ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ হত তিন

প্রকাশিত: ০৫:৫৯, ৩০ মার্চ ২০১৭

সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ হত তিন

জনকণ্ঠ ডেস্ক ॥ বুধবার সড়ক দুর্ঘটনায় গাজীপুর ও খুলনায় দুই শিশু ও সাতক্ষীরায় যুবক নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো গাজীপুর ॥ বুধবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। তার নাম সুমন মিয়া (৬)। সে পটুয়াখালীর গলাচিপা থানার চরসিপা এলাকার মাইন উদ্দিনের ছেলে। গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ সালনা এলাকায় স্ত্রী সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকেন মাইন উদ্দিন। গাজীপুরের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক সুমনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খুলনা ॥ রূপসা উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় হুসাইন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রূপসা সেতুর টোলঘর-সংলগ্ন বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি জাবুসা গ্রামের ব্যবসায়ী আহাদ আলীর ছেলে। এলাকাবাসী জানায়, সকালে বাইপাস সড়কসংলগ্ন ঘর থেকে শিশুটি হঠাৎ রাস্তায় চলে আসে। এ সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। সাতক্ষীরা ॥ দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবলুর রহমান (২৮) নিহত হয়েছে। মারাত্মক আহত হয়েছে আরও একজন। বুধবার সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলার ইসমাইলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবলুর রহমান শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের শেখপাড়া মোড় এলাকার করিম গাজীর ছেলে। আহত বেলাল হোসেন একই গ্রামের বাসিন্দা। পটিয়া ॥ চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া উপজেলার শান্তির হাটের ভেল্লাপাড়া এলাকায় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির একটি বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে মোরশেদ, বিন্দু, রাব্বি, হাসান, আমির, হাসান মোহাম্মদ, রাজু, টুম্পা, তানভীর, চম্পা, শুভ, নাসরিন, মিশু বড়ুয়া, কামরুল, রাশেদ, সৌরভ, জাহেদকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেল সোয়া ৪টায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে গেলে এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চন্দনাইশ বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীবাহী বাস (ঢাকা জ-০৭৯২) প্রতিদিনের মতো বিশ^বিদ্যালয় থেকে চট্টগ্রাম শহরের উদ্দেশে রওনা দেয়। তাদের বাসটি পটিয়া শান্তিরহাটের ভেল্লাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এলাকার লোকজন আহত শিক্ষার্থীদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করেছে।
×