ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেমিফাইনালে সুইস তারকার প্রতিপক্ষ নিক কিরগিওস

ফেদেরারের জয়রথ ছুটছেই

প্রকাশিত: ০৬:২৩, ১ এপ্রিল ২০১৭

ফেদেরারের জয়রথ ছুটছেই

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্দান্ত গতিতে ছুটছেন রজার ফেদেরার। বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্রের টমাস বার্দিচকেও পরাজয়ের স্বাদ উপহার দিয়েছেন তিনি। মিয়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে ফেড এক্সপ্রেস এদিন ৬-২, ৩-৬ এবং ৭-৬ (৮/৬) সেটে পরাজিত করেন দশম বাছাই বার্দিচকে। সেইসঙ্গে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নেন তিনি। শেষ চারের লড়াইয়ে আজ নিক কিরগিওসের মুখোমুখি হবেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। অস্ট্রেলিয়ার নিক কিরগিওস বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে জার্মানির আলেক্সান্ডার জেভেরেভকে হারান। তবে কঠিন লড়াইয়ের পর। মিয়ামি ওপেনের ১২তম বাছাই কিরগিওস ৬-৪, ৬-৭ (৯/১১) এবং ৬-৩ সেটে পরাজিত করেন জেভেরেভকে। সুদীর্ঘ ক্যারিয়ারে ১৮টি গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেয়েছেন রজার ফেদেরার। সর্বশেষ গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে হারিয়ে। শুধু তাই নয়, গত মাসে ইন্ডিয়ান ওয়েলসের শিরোপাও নিজের শোকেসে তুলেছেন তিনি। ক্যারিয়ারের গোধূলি বেলায় যেন রীতিমতো চমকেই দিচ্ছেন টেনিস বিশ্বকে। তবে টমাস বার্দিচের বিপক্ষে ম্যাচটা জিতে নিজেকে সৌভাগ্যবান বলে মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে রজার ফেদেরার বলেন, ‘শেষদিকে নিশ্চিতভাবেই আমি নিজেকে ভাগ্যবান বলব। তবে দিন শেষে বলতেই হয় যে এটা আসলেই অসাধারণ একটা ম্যাচ।’ শেষ সেটের শেষ মুহূর্ত পর্যন্ত এমনভাবে লড়াই করেও হারটাকে মেনে নিতে পারছেন না বার্দিচও। সংবাদ সম্মেলনে তো প্রশ্নই ছুড়ে দেয়া হয় যে আপনার হতাশার পরিমাণটা কেমন? জবাবে তিনি বলেন, ‘আমার কী করা উচিত? আমি কী এখন এই টেবিলটা ভেঙ্গে ফেলব? তারপর আপনারা দেখবেন যে আমার হতাশাটা কেমন? কতটুকু হতাশ আমি তা নিজেও জানি না। তবে একটা বিষয় খুবই সুস্পষ্ট যে আমি এমনভাবে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে চাইনি। সর্বশেষ টুর্নামেন্ট থেকে আমি একটা শিক্ষা নিয়েছিলাম কিন্তু সেটা এখানে প্রয়োগ করতে পারলে হয়তো আরও ভাল ফলাফল আসতো।’ মিয়ামি ওপেনের শুরু থেকেই বলাবলি হচ্ছিল যে, আবারও দেখা যেতে পারে নাদাল-ফেদেরারের দ্বৈরথ। বার্দিচের বিপক্ষে সুইস তারকার জয় যেন তা এখনও বাঁচিয়ে রেখেছে। তবে ফেড এক্সপ্রেসকে এখন অস্ট্রেলিয়ার নিক কিরগিওসের বিপক্ষে সেমিফাইনালটাও জিততে হবে। বৃহস্পতিবার রাফায়েল নাদাল আমেরিকার জ্যাক সককে পরাজিত করে টুর্নামেন্টের শেষ চারের টিকেট নিশ্চিত করেন। সেমিফাইনালে স্প্যানিশ টেনিস তারকা মুখোমুখি হন ফ্যাবিও ফোগনিনির। যে কারণে আরেকটি নাদাল-ফেদেরারের দ্বৈরথ দেখতে হলে অবশ্য দুই তারকাকেই জিততে হবে। ২০০৪ সালে এই মিয়ামি ওপেনেই প্রথমবার একে অপরের মুখোমুখি হয়েছিলেন টেনিসের সাবেক এই দুই শীর্ষ তারকা। আবার এই মিয়ামিতে একে অপরের মুখোমুখি হলে বিষয়টি যে দারুণ হবে তা আর বলার অপেক্ষা রাখে না।
×