ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে হত্যার দায়ে ৮ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:৩৪, ৫ এপ্রিল ২০১৭

সিরাজগঞ্জে হত্যার দায়ে ৮ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাফরুল হাসান চাঞ্চল্যকর ইব্রাহিম হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদ- ও একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩ আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। দ-প্রাপ্তরা হলেন রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে শামীম, সোরমান আলীর ছেলে রব্বানী, রহিজ প্রামাণিকের ছেলে মিন্টু প্রামাণিক, একই উপজেলার মিরেরদেউল গ্রামের হযরত আলীর ছেলে কালাম, বগুড়া জেলার শেরপুর থানার হোসনেবাদ এলাকার আব্দুল জলিলের ছেলে দুদু প্রামাণিক ও জিয়াউর রহমান, একই এলাকার বিশা সেখের ছেলে আব্দুস সামাদ সেখ, শেফাত আলী প্রামাণিকের ছেলে জহুরুল ইসলাম। এদের মধ্যে শামীম পলাতক। উল্লেখ্য, ২০০৭ সালের ৩০ নবেম্বর রাতে মোহাম্মদ আলীর বাড়িতে ইব্রাহিম খলিলকে মোবাইল চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে নিয়ে যায়। রাতে আর ইব্রাহিম বাড়িতে ফেরেননি। পরের দিন সকালে ইব্রাহিমকে হত্যা করে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী বাজারের আজাদ মজলিস ক্লাব এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। কক্সবাজারে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের টেকপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে, শহরের পাহাড়তলী এলাকার জোবায়ের সুলতানের পুত্র রাব্বী (৭) এবং একই এলাকার আব্দুল হকের পুত্র গিয়াস উদ্দিন (৮)। রাব্বী ও গিয়াস দু’জনই শহরের টেকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ক্লাসের বিরতির সময় সহপাঠীদের সঙ্গে স্কুলের পার্শ্ববর্তী টেকপাড়ার পুকুরে গোসল করতে নামে তারা। এক পর্যায়ে রাব্বী ও গিয়াস পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বারুণীর মেলা স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শহরতলীর ফুলবাড়ি এলাকায় করতোয়া নদীর তীরে মঙ্গলবার বারুণীর মেলা অনুষ্ঠিত হয়। মেলাকে ঘিরে ওই এলাকায় বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। শহরের কাছাকাছি মেলা হওয়ায় বগুড়া-রংপুর মহাসড়কের ধারেও গুচ্ছ গুচ্ছভাবে দোকানপাট বসে। মুড়ি-মুড়কি, খাগড়াই জিলাপি, খোরমাসহ নানা মিষ্টান্ন নিয়ে বসে দোকানিরা। বগুড়া নগরী থেকে অল্প দূরে এ মেলার কারণে এর কিছুটা প্রভাব শহরেও পড়ে। আকাশ মেঘলা ও শীতল থাকায় মেলার দর্শনার্থীদের সংখ্যা কিছুটা কম ছিল। গ্রামীণ মেলার আবহে দোকানিরা খোলা মাঠে পসরা সাজিয়ে বসে। মাটির হাঁড়িপাতিল, ছোটদের খেলনাপাতি, চুড়ি-ফিতা, ক্লিপ-আলতা, ইমিটেশনের গহনা তো ছিলই। ভিক্ষুকমুক্ত করার কার্যক্রম শুরু নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৪ এপ্রিল ॥ নানা উন্নয়ন-অগ্রগতির ধারাবাহিকতায় এবার ‘ভিক্ষুকমুক্ত শেরপুর’ গড়ার কার্যক্রম শুরু হয়েছে। ওই কার্যক্রমের আওতায় ইতোমধ্যে প্রাথমিক পর্যায়ে ভিক্ষুক শনাক্তকরণ শেষ হয়েছে। জানা যায়, ভিক্ষুকমুক্ত করার ক্ষেত্রে বাংলাদেশে খুলনা নগরী এখন মডেল। তারই আদলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে প্রতিটি জেলাকে ভিক্ষুকমুক্ত করার কার্যক্রম শুরু হচ্ছে। শেরপুরে তিন হাজার ৪৪৬ ভিক্ষুককে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মহিলা ভিক্ষুকের সংখ্যাই বেশি। তথ্যমতে, সদরে ৫৭৪ মহিলা ও ১১৭ পুরুষ, নকলায় ৫৬৩ মহিলা ও ৩৬১ পুরুষ, নালিতাবাড়ীতে ৪৩৬ পুরুষ ও ৩১৬ মহিলা, শ্রীবরদীতে ৫৯২ মহিলা ও ৩৩২ পুরুষ ও ঝিনাইগাতীতে ৮০ মহিলা ও ৭৫ পুরুষ ভিক্ষুক রয়েছে।
×