ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানতে হবে বাংলাদেশ এখন ভাল দল ॥ চান্দিমাল

প্রকাশিত: ০৫:৪৪, ২৭ মার্চ ২০১৭

মানতে হবে বাংলাদেশ এখন ভাল দল ॥ চান্দিমাল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে রেকর্ড বেশ সমৃদ্ধ। ডাম্বুলায় শনিবার সিরিজের প্রথম ওয়ানডের আগ পর্যন্ত পরিসংখ্যান দেখলে যে কেউ পার্থক্যটা টের পেয়ে যাবে। আগের ৩৮ ম্যাচের মধ্যে লঙ্কানরা জয় পেয়েছে ৩৩ আর বাংলাদেশ মাত্র ৪ (একটি পরিত্যক্ত)। পুরনো সেই বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ২০১৪ এশিয়া কাপে খেলেছে লঙ্কানরা। সেই সময় দিনেশ চান্দিমালের ক্যারিয়ারের শুরুর দিক। তখন খুব সহজেই বাংলাদেশকে হারিয়ে দেয়ার স্বাদ পেয়েছেন। কিন্তু ২০১৪ সালের শেষদিক থেকেই বদলে গেছে বাংলাদেশ, হয়ে উঠেছে বিশ্বের অন্যতম শক্তিধর ওয়ানডে দল। ডাম্বুলায় ৯০ রানের বড় ব্যবধানে হারের পর খুব ভালভাবেই তা উপলব্ধি করছেন লঙ্কান উইকেটরক্ষক চান্দিমাল। এখন বাংলাদেশ অনেক ভাল দল এমনটাই মনে করেন তিনি। তবে লঙ্কান ক্রিকেটে পালাবদল চলছে এই অজুহাতে পরাজয়কে স্বাভাবিক হিসেবে নিতেও নারাজ চান্দিমাল। কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, সনাথ জয়সুরিয়া, মুত্তিয়া মুরালিধরন ও চামিন্দা ভাসরা এখন নেই। একটা সময় বিশ্ব ক্রিকেটের এই দাপুটে ক্রিকেটারদের সমন্বয়ে শ্রীলঙ্কা ছিল অন্যতম শক্তিধর দল। কিন্তু এখন তরুণদের সমন্বয়ে নতুন করে সংঘবদ্ধ হওয়ার প্রচেষ্টায় আছে লঙ্কানরা। তবে এটাকে কারণ হিসেবে নিয়ে নিয়মিত হারের অজুহাত হিসেবে মানতে নারাজ চান্দিমাল। তিনি বলেন, ‘প্রতিবার হারের পর আপনি বলতে পারেন না আমাদের ক্রিকেটে পালাবদল চলছে। আমাদের যার যার জায়গা থেকে দায়িত্ব নিয়ে ফলাফল এনে দিতে হবে। সব খেলোয়াড়েরই দায়িত্ব নেয়া উচিত। যে সুযোগ তারা পাচ্ছে, তার পূর্ণসদ্ব্যবহার যেন অন্তত হয়। সকল খেলোয়াড় কঠোর পরিশ্রম করছে। আশা করি, আমরা শীঘ্রই এর ফলাফলটটাও দেখতে পাব।’ দলের পরাজয়ের পেছনে বাজে ফিল্ডিংটাকেই বড় করে দেখছেন চান্দিমাল। চান্দিমাল বলেন, ‘ওদের ২৮০’র মধ্যে আটকে দিতে পারলেও আমাদের ব্যাটে কিছু করার সুযোগ ছিল। কিন্তু আমরা খুবই বাজে ফিল্ডিং করেছি। আমরা ফিল্ডিং অনুশীলন করছি অনেক, কিন্তু ম্যাচের মধ্যে চাপে পড়ে যাচ্ছি। দলে অনেক তরুণ খেলোয়াড়, ফলে কিছু ভুল হয়ে থাকতে পারে। তবে আমরা ভাল অনুশীলন করছি। পরের দুই ম্যাচে আমাদের ফিল্ডিং আরও ভাল করার দিকে মনোযোগী।’ বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজের শুরুতেই এভাবে হারতে হবে কল্পনাতেও ছিল না লঙ্কানদের। কিন্তু মাঠে নামার পর সেই গ্লানির বোঝাটাই ঘাড়ে চেপেছে। কারণ, এখন আর বাংলাদেশ দল যেন-তেন ধরনের নেই। এ বিষয়ে চান্দিমাল বলেন, ‘বাংলাদেশ যে এখন ভাল দল, সেই বাস্তবতা মেনে নিতে হবে সবাইকে। আমি নিজে যখন শ্রীলঙ্কা দলের হয়ে খেলতে শুরু করলাম, তখনও ওদের খুব সহজে হারিয়েছি। কিন্তু এই বাংলাদেশ নতুন বাংলাদেশ। ওদের দলে সাত/আট জন খেলোয়াড় আছে যারা অনেকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। এরা সবাই তখন থেকে একসঙ্গে খেলছে বলে প্রচুর অভিজ্ঞতাও অর্জন করেছে।’ টস জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল লঙ্কানরা। বিশাল রানের বোঝা নিয়ে খেলতে নেমেই এত বড় হার হয়েছে। এ বিষয়ে চান্দিমাল বলেন, ‘আগে ব্যাটিংয়ে নামলে হিতে-বিপীরতও হতে পারত, সেটাও ভুল হতে পারত। পরে ব্যাটিং করার সিদ্ধান্তটা দলীয়। গত দু’দিন এখানে আমরা রাতে শিশির পড়তে দেখেছি। আমরা এর ফায়দা নিতে চেয়েছিলাম। কিন্তু আজ (গতকাল) শিশিরের কোন প্রভাব ছিল না। সবকিছু আমাদের পক্ষে যায়নি।’
×