ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অর্থনৈতিক অগ্রযাত্রা সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৩, ১ এপ্রিল ২০১৭

অর্থনৈতিক অগ্রযাত্রা সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জনসংখ্যার বিচারে আমরা পৃথিবীর তরুণতম দেশ। এর ওপরে ভর করেই জননেত্রী শেখ হাসিনা এদেশকে মধ্যম আয়ের দেশ গড়ার ঘোষণা দিয়েছিলেন। ’৮৫ সালের দিকে আমরা ছিলাম দ্বিতীয় দরিদ্রতম দেশ। এখন আমরা পৃথিবীর ৪২তম অর্থনৈতিক শক্তিধর দেশ। অর্থনৈতিক এই অগ্রযাত্রাকে সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। শুক্রবার দুপুরে রাজশাহী মহানগরীর সিরোইল সরকারী উচ্চ বিদ্যালয় চত্বরে স্কুলটির সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা ভুল সময়ে বেড়ে ওঠা প্রজন্ম। মহান স্বাধীনতার ইতিহাস আমাদের প্রজন্মকে জানতে দেয়া হয়নি। আমরা এখনও ব্যর্থ হচ্ছি স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের সত্যিকারের ইতিহাস তুলে ধরতে। লাল-সবুজের পতাকা, বঙ্গবন্ধু, ত্রিশ লাখ শহীদ, অগণিত মুক্তিযোদ্ধা ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের প্রতি শ্রদ্ধা-সম্মান জানাতে না পারলে মন্ত্রী, ভিসি বা কোন কিছু হয়েই লাভ নাই। তিনি বলেন, ’৬৯-এর গণঅভ্যুত্থানে রাজশাহীর গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা ছাত্রদের বাঁচাতে গিয়ে পাকিস্তানী সেনাদের গুলিতে নিহত হয়েছিলেন। একই সময়ে রাজশাহী সিটি কলেজের ছাত্র নুরুল ইসলাম শহীদ হয়েছিলেন। তার পরিবারকে এই স্কুলের পাশের একটি বাসায় থাকতে দেয়া হয়েছিল। স্কুলের ছাত্র থাকাকালেও আমাদের সেই ইতিহাস জানতে দেয়া হয়নি। স্কুল জীবনের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করে তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে শাহরিয়ার আলম বলেন, জীবনের কোন বাধাকে বাধা মনে করবে না। বাধাকে মোকাবেলা করতে হবে, হতাশ হলে চলবে না। তিনি বলেন, আমি ’৮৭ সালে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেল করেছিলাম। ১৭ বছরের কিশোরোত্তীর্ণ একটা ছেলে হিসেবে এই ধাক্কা মেনে নিতে পারিনি। এই সময়ে এমন কোন চিন্তা নাই যা মাথায় আসেনি। শিক্ষা পদ্ধতির ওপরে আমার বিতৃষ্ণা চলে এসেছিল। কিন্তু ভেঙ্গে পড়িনি বলেই আজ সফল হয়েছি। তিনি বলেন, দেশের অগ্রযাত্রায় বিজ্ঞানের গুরুত্ব দিতে হবে। প্রধানমন্ত্রীর সঠিক দিক-নির্দেশনায় এখন বিনিয়োগ আসছে। এদেশে বড় বড় শিল্প-কারখানা গড়ে উঠবে। সামনের দিনে বিজ্ঞানপ্রসূত ফলাফল থেকে গবেষণা হবে এবং নতুন নতুন জিনিস আবিষ্কার হবে। বিজ্ঞানের ছাত্ররাই এগুলো করবে। আমি তোমাদের বলব বিজ্ঞানকে প্রথম অগ্রাধিকার দিয়ে তোমরা সামনের দিকে এগিয়ে যাবে।
×