ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে যৌথ সাইক্লিং শুরু

প্রকাশিত: ০৪:৩৯, ২৩ মার্চ ২০১৭

বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে যৌথ সাইক্লিং শুরু

কূটনৈতিক রিপোর্টার ॥ ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর ঐতিহাসিক যৌথ অভিযান স্মরণীয় করে রাখতে বুধবার থেকে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে যৌথ সাইক্লিং অভিযান শুরু হয়েছে। ত্রিপুরার আগরতলা থেকে শুরু হওয়া এই সাইক্লিং অভিযানে উভয় দেশের সেনাবাহিনীর ১৫ জন করে মোট ৩০ জন সেনা অংশ নিচ্ছেন। বুধবার ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর এই যৌথ সাইক্লিং অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান বুধবার ভারতের আগরতলায় অনুষ্ঠিত হয়। ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল এ এস বেদী এর উদ্বোধন ঘোষণা করেন। আগরতলা থেকে শুরু হওয়া এই যৌথ অভিযান ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে। বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, যশোর ও বেনাপোল সীমান্ত হয়ে সাইক্লিং অভিযান ভারতের কলকাতায় গিয়ে শেষ হবে। গত ১৯ মার্চ বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল সাইক্লিং অভিযানে অংশ নিতে ত্রিপুরার আগরতলায় যান। সে সময় ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সদর দফতরের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর এই দলকে স্বাগত জানানো হয়। যৌথ এই সাইকেল দলের সেনা সদস্যরা বাংলাদেশ এবং ভারতে অবস্থিত মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান ও স্থাপনাসমূহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন। এতে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে সুসম্পর্ক আরও বৃদ্ধি পাবে। আগামী ৪ এপ্রিল কলকাতায় এই অভিযান শেষ হবে।
×