ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপির মেয়রদের বরখাস্তের বিষয়টি প্রধানমন্ত্রী জানেন না ॥ কাদের

প্রকাশিত: ০৮:০৬, ৪ এপ্রিল ২০১৭

বিএনপির মেয়রদের বরখাস্তের বিষয়টি প্রধানমন্ত্রী জানেন না ॥ কাদের

বিডিনিউজ ॥ বিএনপির দুই সিটি মেয়র ও এক পৌর মেয়রকে সাময়িক বরখাস্ত করা নিয়ে আলোচনার মধ্যে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এটা প্রধানমন্ত্রীর অজ্ঞাতসারে ঘটেছে। আদালতের রায় নিয়ে দায়িত্বে ফেরার পরপরই রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক ও মোসাদ্দেক হোসেন বুলবুল এবং হবিগঞ্জের পৌর মেয়র জি কে গউছকে বরখাস্তের আদেশ হয়। ফৌজদারি মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ায় এর আগে মন্ত্রণালয়ের আদেশে তাদের বরখাস্ত করা হয়েছিল। সরকারবিরোধী দলের তিন মেয়রকে বরখাস্ত করায় বিএনপির সমালোচনার মধ্যে সোমবার ঢাকার ডেমরায় একটি সড়ক উদ্বোধনে গেলে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “মেয়র বরখাস্তের বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এর পেছনে যুক্তি কী, কারণ কী- এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় ভাল বলতে পারবে। তবে আমি যতটুকু জানি, মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি জানেন না।” স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন খোন্দকার মোশাররফ হোসেন। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন অনুযায়ী তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মুহাম্মদ জমির উদ্দিন সরকার সোমবার বলেছেন, “বিরোধী রাজনৈতিক দল বিএনপির সদস্য হওয়ার কারণে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে এক কলমের খোঁচায় বরখাস্ত করা হয়েছে।” ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযথভাবে পালন করুন-কাদের ॥ বিশেষ প্রতিনিধি জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাধীনতা সংগ্রাম ইতিহাসের এক অনন্য গৌরব গাথা ও সাফল্যের স্বাক্ষর আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি আওয়ামী লীগসহ সংগঠনের সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে প্রতিটি ইউনিটে দিবসটির মর্যাদা অনুযায়ী সভা, সমাবেশ, শোভাযাত্রা, আলোকচিত্র প্রদর্শনী ইত্যাদি কর্মসূচী যথাযথভাবে পালনের জন্য নির্দেশ দিয়েছেন। সোমবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের এ নির্দেশনা দেন। বিবৃতিতে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, পাকিস্তানে কারাগারে বন্দী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমেদকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়। এই সরকার মুক্তিকামী সকল স্তরের বাঙালী জনগণকে ঐক্যবদ্ধ রেখে দীর্ঘ নয় মাস দক্ষতার সঙ্গে মুক্তিযুদ্ধ পরিচালনা করে এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করে। আমাদের মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের গুরুত্ব ও ভূমিকা অপরিসীম।
×