ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৪৬, ২৫ মার্চ ২০১৭

টুকরো খবর

সুন্দরবনে দুই জেলে অপহরণের শিকার স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ মুক্তিপণের দাবিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বৈকারীর খাল থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু রবিউল বাহিনীর সদস্যরা। এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে শুক্রবার ভোরে তাদের অপহরণ করা হয়। অপহৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের তারা ম-লের ছেলে ফনি ম-ল ও মুন্সীগঞ্জ ইউনিয়নের মৃত আবদুল সরদারের ছেলে কালাম সরদার। ফিরে আসা জেলে পাশ্বেখালী গ্রামের মোনতেজ মোল্যার ছেলে করিম মোল্যা জানান, কৈখালী বন অফিস হতে অনুমতি নিয়ে সুন্দবনের ভেতরে মাছ ধরতে যান তারা। ভোরে তারা বৈকারীর খালে মাছ ধরার সময় এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে বনদস্যু রবিউল বাহিনীর সদস্যরা দুই জেলেকে অপহরণ করে। পুকুর খনন বন্ধে লিগ্যাল নোটিস স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারায় কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কর্মকর্তাদের কাছে উকিল নোটিস পাঠিয়েছে সুপ্রীমকোর্টের এক আইনজীবী। ডাকযোগে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই উকিল নোটিস পাঠানো হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন আইনজীবী জালাল উদ্দিন উজ্জ্বল। তিনি জানান, জনস্বার্থে প্রশাসনের কর্মকর্তাদের কাছে এই উকিল নোটিস পাঠানো হয়েছে। যার অনুলিপি ভূমি মন্ত্রণালয়ের সচিব, রাজশাহী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে। আইনজীবী জালাল উদ্দিন বলেন, বাগমারা উপজেলায় সরকারী নিয়মনীতির তোয়াক্কা না করে যত্রতত্র কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন করে জমির ধরন পরিবর্তন করা হচ্ছে। কিন্তু এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন পদক্ষেপ নেয় না। কৃষি জমি পরিবর্তন করে পুকুর খননের ফলে যেমন পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে, তেমনি খাদ্যশস্যে ঘাটতি দেখা দেবে। তাই স্বপ্রণোদিত হয়ে জনস্বার্থে পুকুর খনন বন্ধের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কর্মকর্তাদের কাছে উকিল নোটিস পাঠানো হয়েছে। এরপরও কোন পদক্ষেপ গ্রহণ করা না হলে জনস্বার্থে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি। ৭শ’ বোতল মদসহ ডাক্তার আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারা উপজেলার মোহনগঞ্জ বাজার থেকে ৭০০ বোতল এ্যালকোহলসহ আবদুল হান্নান নামের হোমিও চিকিৎসককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে এ্যালকোহলসহ তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বাগমারা থানার ওসি নাছিম আহাম্মেদ। শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে হান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। ওসি নাছিম আহাম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাগমারা উপজেলার মোহনগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। এ সময় হোমিও চিকিৎসক আবদুল হান্নানকে ৭০০ বোতল এ্যালকোহলসহ আটক করা হয়। দীর্ঘদিন ধরে সে এই মাদক ব্যবসা করে আসছে বলে আটকের পর সে স্বীকার করেছে। ১৯ দোকান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৪ মার্চ ॥ গোপালগঞ্জে অগ্নিকা-ে ১৯ দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। এতে কোটি টাকারও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দোকান-মালিকরা। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার বৌলতলী বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দল ঘণ্টা-দেড়েক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে; কিন্তু ততক্ষণে দোকানগুলো ভস্মীভূত হয়ে যায়। জানা গেছে, পরিমল বিশ্বাসের ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষতিগ্রস্ত এসব দোকানের মধ্যে বেশ কয়েকটি কসমেটিকস্্, মুদি, সার, তেল ও ডিজেলসহ বিভিন্ন পাইকারি দোকান ছিল। ক্ষতিগ্রস্ত দোকান-মালিকরা দাবি করেছেন, এ অগ্নিকা-ে তাদের কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। মোরেলগঞ্জে পাঁচ দোকান স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, মোরেলগঞ্জে ৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। শুক্রবার ভোরে সদর বাজারের মুদিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এতে ৫টি দোকানের কমপক্ষে দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে, আবদুল ওহাব ব্যাপারীর ভ্যারাইটি স্টোর, মজিবর রহমান শেখের মেসার্স বিসমিল্লাহ্ এন্টারপ্রাইজ, জিয়াদুল ইসলাম শেখের বিসমিল্লাহ স্টোর, মোঃ জামাল মোল্লার রিয়াদ স্টোর ও মোতালেব জোমাদ্দারের মোতালেব স্টোর। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ করেই আগুনে পুড়তে দেখা যায় ওই দোকানগুলো। খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন ইনচার্জ মোঃ হায়দার আলী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। কারেন্ট জাল উদ্ধার ॥ আটক চার নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৪ মার্চ ॥ তেঁতুলিয়া নদীর চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরব্যারেট পয়েন্টে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জালসহ ৪ ছেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কালাইয়া নৌফাঁড়ির এসআই আল মামুনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় আবদুল গণি, মোঃ জাফর, বেল্লাল ও মনির নামের চার জেলেকে আটক করা হয়। আটকৃতদের বাড়ি ভোলা জেলার বোরহান উদ্দিনে। পরে আটককৃতদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন। মাদকসেবীর হামলায় শিশুসহ আহত ৩ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে মাদক হামলায় তাঁতী লীগের দুই নেতা ও এক স্কুলছাত্র গুরুতর জখম হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পঞ্চকরণ বাজারের কাছে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত শিশু ছাত্র রাজুসহ দুজনকে শুক্রবার বেলা দুপুরে মোরেলগঞ্জ হাসপাতাল থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতরা হলেনÑ পঞ্চকরণ ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি ইউপি সদস্য দেলোয়ার হোসেন খলিফ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম খলিফা ও ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীর ছাত্র রাজু খলিফা। তাদের রাত ২টায় মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাঃ কামাল হোসেন মুফতি জানান, এদের মধ্যে রফিকুল ও রাজুকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় বেফার্ড করা হয়েছে। ইউপি সদস্য তাঁতী লীগ সভাপতি দেলোয়ার হোসেন জানান, ঘটনার রাতে মাহফিল মাঠের কাছে গাঁজা সেবন ও বিক্রির কাজে বাধা দিলে স্থানীয় পেশাদার কতিপয় মাদকাসক্ত যুবক তাদের ওপর হামলা করে।
×