ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাংবাদিককে মারপিট

প্রকাশিত: ০৫:২০, ৪ এপ্রিল ২০১৭

সাংবাদিককে মারপিট

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩ এপ্রিল ॥ জাতীয় একটি পত্রিকার সাংবাদিক জসিম উদ্দিনের গায়ে মরিচের গুঁড়া ছিটিয়ে হামলা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত সোয়া ১০টার দিকে সদর ইউনিয়নের আফছেরের গ্যারেজের দক্ষিণ পাশে সুলতান খানের বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটেছে। জসিম উদ্দিন জানান, গোসিংগা গ্রামে জমি সংক্রান্ত একটি সালিশ বৈঠক শেষ করে ভাড়া মোটরসাইকেলযোগে বাউফল সদরে ফিরছিলেন। মোটরসাইকেলটি আফছেরের গ্যারেজের দক্ষিণ পাশে সুলতান খানের বাড়ির সামনের সড়কে পৌঁছালে ৭ থেকে ৮ মুখোশধারী দুর্বৃত্ত কলাগাছ ফেলে মোটরসাইকেলের গতিরোধ করে। পরে ওই দুর্বৃত্তরা তার মুখের ওপর মরিচের গুঁড়া ছুড়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে জখম করে। মালয়েশিয়ায় মুক্তিপণ আদায়কারী ৩ সদস্য খুলনায় গ্রেফতার স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মালয়েশিয়ায় ১০ বাংলাদেশীকে অপহরণ ও জিম্মি করে স্বজনদের কাছ থেকে ২৪ লাখ ১৮ হাজার ৫শ’ টাকা মুক্তিপণ আদায়কারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব। সোমবার সকালে কাটাখালী বাসস্ট্যান্ড থেকে এদের আটক করা হয়। আটককৃতরা হলোÑ আহসান হাবিব খান, রুহুল আমিন খান ও বিকাশ এজেন্ট মোঃ ইমরুল ইসলাম টিটু। সোমবার দুপুরে খুলনা মহানগরীর লবণচরা এলাকায় র‌্যাব-৬ খুলনার দফতরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত ৮ ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারী কোম্পানির মাধ্যমে মালয়েশিয়ায় বসবাসকারী নুরুল আমীন খান ও বায়েজিদ খানের সহযোগিতায় শরীয়তপুরের ছয়জনসহ বিভিন্ন এলাকার ১০ জনকে মালয়েশিয়ায় পাঠানো হয়। মালয়েশিয়া বিমানবন্দরে পৌঁছানোর পর মুক্তিপণ আদায়কারী চক্রের বাংলাদেশী কয়েক সদস্য তাদের অপহরণ করে একটি বাসায় নিয়ে আটকে রাখে এবং তাদের মারপিট করে প্রত্যেকের কাছে পাঁচ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে তাদের কাছ থেকে নম্বর নিয়ে বাংলাদেশে স্বজনদের ফোন করেও মুক্তিপন দাবি করা হয়। পরে মালয়েশিয়ায় অবস্থানকারী এ চক্রের হোতা নুরুল আমীন খান ও বায়েজিদ খান বাংলাদেশে তাদের ভাই সাইজিদ খানের মাধ্যমে অপহৃতদের আটজনের পরিবারের কাছ থেকে বিকাশ এজেন্ট ও রকেট (ডাচ-বাংলা ব্যাংক) এজেন্টের ম্যাধমে ২৪ লাখ ১৮ হাজার ৫শ’ টাকা আদায় করে। মুক্তিপণ দিয়ে দিলু শিকদার, বাছিদ আলী, মজিবর রহমান, রাসেল সরদারসহ আটজন মুক্তি পায়।
×