ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে শিয়া মসজিদের কাছে বোমা বিস্ফোরণ ॥ হত ২৫

প্রকাশিত: ০৫:৪৫, ১ এপ্রিল ২০১৭

পাকিস্তানে শিয়া  মসজিদের  কাছে বোমা বিস্ফোরণ ॥  হত ২৫

জনকণ্ঠ ডেস্ক ॥ পাকিস্তানের উত্তর-পশ্চিমের শহর পারাচিনারে একটি শিয়া মসজিদের বাইরে একটি মার্কেটে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ২৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৭০ জন। শুক্রবার ঘটনাটি ঘটেছে বলে অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে। খবর ডন ও ইকোনমিক টাইমসের। মার্কেটের ভেতরে থাকা মসজিদটিতে শুক্রবার জুমার নামাজের জন্য লোকজন আসতে শুরু করছিল এমন সময় বোমাটি বিস্ফোরিত হয়। যে পথ দিয়ে মহিলারা মসজিদে প্রবেশ করে তার কাছেই বোমার বিস্ফোরণ হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার না করলেও পরে পাকিস্তান তালেবান এক বিবৃতিতে হামলাটি তাদের বলে জানিয়েছে। পারাচিনা থেকে নির্বাচিত এমপি সাজিদ হুসেইন জানিয়েছেন, এটি আত্মঘাতী হামলা ছিল এবং এর আগে গুলি ছুড়েছিল হামলাকারীরা। মসজিদে নারীদের অংশই হামলার লক্ষ্যবস্তু ছিল বলে জানিয়েছেন তিনি। তবে নিরাপত্তা বাহিনী হামলার ধরন সম্পর্কে এখনও কিছুই জানায়নি। নগর প্রশাসক জাহিদ হুসেইন জানিয়েছেন, হতাহতদের কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শিয়ারাই হামলার লক্ষ্যবস্তু ছিল বলে জানিয়েছেন তিনি। হামলার পরপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে ফেলেছে। ওই এলাকার সব হাসপাতালে জরুরী অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। স্থানীয় সরকারী হাসপাতালের চিকিৎসক মমতাজ হুসাইন জানান, আমাদের এখানে পাঁচটি মৃতদেহ আনা হয়েছে, যার মধ্যে একজন নারী ও দুটি শিশু। এখন পর্যন্ত আহত ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাইভেট কার ও এ্যাম্বুলেন্সে তাদের এখানে আনা হয়। আহতদের জন্য জরুরী রক্তের আবেদন করা হয়েছে। গত মাসে দেশটির দক্ষিণের একটি শহরে সুফিদের মাজারে বোমা হামলায় ৮০ জনেরও বেশি নিহত হয়েছিল। সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছিল। এর আগে জানুয়ারিতে পারাচিনারের একটি সবজি বাজারে বোমা হামলার ঘটনা ঘটেছিল। এতে কমপক্ষে ২১ জন নিহত হয়।
×