ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ফুটবল আয়োজনে ৪ বছরের চুক্তি সিঙ্গাপুরের

প্রকাশিত: ০৬:১০, ২৫ মার্চ ২০১৭

ফুটবল আয়োজনে ৪ বছরের চুক্তি সিঙ্গাপুরের

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ (আইসিসি) ফুটবল আসর আগামী জুলাইয়ে শুরু হবে। আর তা আয়োজন করবে সিঙ্গাপুর। ইতোমধ্যেই সিঙ্গাপুর আইসিসির সঙ্গে বিভিন্ন ইভেন্ট আয়োজনের জন্য ৪ বছরের চুক্তি করেছে। বিশ্বের সেরা ফুটবল ক্লাবগুলো খেলতে আসবে দেশটিতে। প্রাক-মৌসুম প্রীতি ম্যাচগুলোও আয়োজন করবে সিঙ্গাপুর। জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখ আসবে সবার আগে। তারা প্রাক মৌসুম শুরু করবে ২৫ জুলাই প্রীতি ম্যাচ দিয়ে। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লীগের শীর্ষে থাকা চেলসির বিরুদ্ধে। ২৭ জুলাই আরেকটি প্রীতি ম্যাচ খেলবে বেয়ার্ন। সেই ম্যাচে ইতালির দল ইন্টার মিলানকে মোকাবেলা করবে তারা। ২৯ জুলাই মুখোমুখি হবে চেলসি-ইন্টার মিলান। আইসিসিতে চুক্তিবদ্ধ অন্য ক্লাবগুলো বিশ্বের বিভিন্ন জায়গায় খেলবে। যেমন স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদ প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের মায়ামিতে। জুলাইয়ে অনুষ্ঠিত হবে সেই প্রাক-মৌসুম এল ক্ল্যাসিকো। ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত আইসিসি আয়োজক ও ক্যাটালিস্ট মিডিয়া গ্রুপের সঙ্গে সিঙ্গাপুরের পর্যটন বোর্ড এই চুক্তি করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিশেষ এক আয়োজক দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় তারা। এশিয়ার মধ্যে চীন হচ্ছে আরেকটি বৃহৎ আয়োজক। ক্যাটালিস্ট মিডিয়া গ্রুপের সভাপতি প্যাট্রিক মারফি এ বিষয়ে বলেন, ‘আমরা এশিয়া অঞ্চলে আইসিসি ইভেন্টগুলো আয়োজন করতে চাই। আমার মনে হয় সেক্ষেত্রে সিঙ্গাপুর খুবই আদর্শ জায়গা।
×