ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৫:৫৩, ২৯ মার্চ ২০১৭

সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড

কোর্ট রিপোর্টার ॥ একুশে পদকপ্রাপ্ত প্রবীণ ফটোসাংবাদিক আফতাব আহমেদ (৭৮) হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদ- এবং এক আসামির ৭ বছর কারাদ-ের রায় দিয়েছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন। রায়ে ৭ বছরের কারাদ-প্রাপ্ত সবুজ খানের ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছর কারাদ- দেয়া হয়। মৃত্যুদ-প্রাপ্ত ৫ আসামি হলো মোঃ হুমায়ুন কবির (নিহতের গাড়িচালক), মোঃ বিল্লাল হোসেন, হাবিব হাওলাদার, মোঃ রাজু মুন্সি ও মোঃ রাসেল। আসামিপক্ষে এ্যাডভোকেট মাইনুদ্দিন মিয়া এবং রাষ্ট্রপক্ষে স্পেশাল পিপি মাহফুজুর রহমান লিখন মামলা পরিচালনা করেন। ডাকাতিপূর্বক হত্যার অভিযোগে দ-বিধির ৩৯৬ ধারায় আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ২৪ জুলাই চার্জ গঠন করে আদালত। আসামিদের মধ্যে হাবিব, বিল্লাল ও হুমায়ুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। ২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাতে রাজধানীর পশ্চিম রামপুরা ওয়াপদা রোডে ৬৩ নম্বরের নিজ বাসায় খুন হন ফটোসাংবাদিক আফতাব আহমেদ। ২০০৬ সালে একুশে পদকে ভূষিত হন আফতাব আহমেদ। তিনি বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন।
×