ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘ব্রাজিল বিশ্বের সেরা দল’

প্রকাশিত: ০৬:১১, ২৫ মার্চ ২০১৭

‘ব্রাজিল বিশ্বের সেরা দল’

স্পোর্টস রিপোর্টার ॥ উরুগুয়েকে বিধ্বস্ত করার পর প্রশংসায় সিক্ত হচ্ছে ব্রাজিল দল। তুলনামূলক তরুণ ফুটবলারদের নিয়ে সেলেসাও কোচ দারুণ মুন্সিয়ানা দেখিয়ে চলেছেন। বিশ্বকাপ বাছাইয়ের কঠিন যজ্ঞে টানা সাত ম্যাচ জিতে সে স্বাক্ষরই রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সঙ্গত কারণে ব্রাজিল বন্দনায় অনেকেই। উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ তাই বলে দিলেন, ব্রাজিলই বিশ্বের সেরা দল। ঘরের মাঠে হারে একটা গর্ব চূর্ণ হয়েছে উরুগুয়ের। নিজেদের মাঠে বিশ্বকাপের বাছাইয়ে টানা ১৪ ম্যাচের অজেয় যাত্রা থেমেছে তাদের। কোচ তাবারেজ তাই ভীষণ হতাশ। তিনি বলেন, এই হার কষ্ট দিচ্ছে। যদিও আমরা পেশাদার কিন্তু আমাদেরও আবেগ আছে। যেটা চেয়েছিলাম, সেটা যখন আমরা না পাই, তখন এটা পীড়া দেয়। তবে এটা ঠিক ব্রাজিল ভাল খেলে জিতেছে। তারা প্রমাণ করেছে কেন বিশ্বসেরা দল। হার থেকে শিক্ষা নেয়ার কথা জানিয়ে তাবারেজ বলেন, আপনি কখনই জানেন না, একটা ফুটবল ম্যাচ থেকে আপনি কি পেতে যাচ্ছেন। সম্ভাব্য যে ফল আমি মনে করেছিলাম, এটা সেটা ছিল না। কিন্তু কখনও কখনও এই কঠিন আঘাত আমরা কোথায় আছি, তার পরিষ্কার চিত্রটা দেয়। কিছুই বলার নেই। ব্রাজিল খুবই ভাল ডিফেন্ড করেছে এবং আক্রমণে খুব শক্তিশালী ছিল। ব্রাজিল কোচ টিটে যেন উড়ছেন। দারুণ পারফর্মেন্সের জন্য তিনি শিষ্যদের সাধুবাদ জানালেও তৃপ্তির ঢেকুর তুলছেন না। টিটে জানিয়েছেন, তার দলের মূল লক্ষ্যই ২০১৮ রাশিয়া বিশ্বকাপ। এদিকে আর্জেন্টিনার কাছে হার মানতে পারছেন না চিলির কোচ জুয়ান এ্যান্টোনিও পিজ্জি। তার বিশ্বাস, আর্জেন্টিনা সফরে তার দল এর চেয়ে ভাল কিছুর প্রাপ্য ছিল। চিলি কোচ বলেন, আমি মনে করি, ম্যাচের চূড়ান্ত ফল সম্পূর্ণ অন্যায্য, কিন্তু বাস্তবতা হলোÑ আমরা হেরেছি। বাছাই পর্বে নিজেদের এগিয়ে নিতে এখন আমাদের পরের ম্যাচে জিততে হবে। ম্যাচের দ্বিতীয়ার্ধে চিলি আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি। তবে আর্জেন্টিনার মতো দলকে নিয়ন্ত্রণ করতে পেরে কিছুটা হলেও সন্তুষ্ট পিজ্জি। তিনি বলেন, আমাদের একটি গোল প্রাপ্য ছিল। দুর্ভাগ্যবশত, আমরা এটা পাইনি। তিনি আপসোসের সুরে বলেন, দুর্ভাগ্যবশত আমাদের একটি গোল বাতিল করা হয়েছে। আমাদের বিরুদ্ধে পেনাল্টিও দেয়া হয়েছে। তা না হলে ফলাফল অন্যরকম হতে পারতো। অন্যদিকে যেভাবেই হোক, জয় পেয়ে ভীষণ খুশি আর্জেন্টিনা। দলটির কোচ এডগার্ডো বাউজা তেমনই জানিয়েছেন। বাউজা বলেন, আমরা এমন একটি ম্যাচ জিতেছি যেমনটি আমরা কল্পনা করেছিলাম। আমার মতে, চিলির মতো দুর্দান্ত একটি দলের বিরুদ্ধে দল অসাধারণ একটি ম্যাচ খেলেছে। অনেকে আর্জেন্টিনাকে মেসিনির্ভর বললেও মানতে নারজা বাউজা। বলেন, আমি মনে করি না এই দল মেসিনির্ভর। আমি মনে করি, সে ভাল একটি ম্যাচ খেলেছে। এখনও কাজ করার সময়, আমরা উন্নতি করবো। আর্জেন্টিনা বস বলেন, আমরা বল দখলে আনতে ব্যর্থ হয়েছি। আমরা শেষ ১৫ মিনিট ভাল করতে পারিনি। বড় প্রতিপক্ষের বিরুদ্ধে জিতেছি। আমার বিবেচনায়, আমরা বাজে খেলিনি।
×