ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রচার অভিযান শেষ, রাত পোহালেই কুসিক নির্বাচন

প্রকাশিত: ০৫:৫৩, ২৯ মার্চ ২০১৭

প্রচার অভিযান শেষ, রাত পোহালেই কুসিক নির্বাচন

স্টাফ রিপোর্টার/নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা থেকে ॥ উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার অভিযান। রাত পোহালেই শুরু হবে ভোট গ্রহণ। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট দেবেন কুমিল্লার ২ লক্ষাধিক ভোটার। নির্বাচন কমিশনের সকল প্রস্তুতিও সম্পন্ন। এদিকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে ভোট কেন্দ্রে যে কোন বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করার ঘোষণা দিয়েছেন রিটার্নিং অফিসার রকিব উদ্দিন ম-ল। নির্বাচনী পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক আছে জানিয়ে রিটার্নিং অফিসার ভোটারদের নির্বিঘেœ ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। অবাধে ভোট গ্রহণের জন্য আজ বুধবার থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় চার হাজার সদস্য মাঠে নিয়োজিত থাকবে। সোমবার মধ্যরাত থেকেই নগরীতে টহল দিতে দেখা গেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের। নগরীর বিভিন্ন স্থানে দেখা গেছে পুলিশের চেকপোস্ট। প্রচারের শেষ দিনেও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন প্রার্থীরা। আওয়ামী লীগ ও বিএনপির সমর্থিত দুই মেয়র প্রার্থীই নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এ সময় তারা ভোটারদের ভোট দিতে কেন্দ্রে আসার আহ্বান জানান। অন্যদিকে শেষ মুহূর্তে এসে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি। বুধবার বিকেলে নগরীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির সমর্থকদের সীমাকে ভোট দেয়ার আহ্বান জানান জাতীয় পার্টির নেতৃবৃন্দ। এদিকে এবারের নির্বাচনে নতুন ৩৮ হাজার ভোটার ফলাফলের টার্নিং পয়েন্ট বলে মনে করছেন উভয় পক্ষই। সোমবার মধ্যরাতে প্রতিপক্ষ প্রার্থীর গাড়ি ভাংচুরের মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী (ঘুড়ি) জিল্লুর রহমানকে মঙ্গলবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। প্রচারণার শেষ দিনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা সকালে বাখরাবাদ গ্যাস অফিস, গোবিন্দপুর, অশোকতলা এলাকায় গণসংযোগ করেন। বিকেলে ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে নৌকার পক্ষে ভোট চান সীমা। এ সময় তিনি বলেন, পরিবর্তন এবং কুমিল্লা নগরীর উন্নয়নের জন্য নৌকা প্রতীকে ভোট দিন। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি ভোটারদের ভোট দিতে কেন্দ্রে আসার আহ্বান জানান। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় সীমার সঙ্গে ছিলেন। বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু মঙ্গলবার প্রচারের শেষ দিনে নগরীর রানীর বাজার মাদ্রাসা, কাসেমুল উলুম মাদ্রাসায় গণসংযোগ করেন। পরে চৌয়ারা ও রেইসকোর্সে উঠান বৈঠকে অংশ নেন। এ সময় তিনি বলেন, আপনারা ভোট দিতে কেন্দ্রে আসুন। কেউ জোর করে কেন্দ্র দখলের চেষ্টা করলে সবাই ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে। গণসংযোগকালে কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ও নগর বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ চৌধুরী ফারুকসহ যুবদল, ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় নেতাকর্মীরা সাক্কুর সঙ্গে ছিলেন। বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রিটার্নিং অফিসার ॥ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণে নিজেদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জনকণ্ঠকে জানিয়েছেন রিটার্নিং অফিসার রকিব উদ্দিন ম-ল। তিনি বলেন, নির্বাচনে কোন ঝামেলা হবে না। কেউ বিশৃঙ্খলার চেষ্টা চালালে কঠোরভাবে দমন করা হবে। ভোটাররা নির্বিঘেœই ভোট কেন্দ্রে যেতে পারবেন, এ জন্য আমরা সব ব্যবস্থাই নিয়েছি। তিনি বলেন, ভোটের দিন বিজিবি, পুলিশ ও র‌্যাবসহ ৩ হাজার ৬৩৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। এর মধ্যে বিজিবির ৬০০, পুলিশের ১ হাজার ৬৭৮, র‌্যাবের ৩২২ ও আনসারের ১ হাজার ২৩৬ জন সদস্য মোতায়েন থাকবেন। তিনি আরও জানান, ৩৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে নির্বাচনী সরঞ্জাম। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, সকল ভয়, ভীতি ও শঙ্কার উর্ধে উঠে আপনারা নির্বিঘেœ ভোট কেন্দ্রে আসুন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিন। রিটার্নিং অফিসার আরও জানান, এই নির্বাচনে প্রচার চলাকালে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ৩৫ জন প্রার্থী ও সমর্থকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এদের মধ্যে কাউকে অর্থ দ- এবং অনেককে সতর্ক করে দেয়া হয়েছে। বিজিবির প্রেস ব্রিফিং ॥ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী সোমবার রাতে নগরীতে আট প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন বিজিবির কুমিল্লা কোটবাড়ির সেক্টর কমান্ডার কর্নেল গাজী আহসানুজ্জামান। সীমাকে জাতীয় পার্টির সমর্থন ॥ আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে সমর্থন দিয়েছে কুমিল্লা জেলা জাতীয় পার্টি। মঙ্গলবার বিকেলে কুমিল্লার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকদের নৌকা মার্কার প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানান তারা। কাউন্সিলর প্রার্থী গ্রেফতার ॥ গাড়ি ভাংচুর মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী (ঘুড়ি) জিল্লুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর দক্ষিণ উপজেলা গেট থেকে তাকে গ্রেফতারের পর দুপুর সোয়া ২টার দিকে আদালতে সোপর্দ করা হয়। সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কুমার কানু জানান, সোমবার রাতে জিল্লুর রহমান তার সহযোগীদের নিয়ে একই ওয়ার্ডের অপর কাউন্সিলর প্রার্থী মোঃ খলিলুর রহমান মজুমদারের (লাটিম) চৌয়ারার বাড়িতে গিয়ে তার ভাতিজা ইঞ্জিনিয়ার আবুল কালামের গাড়ি ভাঙচুর ও ফাঁকা গুলি চালান। এক নজরে কুসিক নির্বাচন ॥ আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশনের দ্বিতীয় নির্বাচন। ২৭ ওয়ার্ডের ১০৩টি ভোট কেন্দ্রের ৬২৮ কক্ষে ভোট দেবেন ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন ভোটার। এবার নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ ও বিএনপির দুই জনসহ মোট চার প্রার্থী।
×