ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুপ্রীমকোর্ট বার নির্বাচন

আওয়ামী লীগ বিএনপি হাড্ডাহাড্ডি লড়াই

প্রকাশিত: ০৮:৪৯, ২৪ মার্চ ২০১৭

আওয়ামী লীগ বিএনপি হাড্ডাহাড্ডি লড়াই

স্টাফ রিপোর্টার ॥ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রীমকোর্ট বার) ২০১৭-১৮ মেয়াদের নির্বাচনের দুদিনব্যাপী ভোটগ্রহণের পর বৃহস্পতিবার রাতে গণনা শুরু হয়েছে। বুধ ও বৃহস্পতিবার দুই দিনে সমিতির ৫ হাজার ৮১ জন ভোটারের মধ্যে ৩ হাজার ৯২৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃহস্পতিবার রাত দেড়টায় পাওয়া ১ হাজার ভোটের ফলাফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। ১ হাজার ভোটের মধ্যে সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থিত মোঃ জয়নুল আবেদীন ৩৫ ভোটে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আবদুল মতিন খসরু। সাধারণ সম্পাদক পদেও এগিয়ে রয়েছে বিএনপির এএম মাহবুব উদ্দিন খোকন। তার চেয়ে ৫৯ ভোট কম পেয়ে প্রতিযোগিতায় টিকে আছেন আওয়ামী লীগের রবিউল আলম বুদু। অন্য পদগুলোতেও লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। শুক্রবার সকালে আনুষ্ঠানিক ফল জানা যাবে বলে জানান নির্বাচন সংশ্লিষ্টরা। এর আগে বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু করে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে তৈরি করা বুথে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৭টি সম্পাদকীয় ও ৭টি নির্বাহী সদস্য পদ রয়েছে। সরকার সমর্থিত আওয়ামী লীগের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ছড়াও দুজনসহ মোট ৩১ জন প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল মতিন খসরু। অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি অজিবউল্লাহ ও হোসনে আরা, সম্পাদক রবিউল আলম বুদু, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম হিরু, সহ-সম্পাদক শফিকুল ইসলাম ও সেলিম আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুমার দেবুল দে, এবিএম নূরে আলম উজ্জ্বল, হাসিনা মমতাজ, রুহুল আমিন তুহিন, হাবিবুর রহমান হাবিব, মাহমুদুন্নবী উজ্জ্বল ও শেখ মোঃ মাজু মিয়া। অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ জয়নুল আবেদীন। অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে উম্মে কুলসুম বেগম (রেখা) ও ড. মোঃ গোলাম রহমান ভূঁইয়া, সম্পাদক-এএম মাহবুব উদ্দিন খোকন, কোষাধ্যক্ষ পদে এবিএম রফিকুল ইসলাম তালুকদার (রাজা) এবং সহ-সম্পাদক পদে কাজী জয়নুল আবদীন ও শামীমা সুলতানা (দীপ্তি) প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে লড়ছেন শেখ তাহসিন আলী, মোঃ এমাদুল হক, আয়েশা আক্তার, মোঃ আহসানউল্লাহ, মোঃ মুসাব্বির হাসান ভূঁইয়া (রোমান), মোহাম্মদ হাসিবুর রহমান ও মৌসুমি আখতার। এই দুটি প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ এবং সম্পাদক পদে অশোক কুমার ঘোষ এবং মোঃ আবু এহিয়া দুলাল প্রার্থী হয়েছেন।
×