ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চূড়ায় ওঠার স্বপ্ন কন্টার

প্রকাশিত: ০৫:৫৬, ৫ এপ্রিল ২০১৭

চূড়ায় ওঠার স্বপ্ন কন্টার

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রিটেনের প্রথম প্রমীলা খেলোয়াড় হিসেবে মিয়ামি ওপেনের শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন জোহানা কন্টা। ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়ে অসামান্য এই কীর্তি গড়েন দশম বাছাই জোহানা কন্টা। শনিবার রাতে টুর্নামেন্টের ফাইনালে তিনি ৬-৪ এবং ৬-৩ গেমে হারিয়েছেন ওজনিয়াকিকে। মিয়ামি ওপেনের শিরোপা জিতে দারুণ রোমাঞ্চিত কন্টা। এটাই যে তার ক্যারিয়ারের প্রথম বড় কোন শিরোপা। এখন লক্ষ্য বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের চূড়ায় উঠা। এ প্রসঙ্গে ম্যাচের শেষে উচ্ছ্বাসিত কন্টা বলেন, ‘আমার লক্ষ্য বিশ্বের সেরা খেলোয়াড় হওয়া। আমি চাই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে। এজন্য আমাকে আরও অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং নিজের খেলার উন্নতি করতে হবে।’ তবে স্বপ্ন পূরণের জন্য যে গ্র্যান্ডসøাম টুর্নামেন্টও জিততে হবে তাও স্বীকার করেছেন এই ব্রিটিশ তারকা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শীর্ষে উঠতে হলে গ্র্যান্ড সøামও জিততে হবে আমাকে। টেনিসের সেরা ও মর্যাদাকর টুর্নামেন্ট গ্র্যান্ডসøাম। চারটি বড় টুর্নামেন্ট জিতলেই শীর্ষে উঠার সম্ভাবনা তৈরি হবে।’ ব্রিটেনের সেরা খেলোয়াড় হিসেবে ৪০ বছর পর বড় কোন টুর্নামেন্টের শিরোপা জিতলেন কন্টা। এই শিরোপা জয়ের ফলে ৯ লাখ ৪০ হাজার ব্রিটিশ পাউন্ড প্রাইজ মানি অর্জন করেছেন তিনি। সেইসঙ্গে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়েও অগ্রগতি হয়েছে তার। চার ধাপ উন্নতি হওয়ার সৌজন্যে সপ্তম স্থানে উঠে এসেছেন তিনি। তবে কন্টার কাছে হেরে শিরোপা হাতছাড়া করায় ১২ নাম্বারে ছিটকে গেছেন ড্যানিশ টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকি। টেনিস বিশ্বের আলোচিত নাম ওজনিয়াকি। কিন্তু দুর্ভাগ্য তার এখন পর্যন্ত মেজর কোন শিরোপা নিজের শোকেসে তুলতে পারেননি বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই শীর্ষ তারকা। এ বছর ইতোমধ্যেই দুটি ফাইনাল খেলেছেন তিনি। কন্টার কাছে মিয়ামি ওপেনে হারের আগে কাতার ওপেনের ফাইনালে শিরোপা হাতছাড়া করেছেন চেকপ্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভার কাছে। এদিকে দুই ধাপ অগ্রগতি হয়েছে ভেনাস উইলিয়ামসের। ১২ থেকে বর্তমানে ১০ম স্থানে উঠে এসেছেন তিনি। দুই ধাপ নিচে নেমে নবম স্থানে রয়েছেন রাশিয়ার সভেতলনা কুজনেতসোভা। তবে শীর্ষ ছয়ে কোন পরিবর্তন আসেনি। ৭,৩৪০ পয়েন্ট নিয়ে সবার ওপরে যথাক্রমে এ্যাঞ্জেলিক কারবার। যদিওবা এই বছরে এখন পর্যন্ত কোন শিরোপাই জিততে পারেননি জার্মান তারকা। দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান ধরে রেখেছেন যথাক্রমে চেকপ্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা, সেøাভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভা এবং রোমানিয়ার সিমোনা হ্যালেপ। স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজাও ষষ্ঠ স্থান ধরে রেখেছেন।
×