ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনায় চরমপন্থী দলের নেতাসহ গ্রেফতার ৩ ॥ অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৫:৪১, ৩ এপ্রিল ২০১৭

খুলনায় চরমপন্থী  দলের নেতাসহ  গ্রেফতার ৩ ॥ অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) আঞ্চলিক নেতা ও তালিকাভুক্ত সন্ত্রাসী হাফিজ চৌধুরীকে অস্ত্র ও তার দুই সহযোগীসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার ভোর রাতে ফুলতলা উপজেলার দামোদর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে শনিবার রাত ২টার দিকে জেলা গোয়েন্দা শাখার একটি দল দামোদর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেলের বিস্ফোরণ ঘটনায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করে। পরে একাধিক হত্যা মামলার আসামি হাফিজ চৌধুরী (২৮) এবং তার সহযোগী জাহিরুল ইসলাম খান (২২) ও হোসাইন কবির রাসেলকে (২২) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশী ওয়ান শূটারগান, একটি শাটারগান, দুটি বন্দুকের কার্তুজ ও আটটি ককটেল উদ্ধার করা হয়। হাফিজ স্থানীয় মৃত আরিফ চৌধুরীর ছেলে, জাহিরুল একই এলাকার সালাম খান এবং হোসাইন কবির গাড়াখোলা গ্রামের মৃত মাসুম হাওলাদারের ছেলে। এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক ২টি মামলা হয়েছে।
×