ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জয়ের ধারায় নাদাল-ফেদেরার

প্রকাশিত: ০৬:৩১, ৩০ মার্চ ২০১৭

জয়ের ধারায় নাদাল-ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ মিয়ামি ওপেনের চতুর্থ পর্ব থেকেই ছিটকে গেলেন স্টানিসøাস ওয়ারিঙ্কা। জার্মান তরুণ আলেক্সান্ডার জেভরভের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন তিনি। মঙ্গলবার চতুর্থ রাউন্ডের কঠিন লড়াইয়ে ৪-৬, ৬-২, ৬-১এ স্টানিসøাস ওয়ারিঙ্কাকে পরাজিত করে ক্যারিয়ারে প্রথমবারের মতো মাস্টার্স ১০০০ পর্যায়ের কোন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন জেভরভ। ওয়ারিঙ্কা বিদায় নিলেও নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেছেন রজার ফেদেরার, রাফায়েল নাদাল এবং কেই নিশিকোরি। চলতি মাসের শুরুতে ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে স্বদেশী রজার ফেদেরারের কাছে হেরেছিলেন ওয়ারিঙ্কা। মঙ্গলবার জেভরভের সঙ্গে ম্যাচের তৃতীয় সেটে তাকে বেশ পরিশ্রান্ত মনে হয়েছে। ম্যাচশেষে ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন বলেন, ‘দ্বিতীয় সেটের শুরুতে একটি বাজে গেম খেলেছি যেটা শেষ পর্যন্ত পুরো ম্যাচটাকেই কঠিন করে দিয়েছিল। কিছুই বলতে পারব না, একসময় শারীরিক ও মানসিকভাবে আমি ভেঙ্গে পড়েছিলাম। টেনিসও তখন পুরোপুরি আমার মধ্য থেকে চলে গিয়েছিল। অবশ্যই ম্যাচটা দারুণ হতাশার ছিল। আমি মনে করি এই ম্যাচে অনেক চড়াই উতরাই ছিল। প্রথম সেটে আমরা দু’জনেই বেশ লড়াই করেছি। তবে সে অবশ্যই ভাল টেনিস খেলেছে।’ ১৯ বছর বয়সী জেভরভ পাঁচটি ব্রেক পয়েন্ট রক্ষা করেছেন ও সার্ভিস থেকে ৭৫ শতাংশ পয়েন্ট অর্জন করেছেন। ম্যাচশেষে জার্মান এই খেলোয়াড় বলেন, আমাকে আগ্রাসী হয়ে খেলতে হয়েছে। আমি মনে করেছিলাম প্রতিবারই সে বলের নিয়ন্ত্রণ নিতে পারবে। সে কারণেই আমি কৌশল পরিবর্তন করেছি। টুর্নামেন্টে ১৬তম বাছাই জেভরভ কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার নিক কিরগিওসের মুখোমুখি হবেন। চতুর্থ রাউন্ডে কিরগিওস ৭-৬ (৭/৫), ৬-৩ গেমে বেলজিয়ামের ডেভিড গফিনকে পরাজিত করে শেষ আট নিশ্চিত করেছেন। তবে স্প্যানিশ ১৪তম বাছাই রবার্তো বাতিস্তা আগুতের বিপক্ষে ফেদেরারকে কষ্ট করেই জিততে হয়েছে। এদিন তিনি ৭-৬ (৭/৫), ৭-৬ (৭/৪) গেমে হারান প্রতিপক্ষকে। চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচের বিপক্ষে শেষ আটের লড়াইয়ে নামবেন রজার ফেদেরার। টুর্নামেন্টের দশম বাছাই টমাস বার্দিচ এদিন চতুর্থ রাউন্ডে ৬-৩ এবং ৭-৫ গেমে পরাজিত করেন ফ্রান্সের আদ্রিয়ান মানারিনোকে। এদিকে ফ্রান্সের নিকোলাস মাহুতকে ৬-৪, ৭-৬ (৭/৪) গেমে পরাজিত করে শেষ আটে জায়গা করে নিয়েছেন রাফায়েল নাদাল। শেষ আটে তার প্রতিপক্ষ এখন যুক্তরাষ্ট্রের জ্যাক সক। চতুর্থ রাউন্ডে সক স্বদেশী জেয়ার্ড ডোনাল্ডসনকে ৬-২, ৬-১ গেমে পরাজিত করে পরের রাউন্ড নিশ্চিত করেছেন। দ্বিতীয় বাছাই নিশিকোরি ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে আর্জেন্টাইন ফেডেরিকো পেল বোনিসকে পরাজিত করে শেষ আটের টিকেট নিশ্চিত করেছেন। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ ইতালিয়ান ফ্যাবিও ফোগনিনি।
×