ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জিততে মরিয়া আজ মাশরাফিরা

প্রকাশিত: ০৫:৩৯, ৪ এপ্রিল ২০১৭

জিততে মরিয়া আজ মাশরাফিরা

স্পোর্টস রিপোর্টার ॥ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে কখনও টি২০ খেলেনি বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষেই খেলেছে মাত্র ৫ টি২০ ম্যাচ। তবে এবার প্রেমাদাসাতেই মাশরাফি বিন মর্তুজার দল দুই ম্যাচের টি২০ সিরিজ খেলবে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। আজ প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় অনুসারে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। যেহেতু রাতে ম্যাচ, তাই সোমবার রাতে কৃত্রিম আলোয় অনুশীলন করেছেন মাশরাফি বিন মর্তুজার দল। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিল সফরকারী বাংলাদেশ। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। এবার টি২০ সিরিজে সেই স্বপ্ন পূরণ করতে চান মাশরাফিরা। তবে বিদেশের মাটিতে সর্বশেষ দুটি টি২০ সিরিজ জিতে অনুপ্রাণিত শ্রীলঙ্কার লক্ষ্যও সিরিজ জয়। আজ পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে মাত্র এক টি২০ খেলেছে বাংলাদেশ দল। ২০১৩ সালে শ্রীলঙ্কা সফরে পাল্লেকেলেতে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত ১৭ রানে হারে সফরকারীরা। আরেকটি সিরিজ দেশের মাটিতে খেলে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। এছাড়া টি২০ বিশ্বকাপে একবার এবং এশিয়া কাপে একবার পরস্পরের মুখোমুখি হয়েছে দু’দল। এর মধ্যে বিশ্বকাপে লঙ্কানদের কাছে হারলেও এশিয়া কাপের একমাত্র লড়াইয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। সেটি গত বছর ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। সেটাই টি২০ ক্রিকেটে সর্বশেষবার সাক্ষাত দু’দলের। সর্বশেষ সেই ম্যাচে জয় তুলে নেয়ার স্মৃতিকে সঙ্গী করে আজ আরেকবার জেতার প্রত্যাশায় নামবে বাংলাদেশ। র‌্যাঙ্কিং আর শক্তিমত্তায় প্রায় সমানে-সমান দু’দল। টি২০ আইসিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০ নম্বরে আর শ্রীলঙ্কা ৮ নম্বরে। মাশরাফি এ বিষয়ে বলেছেন, ‘একটি স্পেল বা একটি ইনিংস পার্থক্য গড়ে দিতে পারে দু’দলের মধ্যে। আমি চাই দলের ক্রিকেটারদের মধ্যে থেকে সেই স্পেল কিংবা ইনিংস বেরিয়ে আসুক আজ।’ সর্বশেষবার মুখোমুখিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ পরাজয়ের বৃত্ত ভেঙ্গে ফেলেছিল বাংলাদেশ দল। সেই ম্যাচে মাত্র ৫৪ বলে ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন সাব্বির রহমান। টি২০ স্পেশালিস্ট হিসেবে বিবেচিত এ মারকুটে টপঅর্ডারই ব্যাটিংয়ে মূল ভরসা। এছাড়া দারুণ ফর্মে থাকা ওপেনার তামিম ইকবাল এবং টি২০ ক্রিকেটে নিজেকে দারুণভাবে মেলে ধরা মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ দল। বোলিংয়ে বাংলাদেশের অন্যতম ভরসা পেসার মুস্তাফিজুর রহমান। দীর্ঘদিন ইনজুরি কাটিয়ে ফেরার পর অবশ্য পুরনো ছন্দে বোলিং নৈপুণ্য দেখাতে পারছেন না তিনি। ওয়ানডে সিরিজে তেমন নিয়ন্ত্রণ দেখা যায়নি তার বলে। তবে ৩ ম্যাচে ৬ উইকেট শিকার করেছেন। টি২০ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা এ বাঁহাতি অবশ্য এ ফরমেটে আরও বেশি দুরন্ত। তার সঙ্গে বোলিংয়ের অন্যতম ভরসা হিসেবে সাকিব আল হাসানের বাঁহাতি স্পিন কার্যকর ভূমিকা রাখলে সফল হওয়ার সম্ভাবনা বাড়বে বাংলাদেশের। ব্যাটে-বলে এই সাকিবের কাছ থেকে ভাল কিছু পাওয়ার প্রত্যাশায় থাকবেন মাশরাফিরা। তবে মূল চ্যালেঞ্জ হবে শ্রীলঙ্কার অভিজ্ঞ পেসার লাসিথ মালিঙ্গাকে মোকাবেলা করা। সম্প্রতিই অস্ট্রেলিয়া সফরে দলে ফিরেছেন তিনি। বেশ ছন্দ নিয়েই বোলিং করেছেন। তার ওপর মূল আস্থা থাকবে শ্রীলঙ্কার। ঘরের মাটিতে অবশ্য তেমন সুবিধাজনক অবস্থায় নেই সম্প্রতি তারা। গত সেপ্টেম্বরে সর্বশেষ সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। ওই সিরিজের শেষ ম্যাচটি প্রেমাদাসা স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয়েছে। অসিদের কাছে পরাজয়ের মাধ্যমে এ মাঠে টানা ৬ হার দেখেছে স্বাগতিক দল। ভেন্যুটি টি২০ ম্যাচের জন্য অপয়াই বলা যায় লঙ্কানদের জন্য। কারণ ১১ টি২০ খেলে মাত্র একটি জয় তুলে নিতে পেরেছে। বাকি ১০ ম্যাচেই হার। কিন্তু সম্প্রতিই দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সফরে দুটি টি২০ সিরেজেই ২-১ ব্যবধানে জয় নিয়ে ফিরেছে নতুন অধিনায়ক উপুল থারাঙ্গার অধীনে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকা সফরে বাজে নৈপুণ্যের কারণে নেতৃত্ব হারানোর পাশাপাশি দল থেকে ছিটকে পড়েছেন উইকেটরক্ষক দিনেশ চান্দিমাল। তবে ঝড়ো ব্যাটিংয়ে নিজেকে চেনানো আসেলা গুণারতেœ বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন। প্রেমাদাসাতে টি২০ না খেললেও ৮ ওয়ানডে খেলে প্রতিবারই খুব বাজেভাবে হেরেছে বাংলাদেশ। এর মধ্যে দুটি ছিল পাকিস্তানের বিপক্ষে। তাই সুখস্মৃতির সঙ্গে শঙ্কাও জড়িয়ে আছে, যেহেতু টি২০ ম্যাচ দুটি হবে প্রেমাদাসা স্টেডিয়ামেই। তবে মাশরাফির দল প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে এগিয়ে থাকতে চায়। ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করলেও ভুল থেকে শিক্ষা নিয়ে আজ ভাল একটি ম্যাচ উপহার দেয়ার প্রত্যাশা মাশরাফিদের।
×