ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রতিরক্ষা চুক্তি নয়, তিস্তা চুক্তি চাই সিপিবি

প্রকাশিত: ০৮:১৬, ১ এপ্রিল ২০১৭

প্রতিরক্ষা চুক্তি নয়, তিস্তা চুক্তি চাই সিপিবি

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফর বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক স্বার্থে সহযোগিতা ও জনগণের মধ্যে আন্তরিক সৌহার্দ্য বৃদ্ধি করবে, এটিই কাম্য। এজন্য জনগণের স্বার্থ সমুন্নত রেখে তিস্তা নদীর পানি বণ্টনসহ দু’দেশের মধ্যে জিঁইয়ে থাকা বিরোধগুলো সমাধান করা অগ্রাধিকারমূলক কর্তব্য। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন। বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে তিস্তা চুক্তির বিষয়ে তেমন আশাবাদী হওয়া যাচ্ছে না। কারণ, তিস্তা চুক্তিসহ দেশের স্বার্থের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুকে বাদ দিয়ে ‘প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরের বিষয়টিকে প্রাধান্য দিয়ে সামনে আনা হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এমন অবস্থাকে অনাকাক্সিক্ষত এবং তা সন্দেহ-অবিশ্বাসের জন্ম দিয়ে দু’দেশের বন্ধুত্বকে ক্ষুণœ করবে বলে মনে করে। ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ‘তিস্তা চুক্তি’, ‘অভিন্ন নদী সমস্যার সমাধান’, ‘সীমান্ত হত্যা’, ‘বাণিজ্য ঘাটতি’, ‘টিপাইমুখ বাঁধ, ‘সাম্প্রদায়িক জঙ্গী’, ‘অবৈধ মাদক বাণিজ্য’, ‘সুন্দরবন রক্ষা’, ‘রামপাল তাপ বিদ্যুত কেন্দ্র বাতিল’ ইত্যাদি বিষয়ে দেশের স্বার্থ সংরক্ষণ করে ভারতের সঙ্গে চুক্তি সম্পাদন জরুরী বলে সিপিবি’র নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন। এসব বিষয়ে আলোচনাকে প্রাধান্য না দিয়ে ‘প্রতিরক্ষা চুক্তি’র বিষয়টি অপ্রয়োজনীয় এবং দেশের স্বার্থ ক্ষুণœকারী হবে বলে বিবৃতিতে অভিমত ব্যক্ত করা হয়েছে।
×