ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৩৯, ৫ এপ্রিল ২০১৭

টুকরো খবর

শ্রমিক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ৪ এপ্রিল ॥ দৌলতপুরে বজলু নামে বিশ্বাস এ্যাগ্রো ফুড লিমিটেডের এক শ্রমিক সর্দারকে অপহরণের পর হত্যার প্রতিবাদে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার আলারদর্গা বাজারে মানববন্ধনে এলাকার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে বজলু হত্যা বিচারের দাবি জানায়। এ সময় বক্তব্য রাখেন- কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য আছাদুজ্জামান লোটন চৌধুরী, ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দীন চৌধুরী, শিক্ষক নাহারুল ইসলাম, নিহত বজলুর স্ত্রী রোকেয়া খাতুন ও মেয়ে স্কুলছাত্রী লিলি খাতুন। বক্তারা বলেন, উপজেলার আল্লারদর্গা চামনাই গ্রামের খোদাবক্সের ছেলে বিশ্বাস এ্যাগ্রো ফুড লিমিটেডের শ্রমিক সর্দার বজলু ১২ মার্চ থেকে নিখোঁজ হন। ১৩ মার্চ সকালে চামনাই গ্রামের মাঠের মধ্যে একটি তামাকক্ষেতে বজলুকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সন্ত্রাসী হামলায় আহত ৭ নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৪ এপ্রিল ॥ কিশোরগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ৭ পথচারী আহত হয়েছে। এতে এইচএসসি পরীক্ষার্থী ফাহিম, জিসান ও হরিরাম নামে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার রাতে ১০-১৫ জনের একদল দুর্বৃত্ত শহরের নগুয়া প্রথম মোড় থেকে এতিমখানা রোড ও নতুন পল্লী এলাকায় পথচারী, দোকানপাট ও বাসাবাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা অন্তত ২০-২৫টি দোকান ও বাড়িঘর ভাংচুর করেছে। এ ঘটনার পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, কয়েকদিন আগে শহরের জেলা স্মরণীয় মোড়ে উঠতি বয়সের একটি পক্ষ হামলা চালিয়েছিল। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষ আরেকটি উঠতি বয়সের গ্রুপ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে নগুয়া এলাকায় হামলা চালায়। হামলায় আহত হলো-শহরের খড়মপট্টি এলাকার কামরুল ইসলামের ছেলে ফাহিম, বত্রিশের জাহাঙ্গীর আলমের ছেলে জিসান আলম, নারায়ণের ছেলে হরিরাম, মেহের রঞ্জন রায়ের ছেলে সৌমিক, বত্রিশ মনিপুরের আব্দুল বারেকের ছেলে হিরা মিয়া, রায়পাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে ইমরান ও ময়মনসিংহের নান্দাইলের আব্দুল মালেকের ছেলে উৎপল। উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সাসপেন্ড স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মেহেরপুরের মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জার্জিস হোসাইনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব জুলিয়া মইন স্বাক্ষরিত এ সক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে আমিরুল ইসলাম মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি ও জার্জিস হোসাইন মুজিবনগর উপজেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। উপসচিব জুলিয়া মইন স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, মামলার অভিযোগপত্রে বিজ্ঞ আদালতে গৃহীত হওয়ায় জনপ্রতিনিধি হিসেবে তাদের ক্ষমতা প্রয়োগ করা জনস্বার্থ বিরোধী। তাই ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইন সংশোধিত ২০১১ সালের ১৩(খ)(১) অনুসারে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শেরপুরে ৫ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৪ এপ্রিল ॥ নালিতাবাড়ীতে ভয়াবহ অগ্নিকা-ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সোমবার রাতে উপজেলার তিনানী বাজারের টেংরাখালী মোড়ে ওই অগ্নিকা- ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা। তবে অগ্নিকা-টি পরিকল্পিত বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। জানা যায়, সোমবার রাতে বৈরী আবহাওয়ার জন্য সকলেই একটু আগেই দোকানপাট বন্ধ করে ফেলেন। কিন্তু রাত সাড়ে ১১টার দিকে হাজি কৃষি বিতান থেকে আকস্মিক অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। ওই সময় আশপাশের লোকজন টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে। কিন্তু মুহূর্তেই আগুন পাশের মিস্টার অটো রিপিয়ারিং ওয়ার্কশপ, কমল ও মিজানুর রহমানের পৃথক ২টি চা-মুদির দোকান এবং মিলন স্টোর নামে আরেকটি মুদি-মনিহারি দোকান দাউ দাউ করে জ্বলতে থাকে। একপর্যায়ে ফায়ার সার্ভিসের নালিতাবাড়ী ইউনিট অগ্নিনির্বাপণে যোগ দেয়। পরে যৌথ চেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। রাজবাড়ীতে ৪ দোকান নিজস্ব সংবাদদাতা রাজবাড়ী থেকে জানান, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া বাজারে মঙ্গলবার সকালে অগ্নিকা-ে একটি পাটের গুদামসহ চারটি দোকান ভস্মীভূত হয়েছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে অগ্নিকা-ের সূত্রপাত হলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। আগুনে মঞ্জু খা ও গজেন বসুর যৌথ পাটের গোডাউনের চার শ’ মণ পাট, মনোজিত বিশ্বাসের স্বর্ণের দোকান, অখিল শিকদারের স্যালো মেশিন ও পাট, আনসার মৃধার চালের দোকান পুড়ে ভস্মীভূত হয়। তিন প্রতিষ্ঠানকে জরিমানা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চারঘাট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে ৮০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা মেহেনাজ। মঙ্গলবার সকালে উপজেলার একটি বালুমহাল ও বেকারিসহ বিভিন্ন দোকানে অনিয়মতান্ত্রিকভাবে ব্যবসার করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৮০ হাজার টাকা জরিমানা করে। এদের মধ্যে মুক্তারপুর এলাকায় বালু ঘাটের ফারুখের ৫০ হাজার টাকা, নাইট গার্ড আমিনুলের ১০ হাজার টাকা এবং নন্দনগাছি মোছলেম বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। শিক্ষকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোল্লাহাটে প্রধান শিক্ষকসহ ৪ শিক্ষকের ওপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার দুপুরে মোল্লাহাট উপজেলা পরিষদের সামনে দুই শতাধিক শিক্ষক এই মানববন্ধন কর্মসূচী পালন করে। পরে শিক্ষক নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হাসানের কাছে স্মারকলিপি দেন। মানববন্ধনে বক্তব্য দেনÑ মোল্লাহাট উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রসময় বিশ্বাস, সাধারণ সম্পাদক মোল্লা সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক রমেশ চন্দ্র, এসএম ফরিদ আহম্মেদসহ নেতৃবৃন্দ। উল্লেখ্য, রবিবার সকালে নৈশপ্রহরী নিয়োগ নিয়ে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নগরকান্দি সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৪ শিক্ষককে মারধর করে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী আমজাদ হোসেন। ইজারা দেয়ার প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শহীদ টিটু মিলনায়তন ও উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তন ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার সকালে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট শহরের কেন্দ্রস্থল সাতমাথায় মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে। সমাবেশে বক্তাগণ বলেন, শহীদ টিটু মিলনায়তন যখন সাংস্কৃতিক পল্লী ঘোষণার দাবিতে আন্দোলন চলছে তখনই হাটবাজার ইজারার মতো বগুড়ার সাংস্কৃতিক অঙ্গন ইজারা দেয়ার পাঁয়তারা শুরু করেছে পৌরসভা। ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে সাংস্কৃতিক জোট প্রতিদিন বিক্ষোভ মিছিল এবং ৬ এপ্রিল পৌরসভা ঘেরাওয়ের কর্মসূচী দিয়েছে। তারপরও ইজারা দেয়ার অবস্থান থেকে সরে না এলে বগুড়ার সুধীজনকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বগুড়া শহরের এ্যাডওয়ার্ড পার্কের এক ধারে ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয় এ্যাডওয়ার্ড ড্রামাটিক হল। সেখানে ছিল ঘূর্ণায়মান মঞ্চ। ব্রিটিশ শাসনামল থেকেই এই মঞ্চ ছিল নাটক গান নৃত্যানুষ্ঠানসহ সকল সাংস্কৃতিক অনুষ্ঠানের বড় কেন্দ্র। দেশ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর এই মিলনায়তনের নামকরণ করা হয় শহীদ মুক্তিযোদ্ধা টিটুর নামে। শহীদ টিটু মিলনায়তন ইজারা ১২ লাখ টাকা ও উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তন ইজার মূল্য ৩ লাখ টাকা ধার্য করা হয়। ট্রেনের ধাক্কায় যুবক নিহত স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ মঙ্গলবার সকালে ঈশ্বরদীর মুলাডুলি স্টেশন ইয়ার্ডে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক (৩০) নিহত হয়েছে। জানা যায়, মঙ্গলবার সকাল অনুমানিক সাড়ে আটটায় মুলাডুলি স্টেশন ইয়ার্ডের রেললাইন দিয়ে এ যুবক স্টেশনমুখী যেতে থাকে। এ সময় রাজশাহী থেকে ঈশ্বরদী বাইপাস হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর সিল্কসিটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ওই যুবক মারা যায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৪ এপ্রিল ॥ কালকিনি উপজেলার কাজীবাকাই এলাকার পশ্চিম মাইজপাড়া গ্রামের হাবিব মোল্লার মাছের ঘের থেকে ৮৭ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে ডাসার থানা পুলিশ। সোমবার রাত দেড়টার দিকে পুলিশ কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করে। জানা গেছে, সোমবার দুপুরে হাবিব মোল্লার ঘেরে মাটি কাটার সময় কষ্টিপাথরের মূর্তিটি দেখতে পায় শ্রমিকরা। অটোরিক্সায় ওড়না পেঁচিয়ে ছাত্রীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৪ এপ্রিল ॥ জেলার কটিয়াদী উপজেলায় অষ্টমী স্নান থেকে ফেরার পথে অটোরিক্সায় ওড়না পেঁচিয়ে পূর্ণিমা বর্মণ (১২) নামে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী ও পৌর এলাকার দড়ি চড়িয়াকোনার পরিতোষ বর্মণের মেয়ে। চাঁদাবাজি বন্ধে ভ্যান শ্রমিকদের বিক্ষোভ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ মঙ্গলবার সকালে তাড়াশে চাঁদাবাজি ও নির্যাতন বন্ধে অটোভ্যান শ্রমিকরা এক প্রতিবাদ মিছিল বের করেছে। উপজেলার বিনসাড়া বাজার থেকে শতাধিক ভ্যান শ্রমিক অটোভ্যান মিছিল নিয়ে তাড়াশ সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা চাঁদাবাজি ও নির্যাতন বন্ধে সেøাগান দিতে থাকে। দীর্ঘদিন ধরে নাম মাত্র সংগঠন দেখিয়ে গুটিকয়েক প্রভাবশালী ব্যক্তি এলাকা ভিত্তিক যানবাহন চলাচলের জন গুরুত্বপূর্ণ বিশেষ স্থানগুলোতে অটোভ্যান চালকদের কাছ থেকে রসিদ দিয়ে চাঁদা তুলে আসছে। এর মধ্যে উপজেলার পশ্চিম ওয়াপদা বাঁধ, রাণী হাট বাজার, তাড়াশ পোস্ট অফিস মোড়, মহিষলুটি ভ্যান গ্যারেজ, বারুহাস বাজার, তাড়াশ বাসস্ট্যান্ড উল্লেখযোগ্য। ইসলামী ছাত্রী সংস্থার ২ সদস্য আটক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে পহেলা বৈশাখ ও রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণকালে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার দুই সদস্যকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। নগরীর বাকলিয়া থানা এলাকার আহমদিয়া করিমিয়া সুন্নীয়া মাদ্রাসা থেকে মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়। জানা যায়, ছাত্রী সংস্থার এ দুই সদস্য ওই মাদ্রাসায় কিছু লিফলেট বিতরণ করছিল। এতে পহেলা বৈশাখ এবং রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ছিল। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এ দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। রাস্তা দখল করে ভবন নির্মাণ নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ৪ এপ্রিল ॥ চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের নতুন পাড়া এলাকায় রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসী মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে মানববন্ধন করেন। জানা যায়, পুকুরিয়া ইউপির নতুন পাড়ার এলাকার এজাজুল হক প্রকাশ আমির সাধু ও নুরুল ইসলাম সরোয়ার প্রধান সড়কের সঙ্গে সংযুক্ত অভ্যন্তরীণ সড়কের আরএস দাগ নং- ১১৯১ এবং বিএস দাগ নং- ১০৪৬ এর ২২ ফুট রাস্তার মধ্যে ১০ ফুট রাস্তা দখল করে ভবন নির্মাণ করে। এতে এলাকাবাসী প্রতিবাদ করলেও প্রভাব কাটিয়ে ওই ব্যক্তিগণ ভবন নির্মাণ কাজ চালিয়ে যায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী চাহেল তস্তরী বলেন, অবৈধ স্থাপনা অপসারণপূর্বক অচিরেই রাস্তার জায়গা ছেড়ে দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। হামলা ভাংচুর ॥ আহত ৭ নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৪ এপ্রিল ॥ সদর উপজেলার কালিকাপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষ হামলা চালিয়ে ১০ বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করেছে। ঘটনার সময় বিক্ষুব্ধরা ১০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। হামলার সময় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। জানা গেছে, সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এজাজুর রহমান আকনের সঙ্গে সাবেক চেয়ারম্যান আহসান মাতুব্বরের নির্বাচনী বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে এজাজ আকন গ্রুপের ইসমাইল মাতুব্বর, নুরুজ্জামানসহ দুই শতাধিক লোক প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলা চালায়। এতে আহসান মাতুব্বরের বসত বাড়ি-ঘর, খবির মাতুব্বরের দুটি বসত ঘর, কবির মাতুব্বরের বসত ঘর, নিমাই মাতুব্বরের দোকান, জহুরুলের দোকান, আজিজুল সরদারের বসত বাড়িসহ ১০টি বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করা হয়। ক্ষতিগ্রস্তদের দাবি, হামলার সময় তাদের ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান স্বর্ণালঙ্কার নিয়ে গেছে হামলাকারীরা। এ ঘটনায় মামুন মাতুব্বর, মনজু বেগম, সজিবসহ ৭ জন আহত হয়েছে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পোল্ট্রি খামারিদের মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, সাভার, ৪ এপ্রিল ॥ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধামরাই পল্লীবিদ্যুত সমিতি-৩ এর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোস্তফা কামাল, জুনিয়র প্রকৌশলী আদিল হোসেন ও হিসাব রক্ষণ কর্মকর্তা আজাদের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পোল্ট্রি খামারিরা। মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডে স্থানীয় পোল্ট্রি খামারিরা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। পোল্ট্রি খামারিরা অভিযোগ করে বলেন, ধামরাইয়ের সোমবাগ ইউনিয়নের সোনারটেক এলাকায় দীর্ঘদিন ধরে পোল্ট্রি ব্যবসা করে আসছিল স্থানীয় গাফ্ফার মোল্লা। তার পোল্ট্রি খামারে কয়েক হাজার লেয়ার মুরগি রয়েছে। ওই পোল্ট্রি খামারে বিদ্যুত বেশি ব্যবহার হয়- এ অভিযোগ তুলে গাফ্ফার মোল্লার কাছে প্রতি মাসে পাঁচ হাজার করে টাকা উৎকোচ দাবি করে ওই তিন কর্মকর্তা। উৎকোচ দিতে রাজি না হলে ওই পোল্ট্রি খামারের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এতে ওই খামারের এ পর্যন্ত অনুমান ১৫ লাখ টাকার লেয়ার মুরগি মারা যায়। আগুনে বৃদ্ধার মৃত্যু নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৪ এপ্রিল ॥ গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বেতগাড়া গ্রামে সোমবার গভীর রাতে আগুনে পুড়ে রাহেলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছে। সে বেতগাড়া গ্রামের কাফি মিয়ার স্ত্রী। অগ্নিকা-ের সূত্রপাত কাফি মিয়ার গোয়ালঘর থেকে।
×