ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরিণত এক নেতা হয়ে উঠেছেন কোহলি ॥ ভিলিয়ার্স

প্রকাশিত: ০৫:৫৪, ৮ এপ্রিল ২০১৭

পরিণত এক নেতা হয়ে উঠেছেন কোহলি ॥ ভিলিয়ার্স

স্পোর্টস রিপোর্টার ॥ সাম্প্রতিক সময়ে অপ্রতিরোধ্য ক্রিকেট দলে পরিণত হয়েছে ভারত। দেশের মাটিতে, এমনকি দেশের বাইরেও সাফল্য পাচ্ছে তারা। অধিনায়ক বিরাট কোহলি দারুণভাবে সামাল দিচ্ছেন সবকিছু। ব্যক্তিগত নৈপুণ্য ও দলকে নেতৃত্ব দেয়ার পেছনে রাখছেন দারুণ ভূমিকা। আইসিসি র‌্যাঙ্কিংয়ে টেস্টে এক নম্বর, টি২০ ক্রিকেটে দুই নম্বর এবং ওয়ানডেতে চার নম্বর দল ভারত। সুশৃঙ্খল ও সামঞ্জস্যপূর্ণ দল হিসেবে সুসংবদ্ধ হয়ে উঠেছে ভারতীয় ক্রিকেট দল কোহলির অধীনে। আর সে কারণেই এ তারকা ব্যাটসম্যানের ওপর দারুণ মুগ্ধ দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগেও (আইপিএল) কোহলির দলে তিন মৌসুম খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে। তাই কাছে থেকে দেখার সুযোগ পেয়েছেন। ভিলিয়ার্স মনে করেন দলনেতা হিসেবে দারুণ পরিণত হয়ে উঠেছেন কোহলি। একইসঙ্গে ভারতীয় অধিনায়ককে বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসেবেও আখ্যা দিয়েছেন তিনি। ইনজুরির কারণে এবার আইপিএলের শুরুতেই নিয়মিত অধিনায়ক কোহলিকে পাচ্ছে না ব্যাঙ্গালুরু। প্রোটিয়া দলের মারকুটে ব্যাটসম্যান ভিলিয়ার্সও ইনজুরির সঙ্গে লড়ছেন। তিনি জানিয়েছেন ১০০ ভাগ ফিটনেস ফিরে না পাওয়া পর্যন্ত তিনি মাঠে নামবেন না। ভিলিয়ার্স এ বিষয়ে বলেন, ‘যদিও আমি মাঠে নামার জন্য মুখিয়ে আছি, কিন্তু আমি নিশ্চিত হতে চাই শতভাগ ফিটনেস ফিরে পাওয়ার ব্যাপারে। কারণ যদি ৯০ ভাগ ফিটনেস নিয়েও মাঠে ফিরে আসি সেক্ষেত্রে দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকতে হতে পারে। আমি ব্যাটিংয়ে নেমে কিছু বল মোকাবেলা করব এবং তারপর এ বিষয়ে বলতে পারব।’ ব্যাঙ্গালুরুতে কোহলির নেতৃত্বে গত তিন মৌসুম খেলেছেন ভিলিয়ার্স। তিনি কোহলির দারুণ মানসিক দৃঢ়তা, পরিণত হয়ে গড়ে ওঠা দেখেছেন। আরও দেখেছেন নেতৃত্বে দারুণ বিচক্ষণতা যা তার নিন্দুকদের ভুল প্রমাণিত করেছে। এ বিষয়ে ভিলিয়ার্স বলেন, ‘শুরুর দিকে অনেকেই বলাবলি করছিল তার ভাল নেতৃত্বগুণ রয়েছে এবং একদিন সে দারুণ এক দলনেতা হয়ে উঠবে। সত্যি বলতে আমি নিজেই সন্দিহান ছিলাম। আমার মনে হয়েছিল প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে সে বেশ আবেগী। আমার ধারণা এ বিষয়টি কাটিয়ে ওঠার ক্ষেত্রে সে একটা পথ বের করে ফেলেছে। কারণ সে এখনও বেশ আবেগী এক ব্যক্তিত্ব। সে জিততে ভালবাসে এবং খুব আবেগপ্রবণ। কিন্তু সে এটাকে নিয়ন্ত্রণ করতে শিখেছে। আমি জানি সে ভারতীয় ক্রিকেটের বিরাট এক সম্পদ এবং অভূতপূর্বভাবে দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে।’ কোহলিকে বলা হয় ৩৬০ ডিগ্রী ব্যাটসম্যান। কারণ তিনি উইকেটের চারদিকেই যে কোন ধরনের শট খেলতে দারুণ পারঙ্গম। তবে অধিনায়ক হিসেবে কোহলি কতদূর পর্যন্ত এভাবে যেতে পারবেন সেটা অনেক পরেই বলবেন ভিলিয়ার্স। এ বিষয়ে তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে কোহলির ভ্রমণটা সবেমাত্র শুরু হয়েছে। আগামী ৫ বছর তার নেতৃত্ব দেখাটা নিশ্চয় বেশ উপভোগ্য হবে। আমরা জানি না সেটা কেমন হবে।’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাঁচি টেস্টে কাঁধের ইনজুরিতে পড়েন কোহলি। তারপর থেকেই তিনি ক্রিকেটের বাইরে। আর ভিলিয়ার্স ইনজুরিতে পড়েছেন আঞ্চলিক ওয়ানডের প্রতিযোগিতার ফাইনালে। এ দুইজন দলে ফিরলে তা ব্যাঙ্গালুরুর জন্য দারুণ এক অনুপ্রেরণা হবে। এ বিষয়ে ভিলিয়ার্স বলেন, ‘বিশ্বের সেরা ব্যাটসম্যান এখন কোহলি। তিনি দলে থাকলে যে কোন দলই ভারমুক্ত থাকে।’
×