ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শীর্ষ তারকাদের জয়

মিয়ামি থেকে ভেসনিনার বিদায়

প্রকাশিত: ০৪:৩২, ২৬ মার্চ ২০১৭

মিয়ামি থেকে ভেসনিনার বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র ৫ দিন আগেই পুনরুত্থানের গল্প তৈরি করেছিলেন। ইন্ডিয়ান ওয়েলসের বিএনপি পারিবাস ওপেনের শিরোপা হাতে তোলেন রাশিয়ান তারকা এলেনা ভেসনিনা। কিন্তু মিয়ামি ওপেনে এসে আর বেশিদূর এগোতে পারলেন না বিশ্বের ১৩ নম্বর এ তারকা। দ্বিতীয় পর্বেই বিদায় নিয়েছেন ক্রোয়েশিয়ার অবাছাই আইলা টমলিয়ানোভিচের কাছে হেরে। ভেসনিনা বিদায় নেন ৩-৬, ৬-৪, ৭-৫ সেটে পরাজয়ের শিকার হয়ে। তবে বিশ্বের এক নম্বর জার্মানির তরুণী এ্যাঞ্জেলিক কারবার, তিন নম্বর বাছাই রোমানিয়ার সিমোনা হ্যালেপ, ৬ নম্বর বাছাই স্পেনের গারবিন মুগুরুজা, ৭ নম্বর বাছাই রাশিয়ার সভেতলানা কুজনেতসোভা, ৮ নম্বর বাছাই যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিস, ১০ নম্বর বাছাই ব্রিটেনের জোহানা কন্টা ও ১১ নম্বর বাছাই যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস জয় তুলে নিয়েছেন। ইন্ডিয়ান ওয়েলসের পর মিয়ামি ওপেনেও খেলছেন না সেরেনা উইলিয়ামস। বিএনপি পারিবাস ওপেনে না খেলার কারণে শীর্ষস্থান হারিয়েছেন তিনি কারবারের কাছে। তবে সেরেনার সহোদরা বড় বোন খেলছেন এখানেও। ইন্ডিয়ান ওয়েলসে দারুণ খেলতে খেলতে অবশেষে ছিটকে গিয়েছিলেন। এবার মিয়ামিতে ভালভাবেই শুরু করেছেন সেই ব্যর্থতা ভুলে। ব্রাজিলের অবাছাই বিয়াট্রিজ হাদ্দাদ মাইয়াকে ৬-৪, ৬-৩ সেটে হারিয়েছেন তিনি। সেরেনাকে হটিয়ে শীর্ষে ওঠা কারবার মিয়ামি ওপেনের আগে জানিয়েছিলেন বেশ আত্মবিশ্বাসী তিনি। সেটার ছাপও দেখিয়ে চলেছেন। কিন্তু চাইনিজ অবাছাই ডুয়ান ইং ইংয়ের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের প্রথম সেটেই কঠিন চাপের মুখে পড়েন তিনি। শেষ পর্যন্ত অবশ্য ৭-৬ (৭-৩) ও ৬-২ সেটে তিনি জয় তুলে নিয়েছেন। এছাড়া ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালিস্ট কুজনেতসোভা ৬-২, ৬-২ সেটে উড়িয়ে দিয়েছেন লুক্সেমবার্গের ম্যান্ডি মিনেলাকে। রোমান তারকা হ্যালেপ অবশ্য কঠিন প্রতিদ্বন্দ্বিতার পর জাপানের নাওমি ওসাকাকে ৬-৪, ২-৬ ও ৬-৩ সেটে হারিয়ে দেন। মুগুরুজা শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে কোনমতে পরাজয় এড়িয়েছেন ক্রিস্টিনা ম্যাকহেলের বিরুদ্ধে। প্রথম সেটে ৬-০ ব্যবধানে হারের পর পরের দুই সেটে ৭-৬ (৮-৬) ও ৬-৪ গেমে জিতে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন। ১৪ নম্বর বাছাই অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার ৬-৪, ৬-৪ সেটে স্বদেশী এ্যাশলেই বার্টিকে, ফরাসী তরুণী পাওলিন পারমেন্টিয়ার হাঙ্গেরির টিমিয়া বাবোসকে, কন্টা কঠিন লড়াইয়ের পর ৬-২, ৬-৭ (৫-৭), ৬-৪ সেটে বেলারুশের আলিক্সান্দ্রা সাসনোভিচকে হারিয়ে দেন। অবশ্য সবার দৃষ্টি ছিল ভেসনিনার দিকে। এ রাশিয়ান তারকা নতুন করে নিজেকে পুরনো ছন্দে খুঁজে পেয়েছেন। সম্প্রতি দুর্দান্ত খেলছেনও। এরই ধারাবাহিকতায় জিতেছেন এবার ইন্ডিয়ান ওয়েলসে শিরোপা। কিন্তু মিয়ামিতে এসে ধাক্কা খেলেন দ্বিতীয় পর্বেই। অবাছাই ক্রোয়েশিয়ান তারকা টমলিয়ানোভিজের কাছে হেরে বিদায় নিলেন তিনি। ম্যাচের আগে ছিল বৃষ্টির কারণে বিলম্ব এবং তীব্র বাতাসও ছিল। ৫৯৪তম র‌্যাঙ্কিংধারী টমলিয়ানোভিচের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেও যেন সেই ঝড়ে নিজেকে হারিয়ে ফেললেন ভেসনিনা। তার বিদায়ের দিনে ছিটকে গেছেন ১৯ নম্বর বাছাই লাটভিয়ার আনাস্তাসিয়া সেভাস্তোভা, ২১ নম্বর বাছাই ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়া, ২২ নম্বর ফ্রান্সের ক্রিস্টিনা মাদেনোভিচ, ১৬ নম্বর বাছাই হল্যান্ডের কিকি বার্টেন্স, ২০ নম্বর বাছাই স্পেনের কার্লা সুয়ারেজ ও ২৫ নম্বর বাছাই ইতালির রবার্টা ভিঞ্চি।
×