ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দুর্নীতি হবে না মন্ত্রীদের এমন ঘোষণা চান দুদক কমিশনার

প্রকাশিত: ০৪:২৯, ২৯ মার্চ ২০১৭

দুর্নীতি হবে না মন্ত্রীদের এমন ঘোষণা চান দুদক কমিশনার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ উচ্চপর্যায়ের দুর্নীতিবাজদের ধরা হবে, যাতে নিচের দিকে একটা মেসেজ যায়। অন্যায়কারী যত বড়ই হোক, যেই হোন দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স থাকবে। আমরা চাই, মন্ত্রীরা ওপর থেকে ঘোষণা দেন যে, মন্ত্রণালয়ে কোন দুর্নীতি থাকবে না। তাহলে এর একটা প্রভাব পড়বে। ওপরের নেতৃত্ব ঠিক থাকলে নিচের দিকেও দুর্নীতি অনিয়ম বন্ধ হতে বাধ্য। মঙ্গলবার চট্টগ্রামে আয়োজিত আলোচনা সভায় এ কথাগুলো বলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ। চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এ সভায় তিনি বিভিন্ন সেক্টরে দুর্নীতির বিষয়ে আলোকপাত করেন। তার আলোচনায় উঠে আসে কোচিং বাণিজ্য, ভর্তি বাণিজ্যসহ নানাক্ষেত্রে দুর্নীতির বিষয়। তিনি বলেন, কোচিং বাণিজ্য ও ভর্তি বাণিজ্যের অভিযোগ শুনি। শিক্ষা ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ পেলে দুঃখ হয়। এ পর্যন্ত ৪৫ গণশুনানিতে অংশ নিয়ে আমি মানুষের চোখের পানি দেখেছি। দুর্নীতি বন্ধে প্রতিশ্রুতি প্রসঙ্গে দুদক কমিশনার বলেন, আমি মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করব। তারা যেন ঘোষণা দেন যে, তাদের মন্ত্রণালয়ে কোন দুর্নীতি থাকবে না। উপর থেকে এমন ঘোষণা এলে নিচের দিকে এর প্রভাব থাকবে। মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত হবে। চট্টগ্রামের এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সিএমপি কমিশনার ইকবাল বাহার, চট্টগ্রামের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সরোয়ার জাহান, জেলা প্রশাসক সামসুল আরেফিন এবং দুদকের বিভাগীয় উপ পরিচালক আবু সাঈদ। একই দিন বিকেলে দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ চট্টগ্রাম কাস্টম হাউসে কাস্টমস কমিশনার এবং উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সৌদিতে মারামারির জেরে ভৈরবে সংঘর্ষ ॥ আহত অর্ধশত নিজস্ব সংবাদদাতা,ভৈরব, ২৮ মার্চ ॥ সোমবার সন্ধ্যায় ভৈরবের আগানগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ ৪০ জন আহত হয়েছে। এ সময় উভয় পক্ষের ২০টি বাড়িতে ভাংচুর ও মালামাল লুটপাটের খবর পাওয়া গেছে। ভৈরব সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের মধ্যে গুরুতর আহত ১৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ ও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামের পাগলা বাড়ির ওয়াহিদ মিয়ার ছেলে সারোয়ার ও শিকদার বাড়ির আমির মিয়ার ছেলে আক্কাছের মধ্যে সৌদি আরবের রিয়াদে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় সৌদি আরবের পুলিশ সারোয়ারকে গ্রেফতার করে। এ খবর তার গ্রামে পৌঁছলে দুই বংশের লোকজনের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে, উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
×