ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

উপেক্ষিত সোনারগাঁ

আমার ব্যক্তিগত উদ্যোগ উন্নয়নে যথেষ্ট নয় ॥ প্রবাসী ইঞ্জিনিয়ার

প্রকাশিত: ০৬:০০, ৭ এপ্রিল ২০১৭

আমার ব্যক্তিগত উদ্যোগ উন্নয়নে যথেষ্ট নয় ॥ প্রবাসী ইঞ্জিনিয়ার

নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী এবং বর্তমানে লন্ডনে বসবাসরত সমাজসেবী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সম্প্রতি তার এলাকা সোনারগাঁ ঘুরে এসে সংবাদপত্রে প্রকাশের জন্য নিম্নোক্ত বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, “আমি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা। পেশাগত কারণে কিছুকাল যাবত লন্ডনে বসবাস করলেও নিয়মিত নিজের এলাকায় যাই এবং এলাকায় বিভিন্ন সামাজ উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত রয়েছি। এর মধ্যে রয়েছে আশ্রয়হীন গরিবদের জন্য তিনটি আশ্রয়স্থল নির্মাণ আর একটি একতলা বিল্ডিং। এছাড়া স্কুল মাদ্রাসা ও মসজিদ নির্মাণেও সাহায্য যুগিয়েছি। সম্প্রতি গত ডিসেম্বর মাসে সোনারগাঁ উপজেলা ঘুরে এসে আমার মনে হয়েছে বর্তমান সরকার দেশ জুড়ে উন্নয়নে কাজ চালালেও আমাদের এলাকাটি অনেকটা বঞ্চিত ও উপেক্ষিত এলাকা হয়ে রয়েছে। ব্যক্তিগত প্রচেষ্টা এই উপেক্ষা ও বঞ্চনা দূর করার জন্য যথেষ্ট নয়। এজন্য সরকারী উদ্যোগ অবিলম্বে দরকার। রাজধানীর এত কাছে একটি এলাকায় এত সমস্যা সম্বন্ধে আমি বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই অঞ্চলের বড় বড় সমস্যার কয়েকটি এখানে উল্লেখ করছি। সোনারগাঁওয়ের বহু এলাকায় বিদ্যুত সংযোগ নেই। বহু গুরুত্বপূর্ণ এলাকায় গ্যাসের সুযোগ সুবিধা নেই। স্থানীয় ফুটবল স্টেডিয়ামটি তৈরির কাজ অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে। সোনারগাঁওয়ে কোন সরকারী হাইস্কুল নেই। এখানে স্বাস্থ্য সেবা বা চিকিৎসা ব্যবস্থা নেই বললেই চলে। প্রয়োজনের তুলনায় ডাক্তার বা নার্সের সংখ্যা খুবই কম। এলাকায় ভূমি দস্যুদের উৎপাত ক্রমশই বাড়ছে। অপরাধীরা সংঘবদ্ধ দল। তাদের অত্যাচারে সাধারণ মানুষ জর্জরিত। তরুণদের মধ্যে মাদকাসক্তি দারুণভাবে বেড়েছে এবং এটা এই এলাকার একটি প্রধান সমস্যা। সোনারগাঁওয়ের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। উপজেলার অভ্যন্তরীণ রাস্তাঘাট এবং প্রধান রাস্তার সঙ্গে তার সংযোগসমূহ চলাচলের অনুপযুক্ত। এর দ্রুত মেরামত ও উন্নয়ন দরকার। সোনারগাঁয়ের আরেকটি বড় সমস্যা পরিবেশ সমস্যা। নদীগুলো শুকিয়ে যাচ্ছে এবং যেটুকু পানি অবশিষ্ট আছে, তা শিল্পবর্জ্যরে দ্বারা ক্রমাগত দূষিত হচ্ছে এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমি এ সম্পর্কে সরকারের আশু দৃষ্টি আকর্ষণ করতে চাই। এজন্য এলাকার প্রবীণ ও নবীন কমিউনিটি নেতা যারা রয়েছেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি স্মারকলিপি পেশ করতে চাই। এজন্য আমি শীঘ্রই দেশে আসব এবং সোনারগাঁওয়ের দলমত নির্বিশেষে সকলের সঙ্গে আলোচনা শেষে সোনারগাঁওকে সমস্যামুক্ত করার জন্য একটি দাবিনামা সরকারের কাছে পেশ করার চেষ্টা করব। এই কাজে এলাকাবাসী সকলের দোয়া ও সহযোগিতা চাই।” সিরামিক সোসাইটির কনফারেন্স ও পণ্য প্রদশর্নী বাংলাদেশ সিরামিক সোসাইটির ২ দিনব্যাপী ১৫তম বার্ষিক কনফারেন্স এবং পণ্য প্রদর্শনী বৃহস্পতিবার বিয়াম অডিটরিয়াম, ইস্কাটন, ঢাকায় শুরু হয়েছে। বাংলাদেশের সিরামিক শিল্পের সমস্যা, সম্ভাবনা, রফতানি বৃদ্ধিসহ নানা বিষয়ে বিশেষজ্ঞবৃন্দ আলোচনা করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সিরাজুল ইসলাম মোল্লা এম পি, সভাপতি, বাংলাদেশ সিরামিক ওয়ারস ম্যানুফ্যাকচারার এ্যাসোসিয়েশন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ সিরামিক সোসাইটি এবং বাংলাদেশ সিরামিক ওয়ারস ম্যানুফ্যাকচারার এ্যাসোসিয়েশন। দুইদিনব্যাপী এ অনুষ্ঠানে সিরামিক পণ্যের প্রদর্শনী সকলের জন্য উন্মক্ত থাকবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আসিফ আরিফ তাবানী, চেয়ারম্যান, মিরপুর সিরামিক লিঃ, ড. আফতাব উদ্দিন আহমেদ, সভাপতি, বাংলাদেশ সিরামিক সোসাইটি, রশিদ এম খান, চেয়ারম্যান, বেঙ্গল ফাইন সিরামিক, চাকলাদার এম আলম। -বিজ্ঞপ্তি
×