ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শাহজালালে অর্ধ কোটি টাকা মূল্যের স্বর্ণবার আটক

প্রকাশিত: ০৬:০৭, ২৫ মার্চ ২০১৭

শাহজালালে অর্ধ কোটি টাকা মূল্যের স্বর্ণবার আটক

স্টাফ রিপোর্টার ॥ দু’সপ্তাহ বিরতি দিয়ে আবার শুরু হয়েছে স্বর্ণ পাচার। কৌশল পাল্টে পেটের পরিবর্তে মোজা দিয়ে মোড়ানো পায়ের তলায় লুকানোর পরও শেষ রক্ষা হয়নি মহিউদ্দিন মিয়ার। শুল্ক গোয়েন্দার সদস্যরা শুক্রবার শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটকের পর উদ্ধার করে ১০টি স্বর্ণবার। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অদফতরের মহাপ ড. মঈনুল খান জানান, শুক্রবার সকাল ৭টার দিকে ওই যাত্রী ইউএস-বাংলা এয়ারলাইন্সের (বিএস ০৩১৪) ফ্লাইটে কুয়ালালামপুর থেকে শাহজালালে অবতরণ করেন। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে নজরদারিতে রাখেন। কাস্টমস হলের গ্রীন চ্যানেল অতিক্রম করে চলে যাওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করা হয়। তিনি জানান, যাত্রীর হাঁটাচলায় অস্বাভাবিকতা থাকায় শুল্ক গোয়েন্দাদের সন্দেহ আরও বাড়ে। কিন্তু তিনি স্বর্ণ থাকার কথা স্বীকার করছিলেন না। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেহ তল্লাশি করা হয়। আটযাত্রী দুই পায়ে পরিহিত মোজার ভেতর পায়ের তালুতে বিশেষ কায়দায় থাকা স্বচ্ছ স্কচটেপ দিয়ে এই স্বর্ণ লুকিয়ে রাখেন। উদ্ধার স্বর্ণ প্রতিটি ১০০ গ্রাম ওজনের ১০টি বারে পাওয়া যায়। আটক স্বর্ণের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।
×