ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টাইগারদের পক্ষেই প্রেমাদাসা!

প্রকাশিত: ০৬:০৪, ৪ এপ্রিল ২০১৭

টাইগারদের পক্ষেই প্রেমাদাসা!

স্পোর্টস রিপোর্টার ॥ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি২০ সিরিজ। এবার শ্রীলঙ্কা সফরে তিন সিরিজ ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলছে সফরকারী বাংলাদেশ। টেস্ট সিরিজ গল ও পি সারা ওভালে খেলে বাংলাদেশ। এরপর ওয়ানডে সিরিজ খেলে ডাম্বুলা রনগিরি আন্তর্জাতিক স্টেডিয়াম ও সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। টি২০ সিরিজ হবে প্রেমাদাসা স্টেডিয়ামে। তবে টেস্ট এবং ওয়ানডে কোন সিরিজেই ভাল স্মৃতি নিয়ে নামতে পারেনি সফরকারী বাংলাদেশ। কিন্তু প্রথম টি২০ তে নামার আগে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র জয়ের সুখস্মৃতি নিয়েই নামছে আজ মাশরাফি বিন মর্তুজার দল। গত বছর পরস্পরের সর্বশেষ মোকাবেলায় জয় পেয়েছিল বাংলাদেশ। উল্টো অবস্থা শ্রীলঙ্কার। প্রেমাদাসা স্টেডিয়ামে খুবই বাজে অবস্থা স্বাগতিকদের। ১১ টি২০ খেলে মাত্র একটা জয় পেয়েছে তারা। ২০০৯ সালে সর্বপ্রথম কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টি২০ খেলতে নেমেছি লঙ্কানরা। কিন্তু সেই ম্যাচে ৩ উইকেটে হেরে যায়। টানা ৪ ম্যাচ এই ভেন্যুতে হারের পর অবশেষে ২০১২ টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে প্রথম জয় পায় শ্রীলঙ্কা। তবে ফাঁড়া কাটেনি। প্রেমাদাসায় হারের বৃত্ত থেকে বেরোতে ব্যর্থ হয়েছে স্বাগতিকরা। যেন পরাজয়ের গোলক-ধাঁধায় আটকা পড়েছে তারা। বিশ্বকাপের ওই জয় পাওয়া ম্যাচটির পর টানা ৬ ম্যাচে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ (২), পাকিস্তান (২টি), দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় তারা। আর ঘরের মাটিতেই তেমন সুবিধা করতে পারছে না দলটি। গত বছর অস্ট্রেলিয়ার কাছে টি২০ সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়। আর সেই সিরিজের শেষ ম্যাচটি প্রেমাদাসাতেই হয়েছে। ঘরের মাটিতে খেলা সেটিই সর্বশেষ টি২০ সিরিজ শ্রীলঙ্কার। সার্বিকভাবে তাই টি২০ ক্রিকেটের জন্য দুঃস্বপ্নে ভরা একটি ভেন্যু লঙ্কানদের জন্য এই প্রেমাদাসা। সেখানেই এবার বাংলাদেশের বিপক্ষে টি২০ সিরিজ তাদের। এখানেই দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অবশ্য ভাল একটি স্মৃতি নিয়েই নামবে আজ প্রেমাদাসায়। কারণ টানা ৪ টি২০ শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ার বৃত্ত ভেঙ্গে সর্বশেষটিতে জয় পেয়েছিল বাংলাদেশ। গত বছর ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপে ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কাকে প্রথমবার হারিয়ে দিয়েছিল মাশরাফি বিন মর্তুজার দল। সে ম্যাচে ৫৪ বলে ৮০ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছিলে সাব্বির রহমান। লঙ্কানদের বিপক্ষে প্রথম জয়ের সেই স্মৃতিই আজ অনুপ্রেরণা হয়ে কাজ করবে বাংলাদেশের জন্য। অবশ্য প্রেমাদাসায় বাংলাদেশ আগে কোন টি২৫০ ম্যাচ খেলেনি। শ্রীলঙ্কার মাটিতেই খেলেছে মাত্র এক টি২০। সেটি ২০১৩ সালে পাল্লেকেলেতে, ওই ম্যাচে দারুণ লড়ে মাত্র ১৭ রানে হেরে গিয়েছিল সফরকারীরা। কিন্তু প্রেমাদাসায় অবশ্য পরিসংখ্যানটা বাংলাদেশের জন্য তেমন সুখকর নয়। টি২০ না খেললেও ৮ ওয়ানডে খেলেছে। সবগুলোতেই অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। এর মধ্যে দুটি খেলেছে পাকিস্তানের বিপক্ষে। তবে লঙ্কানদের বিপক্ষে সর্বশেষ টি২০ ম্যাচ জেতার ভাল স্মৃতি আজ অনুপ্রেরণা হবে মাশরাফিবাহিনীর জন্য।
×