ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

তবু দারুণ প্রস্তুতি সারল বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫০, ২৩ মার্চ ২০১৭

তবু দারুণ প্রস্তুতি সারল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ একদিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের পক্ষে খেললেন না চার তারকা ক্রিকেটার। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ওপেনার তামিম ইকবাল, ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান ও পেসার শুভাশীষ রায়। এ চার ক্রিকেটার ছাড়াও কলম্বোয় শ্রীলঙ্কা প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে দারুণ প্রস্তুতি সেরে নিল বাংলাদেশ। ২ রানে ম্যাচটি হারল ঠিক, তবে ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রস্তুতিটা দুর্দান্ত হলো। সঙ্গে মাশরাফির ব্যাটিং ঝড়ও দেখা গেল। ম্যাচে টস জিতে বাংলাদেশ আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শ্রীলঙ্কা একাদশও দুর্দান্ত ব্যাটিং করে। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫৪ রান করে। সানদুন উইরাকোড্ডি ৬৭, কুশল পেরেরা ৬৪ (রিটায়ার্ড হার্ট), ধনাঞ্জয়া ডি সিলভা ৫২, থিসারা পেরেরা ৪১ রান করেন। বল হাতে পেসার মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, আবুল হাসান রাজু ও স্পিনার সানজামুল ইসলাম ১টি করে উইকেট নেন। শ্রীলঙ্কার এ বিশাল রানের জবাবে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫২ রান করল বাংলাদেশ। ব্যাট হাতে সাব্বির রহমান রুম্মন (৭২), মাহমুদুল্লাহ রিয়াদ (৭১*), মাশরাফি বিন মর্তুজা (৫৮) ও মোসাদ্দেক হোসেন সৈকত (৫৩) দুর্দান্ত ব্যাটিং করেন। প্রস্তুতি ম্যাচটিতে জয়-পরাজয়ের চেয়ে প্রস্তুতি কতটা সেরে নেয়া গেল সেই দিকটাই বেশি বিবেচিত হয়। তাতে বোলিং অনুশীলনটা ভাল না হলেও ব্যাটিং অনুশীলনটা বাংলাদেশের হলো দুর্দান্ত। বোলিংয়ে নিউজিল্যান্ড সিরিজের শেষ টি২০ ম্যাচে ইনজুরিতে পড়া বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আবার বল হাতে নামলেন। তাতে করে ৯ ওভার বল করে ৬৬ রান দিয়ে নিলেন ১ উইকেট। তার দিকেই বিশেষ নজর ছিল। তিনি বিশেষ কিছু করতে না পারলেও বোলিংটা যে পুরোদমে করতে পেরেছেন তাতেই স্বস্তি আছে। দুই পেসার না তিন পেসার ওয়ানডে সিরিজে খেলানো হবে? এজন্য তাসকিন আহমেদকে পরখ করে দেখা হয়। তাতে শততম টেস্ট একাদশে সুযোগ না পাওয়া তাসকিন ৬ ওভারে ৫১ রান দিয়ে ১ উইকেট শিকার করলেন। বোঝাই যাচ্ছে, ওয়ানডে সিরিজে শুভাশীষই টেক্কা দিয়ে দিতে পারেন তাসকিনকে। স্পিনে সানজামুল ইসলামকেও পরখ করে নেয়া হয়। সানজামুল ৬ ওভারে ২৭ রান দিয়ে ১ উইকেট নিলেন। বুঝিয়ে দিলেন তার ওপর ভরসা করা যায়। বল হাতে প্রস্তুতি ম্যাচে যাদের দেখা হয় তাদের মধ্যে সানজামুলই ছিলেন খানিক উজ্জ্বল। ব্যাট হাতে ইমরুল কায়েস তো ফ্লপ হলেন। ওপেনিংয়ে যে তামিম ইকবালের সঙ্গে সৌম্য সরকারই (৪৭) থাকছেন তাও বোঝা হয়ে গেল। তিন নম্বরে তো সাব্বির দেখিয়ে দিলেন, তিনিই পারফেক্ট। ধুমধাড়াক্কা ব্যাটিং করলেন। ৬৩ বলে ৭২ রান করে আউট হলেন। ১১টি চার ও ১টি ছক্কাও হাঁকালেন। চার নম্বরে মাহমুুদুল্লাহ রিয়াদ খেলতেন। কিন্তু নামলেন মুশফিকুর রহীম। যার ব্যাটিং তো বাংলাদেশের এ মুহূর্তে সেরা। যদিও ২০ রানের বেশি করতে পারেননি তিনি। মোসাদ্দেক হোসেন সৈকত (৫৩) বাজিমাত করলেন। মাহমুদুল্লাহ রিয়াদও (৭১*) যেন ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন। শুভাগত হোমকে অফস্পিনে বিবেচনা করা হতে পারে। কিন্তু বোলিং ও ব্যাটিংয়ে উজ্জ্বলতা ছড়াতে পারেননি। শেষ মুহূর্তে মাশরাফি ব্যাটিং ঝড় তোলেন। ২৩৯ রানে সানজামুল আউটের পর ব্যাট হাতে নেমে মুহূর্তেই ৩৫ বলে চারটি চার ও চারটি ছক্কায় ৫৮ রান নিয়ে নেন। দলকে জয়ের কাছাকাছি রেখে আউট হন। মাহমুদুল্লাহর সঙ্গে অষ্টম উইকেটে ১০১ রানের জুটিও গড়েন। ৬ বলে জিততে যখন ১৩ রান দরকার, উইকেটে থাকেন মাহমুদুল্লাহ। ১ বলে জিততে লাগে চার রান। ১ রান নিতে পারেন মাহমুদুল্লাহ। তাতে ২ রানে হারে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচটিতে শ্রীলঙ্কানরা অনেক গুরুত্বের সঙ্গেই নেয়। বাংলাদেশের কাছে টেস্টে হারায় শ্রীলঙ্কা ক্রিকেট নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তাই প্রতিটি মুহূর্তই গুরুত্বের সঙ্গে নিচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট। তাই তো প্রস্তুতি ম্যাচ দেখতে মাঠে হাজির হন শ্রীলঙ্কার প্রধান নির্বাচক সনাত জয়সুরিয়া, রমেশ কালুভিতারানা। প্রস্তুতি ম্যাচ দেখতে মাঠে হাজির থাকেন শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী দলের অন্যতম তারকা ব্যাটসম্যান রোশান মহানামাও। বাংলাদেশের বিপক্ষে টেস্ট হারের পর কোনভাবেই নির্ধারিত ওভারের একটি ম্যাচও যেন হারতে রাজি নয় শ্রীলঙ্কা। কিন্তু প্রস্তুতি ম্যাচটা দারুণভাবেই শেষ করল বাংলাদেশ। প্রস্তুতিটা দারুণভাবে সারল বাংলাদেশ।
×