকর্তাসহ দু’জন নিহত ও একজন আহত হয়েছে। পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুত এলাকায় ভাড়া বাসায় থাকে কুষ্টিয়া জেলার খোকসা থানার আমড়াবাড়ি এলাকার হাছেন আলীর ছেলে আলফাজ উদ্দিন (৩০)। তিনি গাজীপুর শহরের তিন সড়ক এলাকায় স্প্যারো এ্যাপারেলস নামের পোশাক কারখানার ব্যবস্থাপক পদে চাকরি করতেন। শনিবার সকালে আলফাজ উদ্দিন বাসা থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈরের মৌচাক বাসস্ট্যান্ড পার হওয়ার পর একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করতে পারেনি। এদিকে কালীগঞ্জে বাসের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছে। নিহতের নাম রনি (১৮)। কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর গ্রামের জালাল উদ্দিন জালুর ছেলে। পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে মোটরসাইকেলে চড়ে স্থানীয় ফার্নিচারের দোকানের কর্মচারী রনি ও মোটরসাইকেল ওয়ার্কশপের কর্মী রিফাত (১৬) কালীগঞ্জে ফিরছিল। তারা টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজের সামনে টঙ্গীগামী বাস ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে রনি ঘটনাস্থলেই নিহত এবং রিফাত আহত হয়। সিলেট ॥ ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় ট্রাকচালককে আটক ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, শাহপরান থানাধীন নিপবন এলাকায় সিলেট-তামাবিল সড়কে সিলেটগামী মিনি ট্রাকের (সিলেট ড-১১-২২০৫) সঙ্গে বিপরীতগামী সিএনজি অটোরিকশার (সিলেট-থ-১২-৪৩৭৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহত ২জন অটোরিকশার যাত্রী ছিলেন। কুষ্টিয়া ॥ ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী চাঁদ আলী (৬০) নিহত হয়েছেন। শনিবার সকালে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের লাহিনী বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁদ আলী স্থানীয় দবির মোল্লা রেলগেট এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, বাইসাইকেলে বাড়ি থেকে বের হয়ে কুষ্টিয়া শহরের বড় বাজারের দিকে যাবার সময় লহিনী বটতলা মোড়ে দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন চাঁদ আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
×