ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গোধূলিবেলায় ফেদেরার ঝলক

প্রকাশিত: ০৬:০৫, ৪ এপ্রিল ২০১৭

গোধূলিবেলায় ফেদেরার ঝলক

স্পোর্টস রিপোর্টার ॥ বয়সে পঁয়ত্রিশকেও ছাড়িয়ে গেছেন রজার ফেদেরার। কিন্তু তাতে কী? ফেদেরার যেন এখনও টগবগে তরুণ। টেনিস কোর্টে প্রতিপক্ষের ভয়ঙ্কর প্রতিপক্ষের নাম। অস্ট্রেলিয়ান ওপেনের পর ইন্ডিয়ান ওয়েলসেও চ্যাম্পিয়ন হওয়া বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা এবার মিয়ামি ওপেনের শিরোপাও নিজের শোকেসে তুললেন। রবিবার টুর্নামেন্টের ফাইনালে সুইজারল্যান্ডের এই জীবন্ত কিংবদন্তি ৬-৩ এবং ৬-৪ সেটে হারান চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে। সেইসঙ্গে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে মিয়ামি ওপেনে চ্যাম্পিয়ন হওয়ারও গৌরব অর্জন করেন রজার ফেদেরার। গত বছরটা মোটেই ভাল কাটেনি ফেদেরারের। ইনজুরির কারণে গত বছরের শেষ ছয় মাস কোর্টেও বাইরে ছিটকে পড়েন তিনি। তবে চোঁট কাটিয়ে কোর্টে ফিরেই যেন উড়ছেন ফেড এক্সপ্রেস। চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছেন তিনি। মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন জিতেই বছর শুরু করেন সুইস তারকা। সেইসঙ্গে ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ডসøাম জয়েরও স্বাদ পান তিনি। মেলবোর্নের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী নাদালকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেন তিনি। এরপর গত মাসে বিএনপি পরিবাস ওপেনেও চ্যাম্পিয়ন হন ফেড এক্সপ্রেস। যেখানে তার প্রতিপক্ষ ছিলেন স্বদেশী স্টানিসøাস ওয়ারিঙ্কা। শেষ পর্যন্ত ওয়ারিঙ্কাকে পরাজিত করেই ইন্ডিয়ান ওয়েলসের চ্যাম্পিয়ন হন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান। রবিবার মিয়ামি ওপেনে আবারও মুখোমুখি হন অস্ট্রেলিয়ান ওপেনের দুই ফাইনালিস্ট। তবে এদিনও সেই একই চিত্রনাট্য। শেষের হাসি ফেদেরারের মুখেই। স্প্যানিশ টেনিস তারকার বিপক্ষে রজার ফেদেরারের এটা টানা চতুর্থ জয়। তবে ফেদেরারের মতে ফলাফল দেখে অবশ্য ম্যাচের বিচার করা যাবে না। তার দৃষ্টিকোন থেকে ম্যাচের গল্পটা ছিল আরও কঠিন। এ প্রসঙ্গে সুদীর্ঘ ক্যারিয়ারে ৯১ শিরোপা জেতা ফেদেরার বলেন, ‘আপনি যদি ম্যাচটা না দেখে শুধু ফলাফলের দিকে খেয়াল করেন তাহলে হয়তো বলবেন যে একতরফাই হয়েছে। কিন্তু ফলাফল দেখে আপনি ম্যাচের পুরো গল্প বুঝতে পারবেন না। প্রথম এবং দ্বিতীয় সেটে নাদালেরও সুযোগ ছিল। আমি বলব ম্যাচটা দু’জনের জন্যই খুব কাছাকাছি ছিল।’ ইন্ডিয়ান ওয়েলসে বর্তমান বিশ্বের সেরা সেরা সব তারকারাই খেলেছেন। যে কারণে শীর্ষ সারির প্রতিপক্ষকে হারিয়েই চ্যাম্পিয়ন হতে হয়েছে রজার ফেদেরারকে। মিয়ামি ওপেনেও সুইস তারকাকে খেলতে হয়েছে বড় বড় তারকাদের সঙ্গে। যেমনটা সেমিফাইনালের কথাই দরুণ। অস্ট্রেলিয়ার নিক কিরগিওসকে হারাতে হয়েছে তাকে। শুক্রবার শেষ চারের সেই ম্যাচের পর ফেদেরার কিছুটা তো ক্লান্তই হয়ে পড়েন। কিন্তু নাদালের বিপক্ষে ম্যাচে অবশ্য সেই ক্লান্তি প্রভাব ফেলতে পারেনি। চলতি মৌসুমে সুইস তারকা ২০ ম্যাচ খেলেছেন। যার ১৯টিতেই জয়ের স্বাদ পেয়েছেন তিনি। বিনিময়ে হার দেখেছেন মাত্র একটিতে। ম্যাচ শেষে তাই ফেদেরার দারুণ রোমাঞ্চিত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কী দুর্দান্তভাবেই না বছরের শুরুটা। স্বপ্নের পারফর্মেন্স এখনও চলছে। পাশে থেকে সমর্থন করার জন্য সকলকেই ধন্যবাদ। বিশেষ করে গত বছর আমার কঠিন সময়েও যারা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা।’ তবে আগামী আগস্টেই ৩৬ বছরে পা রাখতে যাওয়া ফেদেরার এখন আর আগের মতো ধকল সামলাতে পারেন না। তাই তো মৌসুমের দ্বিতীয় মেজর টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন ছাড়া ক্লে কোর্টের অন্য কোন ইভেন্টে নাও দেখা যেতে পারে সাবেক এই শীর্ষ তারকাকে। এ বিষয়ে ফেদেরার বলেন, ‘এখন আমি আর আগের ২৪ বছরের মতো নেই। আমার মধ্যে অনেক কিছুরই বড়সড় পরিবর্তন এসেছে।
×