ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

থেকে ড্রেসিংরুমের ফ্লোরে!

হকি প্রশিক্ষণ ক্যাম্প

প্রকাশিত: ০৬:৩২, ৭ এপ্রিল ২০১৭

হকি প্রশিক্ষণ ক্যাম্প

হোস্টেলের বিছানা স্পোর্টস রিপোর্টার ॥ ট্যালেন্ট হান্ট প্রকল্পের অংশ হিসেবে সারাদেশ থেকে বাছাই করা ২৭ ক্ষুদে হকি খেলোয়াড়ের প্রশিক্ষণ চলছে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। ইতোমধ্যেই অভিযোগ উঠেছে নানা অনিয়মের। এই ক্ষুদে খেলোয়াড়দের নির্ধারিত হোস্টেলের পরিবর্তে রাখা হচ্ছে ড্রেসিংরুমের ফ্লোরে! খেলোয়াড়দের অভিযোগÑ এমন পরিস্থিতিতে অনুশীলনে যথাযথ মনোসংযোগ দিতে পারছেন না তারা। যদিও অভিযোগের সত্যতা যাচাই করতে গেলেও ফেডারেশনের কোন কর্মকর্তাকেই পাওয়া যায়নি। জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে সারাদেশের তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় বাছাই চলছে। তারই অংশ হিসেবে ২৭ ক্ষুদে হকি খেলোয়াড়কে বাছাই করে প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। নিয়মানুযায়ী এতদিন তারা অবস্থান করছিলেন ফেডারেশনের হোস্টেলে। তবে গত রবিবার আচমকাই তাদের স্থানান্তরিত করা হয় নিচের ড্রেসিংরুমে, যেখানে তাদের ঘুমাতে হচ্ছে ফ্লোরে। আর তাতেই এসব খেলোয়াড়ের অনুশীলনে ঘটছে ব্যাঘাত। যাদের চোখে জাতীয় দলের হয়ে নেতৃত্ব দেয়ার স্বপ্ন, তাদের সঙ্গে কেন এমন করা হলো? একটি সূত্র থেকে জানা গেছে এক অফিস সহকারীর প্রভাবেই মাটিতে থাকতে বাধ্য করা হয় খেলোয়াড়দের। এর আগে এসব খেলোয়াড়ের এক সপ্তাহ প্রশিক্ষণ দেন জাতীয় দলের জার্মান কোচ অলিভার কার্টজ। সে সময় সবকিছু ঠিকঠাক থাকলেও পরবর্তী তদারকিতে অবহেলাসহ নানান অভিযোগ ওঠে বাহফের বিরুদ্ধে। জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ও বাহফে ব্যবস্থাপনায় হকি ট্যালেন্টের খোঁজে দেশব্যাপী প্লেয়ার হান্ট প্রক্রিয়ার মাধ্যমে উঠে এসেছেন এই ২৭ খেলোয়াড়। সারাদেশ থেকে বাছাইকৃত অনুর্ধ-১৬ ক্যাটাগরির এই খেলোয়াড়কে নিয়ে দেড়মাসব্যাপী চলবে প্রশিক্ষণ ক্যাম্প। কোচ অলিভার কার্টজের তত্ত্বাবধানে ক্যাম্প। তাই এই নবীন খেলোয়াড়দের প্রত্যাশাটাও অনেক বেশি। তাদের সবার চোখে এখন একটাই স্বপ্নÑ জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো। কোচ কার্টজও মনে করেন জাতীয় দলের পাইপলাইন তৈরিতে এসব তরুণ প্রতিভা বেশ কাজে লাগবে। দেড়মাসব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পে নবীন হকি খেলোয়াড়রা খুব দ্রুতই উন্নতি করছে বলে জানান দলের দায়িত্বে থাকা জাতীয় দলের কোচ অলিভার কার্টজ। নতুনদের দ্রুত উন্নতিতে বেশ সন্তুষ্টও তিনি। চুক্তির অন্তর্ভুক্ত না হলেও স্বেচ্ছায় এই প্রশিক্ষণ ক্যাম্পে সময় দিয়ে জাতীয় দলের জন্য পাইপলাইন প্রস্তুত করতে কাজ করছেন বলে জানান তিনি। তবে শুধু প্রতিভা অন্বেষণ করেই হকির মান উন্নয়ন সম্ভব নয় বলে জানান তিনি। এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে তুলতে হবে হকি উপযোগী পরিবেশ, এমনটাই অভিমত তার।
×