ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিশ্ব আবহাওয়া দিবস পালিত

প্রকাশিত: ০৬:২২, ২৪ মার্চ ২০১৭

বিশ্ব আবহাওয়া দিবস পালিত

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর অন্যান্য বছরের ন্যায় এবারও বৃহস্পতিবার বিশ্ব আবহাওয়া দিবস পালন করেছে। বিশ্ব আবহাওয়া দিবস-২০১৭-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আখতার হোসেন ভূইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আবহাওয়া অধিদফতরের সদর দফতরসহ গুরুত্ব অনুযায়ী দেশের বিভিন্ন শাখা অফিসসমূহ কর্তৃক দিবসটি সীমিত আকারে পালনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। ঢাকার সদর দফতরে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতি ও প্রামাণ্য চিত্র জনসাধারণের জন্য প্রদর্শনী এবং অধিদফতরীয় কর্মকর্তা পরিষদ কর্তৃক একটি টেকনিক্যাল সেশনের আয়োজন করে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন এ বিষয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান সম্প্রচার করে। এ ছাড়াও ঢাকা, কক্সবাজার, খেপুপাড়া, রংপুর ও মৌলভীবাজারের অপারেশনাল ইউনিট ও রাডার স্টেশনসমূহ জনসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। বিশ্ব আবহাওয়া দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ‘মেঘমালাকে অনুধাবন’। মেঘমালা, পৃথিবীর পানিচক্র ও জলবায়ু সম্পর্কিত কর্মকা-ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। -আইএসপিআর প্রাইম এশিয়া ভার্সিটির আইন বিভাগের ওয়ার্কশপ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স হলে ২১ মার্চ সকাল ১০টায় আইন বিভাগের উদ্যোগে দিনব্যাপী টিম বিল্ডিং ওয়ার্কশপ-১ অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ. কে. এম. আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা এবং আইকিউএসির পরিচালক ড. হেলাল উদ্দিন। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক এবং সেল্ফ এসেসম্যান্ট কমিটির (এসএসি) ডিরেক্টর শেখ হাফিজুর রহমান এবং প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. এম. শাহজালাল। -বিজ্ঞপ্তি ইউসিসি গ্রুপের সন্ত্রাসবিরোধী মিলনমেলা আবদুল হালিম পাটওয়ারী ফাউন্ডেশন প্রতিষ্ঠিত ও পরিচালিত ইউসিসি গ্রুপের প্রতিষ্ঠানসমূহ আইডিয়াল কমার্স কলেজ, আইডিয়াল ল’ কলেজ, আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজ ও ইউসিসি গ্রুপ আয়োজিত “সন্ত্রাস জঙ্গীবাদ রুখবো, আলোকিত মানুষ গড়বো” স্লোগান নিয়ে সম্প্রতি ধানম-ির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘সন্ত্রাসবিরোধী মিলনমেলা-২০১৭’। আবদুল হালিম পাটওয়ারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন ড. এম. এ. হালিম পাটওয়ারীর সভাপতিত্বে সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী এই সমাবেশে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিবিএম (বার) পিপিএম, বেসরকারী বিশ্ববিদ্যালয় এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবির হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি মালয়েশিয়ার উদ্দেশে নৌপ্রধানের ঢাকা ত্যাগ নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ বৃহস্পতিবার তিন দিনের সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন এবং নৌপ্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর সৈয়দ মকছুমুল হাকিম আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান। আইএসপিআর বৃহৎ বাগান নেদারল্যান্ডসের ফুলের বাগান কিউকেনহফ। ৩২ হেক্টর আয়তনের এ বাগানটি গার্ডেন অব ইউরোপ নামেও পরিচিত এবং বিশ্বের বৃহৎ ফুলের বাগানগুলোর অন্যতম। একটি ড্রোন বুধবার লিসি শহরের এ বাগানের ছবি তোলে। - এএফপি পরিযায়ী পাখি একটি পরিযায়ী হুপার হাঁস পাখি সম্প্রতি মধ্য সুইডেনের টিসলিংজেন লেকে নামার আগে পাখা মেলে এদিক-ওদিক ঘুরছে। শত শত পরিযায়ী এ পাখি লেকটিতে অবস্থান নিয়েছে। প্রজননের জন্য এরা উত্তরাঞ্চলের দিকে ছুটে আসে। এরা পানিতে থাকলেও আশপাশের গাছে বাসা বানিয়ে ডিম পাড়ে। -এএফপি
×