ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একাদশ সংসদ নির্বাচনের বিষয়টি এখনও অনিশ্চিত ॥ মির্জা ফখরুল

প্রকাশিত: ০৮:৩৬, ২৩ মার্চ ২০১৭

একাদশ সংসদ  নির্বাচনের  বিষয়টি এখনও  অনিশ্চিত ॥  মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ একাদশ সংসদ নির্বাচনের বিষয়টি এখনও অনিশ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে জিয়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অন্যের স্বার্থরক্ষার চেষ্টা করছেন বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি না হলে অন্য সব চুক্তি হবে অর্থহীন। তিনি বলেন, দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা আগেই নতজানু হয়ে আছেন। বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর ফলপ্রসূ করতে হলে সবার আগে দুই দেশের অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান করতে হবে, যার অন্যতম হলো তিস্তার পানি বণ্টন। তিনি বলেন, এ সরকার ক্ষমতায় আসার পর মানুষ আশা করেছিল, ভারতের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে তিস্তার ন্যায্য হিস্যা আমরা পাব। কিন্তু শুধু তিস্তাই নয়, আমরা ৫৪ নদীর কোন ন্যায্য হিস্যা পাচ্ছি না। তাই প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বের স্বার্থ বিসর্জন দিয়ে কোন চুক্তি করলে দেশের মানুষ মেনে নেবে না। প্রধানমন্ত্রী বিরোধী দলকে ঘরে বন্দী রেখে নিজের দলীয় প্রতীক নৌকার পক্ষে একতরফা নির্বাচনী প্রচার চালাচ্ছেন। এটাই প্রমাণ করে, এ দেশে গণতন্ত্র নেই। একটি দল ও তার সভাপতি রাষ্ট্রের পয়সায় হেলিকপ্টারে করে প্রত্যেকটি জনসভায় যাচ্ছেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনসভা করছেন এবং দলের পক্ষে নির্বাচনী প্রচার করছেন। অথচ বিএনপিকে সভা-সমাবেশ করতে দেয়া হয় না। এসব কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচন অর্থহীন হয়ে পড়বে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন জিয়া পরিষদের চেয়ারম্যান কবীর মুরাদ, সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুস, অধ্যাপক আবু তাহের, অধ্যাপক লুৎফুর রহমান, অধ্যাপক আবদুল লতিফ, অধ্যাপক আলী নুর রহমান ও অধ্যাপক মাইনুল ইসলাম প্রমুখ। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, দেশের জঙ্গীবাদ সমস্যার সমাধান করতে হলে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শাহ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন নিতাই রায় চৌধুরী, আবদুস সালাম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ড. মাহবুবউল্লাহ, খায়রুল কবির খোকন, শামা ওবায়েদ ও আবদুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ। উপজেলা পর্যায়ে জঙ্গী দমন অভিযানের সিদ্ধান্ত সঠিক নয়-মওদুদ ॥ উপজেলা পর্যায়ে জঙ্গীবাদ দমন অভিযানের সিদ্ধান্ত সঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, আমরা শুনছি, উপজেলা পর্যায়ে জঙ্গী দমনে অভিযান চলবে। এতে পুলিশ এবং র‌্যাব সাধারণ মানুষকে আরও হয়রানি করবে। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ আয়োজিত ‘মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শফিকুল ইসলাম রাহীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ড. সুকমল বড়ুয়া, এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ।
×