ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় সড়কের কাজ অসমাপ্ত ॥ দুর্ভোগ চরমে

প্রকাশিত: ০৬:০১, ২৮ মার্চ ২০১৭

কলাপাড়ায় সড়কের কাজ অসমাপ্ত ॥ দুর্ভোগ চরমে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৭ মার্চ ॥ মাঝখান দিয়ে দুই কিলোমিটার রাস্তার কাজ বন্ধ থাকায় মিঠাগঞ্জ ইউনিয়নের হাজার হাজার মানুষসহ অপর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় চরম ভোগান্তি হচ্ছে। প্রায় চার মাস ধরে ওই নির্মাণ কাজ ঠিকাদার বন্ধ করে রেখেছেন। ইটের খোয়া ফেলে রাখায় যানবাহনও চলাচলে চরম ঝুঁকিতে রয়েছে। প্রায় সময় দুর্ঘটনায় পতিত হন মানুষ। পশ্চিম মধুখালী থেকে তেগাছিয়া মিরাবাড়ি পর্যন্ত অংশের এমন বেহাল দশায় মানুষ এখন ক্ষুব্ধ হয়ে আছেন। জানা গেছে, লালুয়া ইউপি থেকে নীলগঞ্জ ইউপি ভায়া মিঠাগঞ্জ নামের এই সড়কটির ছয় হাজার তিন শ’ ৫০তম কিমি থেকে ১২ হাজার ৮৫০তম কিমি পর্যন্ত অংশের নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালের জানুয়ারি মাসে। যা শেষ হওয়ার কথা একই বছরের নবেম্বর মাসে। তিনজন ঠিকাদার একাজটি শুরু করেন। যার মধ্যে দুই দিক থেকে দুই ঠিকাদার তাদের কাজ শেষ করেছেন। কিন্তু আট হাজার তিন শ’ ৫০তম কিমি থেকে ১০ হাজার ৩৫০তম কিমি পর্যন্ত অংশের কাজ এখন বন্ধ রয়েছে। কোথাও শুধু বালু দেয়া রয়েছে। আবার কোথাও খোয়া দেয়া হয়েছে। এবড়ো-থেবড়ো অবস্থায় পড়ে আছে। অভিযোগ রয়েছে এই অংশে মাটি মেশানো খোয়া দেয়া হয়েছে। তিন কোটি টাকারও বেশি ব্যয়-বরাদ্দে স্থানীয় সরকার প্রকৌশল দফতরের (এলজিইডি) অধীন এ সড়কটির নির্মাণ কাজ করা হচ্ছে। রাস্তার নির্মাণ কাজ অসমাপ্ত থাকায় স্থানীয় লোকজন এখন যোগাযোগে চরম ভোগান্তির কবলে পড়েছেন। তারা এলজিইডির স্থানীয় অফিসে কয়েক দফা অবহিত করেছেন কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার কাজটি প্রায় চার মাস বন্ধ রেখেছেন। জনসাধারণ তাদের দুর্ভোগ লাঘবে প্রধান প্রকৌশলীর হস্তক্ষেপ কামনা করেছেন। উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নান জানান, শীঘ্রই কাজটি শুরু করা হচ্ছে। জঙ্গীরা এখন অন্দর মহলে ॥ মহিউদ্দিন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বঙ্গবন্ধু হত্যাকা-ের পর বাংলাদেশকে পাকিস্তানী ভাবধারায় পরিচালিত করা হয়েছে। জিয়াউর রহমান যুদ্ধাপরাধী গোলাম আজমকে নাগরিকত্ব দিয়েছেন। একাত্তরের পরাজিত শক্তিকে রাষ্ট্রীয়ভাবে পুনবার্সিত করেছেন। এটা তার রাষ্ট্রদ্রোহিতার সবচেয়ে বড় নজির। সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীর মুসলিম হলে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতির ভাষণে কথাগুলো বলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। তিনি আরও বলেন, জঙ্গীরা এখন অন্দর মহলে ঢুকে পড়েছে। তারা ঘর-বাড়িতে বোমা ও অস্ত্রের পাহাড় মজুদ করেছে। তিনি ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের নেতাদের নির্দেশ দিয়ে বলেন, প্রতিটি বাড়ি-ঘরে গিয়ে ভাড়াটের তল্লাশি করুন, জঙ্গী কিনা শনাক্ত করুন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৪ বছরের রাজনৈতিক লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতাকে অনিবার্য করে তুলেছিলেন। এই সত্যকে যারা অস্বীকার করে তারা বাংলাদেশকে স্বীকার করে না। আমরাও তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধরের সঞ্চালনায় অনুিষ্ঠত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু।
×