ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাধা-বিঘ্ন জয় করে...

প্রকাশিত: ০৫:১৭, ৩০ মার্চ ২০১৭

বাধা-বিঘ্ন জয় করে...

‘বাবা ডানে যাও, সোজা যাও, বাবা থামো’, এভাবেই ভ্যানের ক্রসবারে বসে সিটে বসা বাবাকে পথ দেখায় মেয়ে। মেয়ের কথায় ভ্যানের প্যাডেল চাপেন, ডানে যান, বামে যান, ব্রেক কষেন। মাঝে মাঝে একটু আধটু জিরিয়ে আবার চলে বাবা-মেয়ের পথচলা। বলছিলাম দৃষ্টি প্রতিবন্ধী এক ভ্যানচালক বাবার কথা। যে তার প্রতিবন্ধিত্বকে জয় করে হয়ে উঠেছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ। আমি যেদিন প্রথমবার পত্রিকার এই খবরটি পড়েছিলাম সত্যিই সেদিন খুব অবাক হয়েছিলাম। তিনি আমাদের দেখিয়ে দিয়েছেন, চোখের দৃষ্টি না থাকা তার জন্য কোন প্রতিবন্ধকতা নয়। বেশ কয়েক বছর আগে অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল তার লেখা একটি কলামে বলেছেন, ‘হয়তো প্রতিবন্ধী শব্দটাই নতুন করে ব্যাখ্যা করা দরকার, তার কারণ একজন একদিকে প্রতিবন্ধী হলেও অন্যদিকে তারা সেটি পূরণ করতে পারে, আমাদের শুধুমাত্র সেই সুযোগটি করে দিতে হবে।’ কোন না কোন কারণে কোন মানুষ প্রতিবন্ধী হলে সে যে বড়, মহৎ বা স্মরণীয় কাজ করতে পারবে না- এমন মনে করার কোন কারণ নেই। প্রতিবন্ধী হয়েও চিরস্মরণীয় কাজ করার বহু দৃষ্টান্ত পাওয়া যায়। আমরা সকলেই জানি গ্রীক মহাকাব্য ‘ইলিয়ড’, ‘ওডিসি’র স্রষ্টা হোমার ছিলেন জন্মান্ধ, সর্বকালের সর্বশ্রেষ্ঠদের অন্যতম বিটোফেন ছিলেন শ্রবণ প্রতিবন্ধী। আমাদের কালেও আমরা দেখছি বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংকে। শারীরিক প্রতিবন্ধী হয়েও কেবল একটি সচল আঙুলে কম্পিউটার চালিয়ে আবিষ্কার করেছেন মহাকাশের নিগুঢ় তত্ত্ব। বস্তুত মানুষের প্রতিবন্ধকতা থাকলেও শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণ, উৎসাহ আর প্রেরণা পেলে প্রতিবন্ধী মানুষ কাজের মানুষ হয়ে যায়। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে সে সব সুযোগ অত্যন্ত সীমিত। বিশ্বস্বাস্থ্য সংস্থা আর বিশ্বব্যাংকের জরিপ অনুযায়ী পৃথিবীতে প্রতিবন্ধী মানুষ হচ্ছে শতকরা ১৫ জন। সারা পৃথিবীতে যে হিসাব, বাংলাদেশ তার বাইরে থাকবে সেটা হতে পারে না। সত্যি কথা বলতে কী, যে দেশ একটু দরিদ্র সে দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা বেশি। কাজেই আমরা যদি বাংলাদেশের জন্যও এই ১৫ শতাংশ সংখ্যাটি ধরে নিই, তা হলে এদেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা প্রায় আড়াই কোটি। এই বিশালসংখ্যক জনগোষ্ঠীকে সমাজের মূল ধারার সঙ্গে একীভূত করতে হবে। নজর দিতে হবে প্রতিবন্ধী অথচ মেধাবী এই জনগোষ্ঠীর কর্মসংস্থানের দিকে। সরকারের ভিশন ২০২১ অর্জনে প্রতিবন্ধী সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কারণ বিশাল এই জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারার বাইরে রেখে এ দেশের সামগ্রিক উন্নয়ন কখনই সম্ভব নয়। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও উন্নয়ন বিষয়ে সচেতন হলে শুধু প্রতিবন্ধী ব্যক্তি নয়, গোটা দেশ উপকৃত হবে। তাই, প্রতিবন্ধী নই মানুষ- এ ভাবনা নিয়ে একটি সমাজ গড়ে তোলার যেসব বাধা রয়েছে আমাদের সেগুলো দূর করতে হবে। আসুন আমরা সবাই মিলে সমাজে পূর্ণ ও কার্যকর অংশগ্রহণে প্রতিবন্ধীদের পাশে দাঁড়াই। তাহলেই তারা তাদের প্রতিভার বিকাশ ঘটিয়ে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যত হয়ে উঠতে পারবে। আকুর টাকুর পাড়া, টাঙ্গাইল থেকে
×