ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিফা র‌্যাঙ্কিং

সাত বছর পর শীর্ষে ব্রাজিল

প্রকাশিত: ০৬:৩৪, ৭ এপ্রিল ২০১৭

সাত বছর পর শীর্ষে ব্রাজিল

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন কোচ টিটের অধীনে ফের সাম্বা ছন্দে ফিরেছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে টানা আট ম্যাচ জিতে প্রথম দল হিসেবে ইতোমধ্যে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে পেলের দেশ। এরই পুরস্কার তারা পেয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ে। বৃহস্পতিবার সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সাত বছর পর অর্থাৎ ২০১০ সালের পর এই প্রথম ফিফা র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে ফিরল ব্রাজিল। অন্যদিকে প্রায় এক বছর শীর্ষে থাকা আর্জেন্টিনা বাজে পারফর্মেন্সের কারণে নেমে গেছে দ্বিতীয় স্থানে। ১৬৬১ রেটিং পয়েন্ট ব্রাজিলের। সেখানে আর্জেন্টিনার রেটিং পয়েন্ট ১৬০৩। তৃতীয় ও চতুর্থ স্থানে কোন পরিবর্তন হয়নি। জার্মানি ও চিলি ধরে রেখেছে তাদের অবস্থান। তবে বেলজিয়ামকে হটিয়ে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে কলম্বিয়া। বেলজিয়াম নেমে গেছে সাতে। ছয়েই আছে ফ্রান্স। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগাল আছে আগের অষ্টম স্থানেই। দুইধাপ এগিয়ে সুইজারল্যান্ড নবম স্থানে উঠে এসেছে। আর ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন আছে দশম স্থানেই। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ব্রাজিল খেলতে গিয়েছিল র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই। তবে হল্যান্ডের কাছে হেরে বিদায় নেয়ার পর শীর্ষস্থান হারায় তারা। এরপর গত সাত বছরে র‌্যাঙ্কিংয়ে নামতে নামতে সর্বনিম্ন ২০ পর্যন্ত নেমে গিয়েছিল তারা। তবে কোচ কার্লোস দুঙ্গাকে সরিয়ে টিটেকে আনার পর যেন নতুন ব্রাজিলের অভ্যুদয় ঘটে।
×