ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিওএ’র আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্যাপন

প্রকাশিত: ০৬:৩৩, ৭ এপ্রিল ২০১৭

বিওএ’র আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্যাপন

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার বিশ্বব্যাপী জাতিসংঘ এবং এর সদস্য রাষ্ট্রগুলোতে ইন্টারন্যাশনাল ডে অব স্পোর্ট ফর ডেভেলপমেন্ট এ্যান্ড পিস দিবস পালিত হয়। বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ) কর্তৃক শোভাযাত্রা, পতাকা উত্তোলন এবং সেমিনার আয়োজনের কর্মসূচী বাস্তবায়নের মধ্য দিয়ে দিনব্যাপী দিবসটি পালন করা হয়। বিভিন্ন ফেডারেশন ও এ্যাসোসিয়েশনের খেলোয়াড়, প্রশিক্ষক, কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাসহ ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গের অংশগ্রহণে অলিম্পিক ভবন প্রাঙ্গণ হতে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি উদ্বোধন করেন বিওএ’র সহ-সভাপতি মিজানুর রহমান মানু। শোভাযাত্রা শেষে বিওএ ভবন প্রাঙ্গণে পতাকা উত্তোলন অনুষ্ঠান আয়োজিত হয়। এছাড়াও বিকেলে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে অলিম্পিক ভবনের অডিটরিয়ামে একটি সেমিনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। সেমিনারের প্রারম্ভিক আলোচনা পাঠ করেন জাতীয় কোর্স পরিচালক মাহফুজুর রহমান সিদ্দিকী।
×