ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার ডিভিশন বাস্কেটবল

প্রকাশিত: ০৫:৫১, ২৩ মার্চ ২০১৭

প্রিমিয়ার ডিভিশন বাস্কেটবল

ইউনিমেড এ্যান্ড ইউনিহেলথ ম্যানুফ্যাকচার লিঃ’র পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ধানমন্ডি উডেন ফ্লোর বাস্কেটবল জিমন্যাশিয়ামে চলছে ইউনিমেড ইউনিহেলথ প্রিমিয়ার ডিভিশন বাস্কেটবল লীগ। বুধবারের ম্যাচে মুখোমুখি হয় দি গ্রেগস ক্লাব ও ঈগলস ক্লাব। এতে দি গ্রেগস ক্লাব ৮৭-৪৭ পয়েন্টে ঈগলস ক্লাবকে পরাজিত করে। প্রথমার্ধের খেলায় দি গ্রেগস ক্লাব ৩৯-২০ পয়েন্টে এগিয়েছিল। দি গ্রেগস ক্লাবের সর্ব্বোচ্চ স্কোরার সাকিব-২৯ ও রাশা-১৯ পয়েন্ট এবং ঈগলস ক্লাবের আতিক-১৮ ও শাহিন-১৩ পয়েন্ট করে স্কোর করে। অপর খেলায় ঢাকা গ্ল্যাডিয়েটরস ৯৯-৫৪ পয়েন্টের ব্যবধানে ফ্লেইম বয়েজকে পরাজিত করে। প্রথমার্ধের খেলায় ঢাকা গ্ল্যাডিয়েটরস ৪৩-২৬ পয়েন্টে এগিয়েছিল। ঢাকা গ্ল্যাডিয়েটরসের সর্ব্বোচ্চ স্কোরার সোয়েব-৩৪ ও সজিব-১৯ পয়েন্ট এবং ফ্লেইম বয়েজের ফাহিম-১৭ ও জামিল-০৮ পয়েন্ট স্কোর করে। দিনের এ খেলায় রেঞ্জার্স ক্লাব ৭৬-৪১ পয়েন্টে বকশী বাজার ক্লাবকে পরাজিত করে। প্রথমার্ধের খেলায় রেঞ্জার্স ক্লাব ৩৫-২০ পয়েন্টে এগিয়েছিল। রেঞ্জার্স ক্লাবের সর্ব্বোচ্চ স্কোরার লিংকন-১৮ ও মেহেদী-১৬ পয়েন্ট এবং বকশী বাজার ক্লাবের তাহরিম-১৮ ও মাহফুজ-১১ পয়েন্ট স্কোর করে। আজ রাতে দি গ্রেগারিয়াস ও ঢাকা গ্ল্যাডিয়েটরসের মধ্যে সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হবে। Ñবিজ্ঞপ্তি
×