ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মডেল কন্যা রাউধার মৃত্যুরহস্য তদন্তে মালদ্বীপ পুলিশ

প্রকাশিত: ০৪:৩৭, ৫ এপ্রিল ২০১৭

মডেল কন্যা রাউধার মৃত্যুরহস্য তদন্তে মালদ্বীপ পুলিশ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজে পড়তে আসা মালদ্বীপের মডেল কন্যা রাউধা আথিফের মৃত্যুর ঘটনা তদন্ত শুরু করেছে সে দেশের পুলিশ। মঙ্গলবার সকাল থেকে মালদ্বীপ থেকে আসা সে দেশের দুই পুলিশ কর্মকর্তা তদন্ত শুরু করেছেন। পুলিশের দুই কর্মকর্তা সকাল থেকে নগরীর নওদাপাড়াস্থ ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ অবস্থান করেন। তারা সেখানে রাউধার সহপাঠী ও হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এছাড়া রাউধা আথিফ যে কক্ষে থাকতেন সেই স্থানগুলো ঘুরে দেখেন তারা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দার শাখার সহকারী কমিশনার (এসি/ডিবি) আলামিন হোসেন বলেন, মালদ্বীপ পুলিশের দুই কর্মকর্তা সকালে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন। তারা সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলছেন, পুরো ঘটনা পর্যবেক্ষণ করে তথ্য উপাত্ত সংগ্রহ করছেন। তবে তদন্তের পরবর্তী প্রক্রিয়ার বিষয়টি তারা জানাননি। মালদ্বীপ পুলিশের এ তদন্ত টিমে রয়েছেন সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজ ও সিনিয়র পুলিশ পরিদর্শক আহম্মেদ আলী। এর আগে তারা (মালদ্বীপ পুলিশ) বিষয়টি তদন্তে প্রাথমিকভাবে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গেও কথা বলেছেন। সোমবার রাজশাহীতে পৌঁছার পর থেকেই তারা রাউধা আথিফের মৃত্যুর ঘটনা নিয়ে খোঁজখবর শুরু করেন। ফরিদপুরে ধর্ষণের পর তরুণীকে হত্যা নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৪ এপ্রিল ॥ নগরকান্দায় এক তরুণীকে ধর্ষণের পর দুর্বৃত্তরা হত্যা করেছে। পুলিশ ধানক্ষেত থেকে তরুণীর লাশ উদ্ধার করে। নগরকান্দা উপজেলার ডাঙ্গীনগরকান্দা গ্রামের ধানক্ষেত থেকে মঙ্গলবার দুপুরে হত্যার শিকার ফিরোজা আক্তার (২০) নামের এই যুবতীর লাশ উদ্ধার করে পুলিশ। কক্সবাজারে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, মহেশখালীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছোট মহেশখালী জালিয়াপাড়া এলাকা থেকে মঙ্গলবার সকালে থানা পুলিশ কামরুন্নাহার (৩০) নামে মহিলার মরদেহটি উদ্ধার করে। নিহত কামরুন্নাহার ওমান প্রবাসী ইমান আলীর স্ত্রী। পুলিশ জানায়, নিজ বসতঘরের চালার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। স্বামীর পক্ষের লোকজন কামরুন্নাহার আত্মহত্যা করছে বলে জানিয়েছে। তবে কারুন্নাহারের আত্মীয়-স্বজন দাবি করছেন, শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে।
×