ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আলোচনা, র‌্যালি মানববন্ধন কর্মসূচীতে পানি দিবস পালিত

প্রকাশিত: ০৪:৩৮, ২৩ মার্চ ২০১৭

আলোচনা, র‌্যালি মানববন্ধন কর্মসূচীতে পানি দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ ‘ভূ-গর্ভস্থ পানির উৎস আর করো না শেষ, ভূ-উপরিস্থ পানিতে বাঁচবে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে বুধবার পালিত হয়েছে বিশ্ব পানি দিবস। এ উপলক্ষে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আলোচনা সভা, র‌্যালি ও মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। বিশ্ব পানি দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় আলোচনা সভার। সভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, তিস্তার চুক্তি নিয়ে সরকার আশাবাদী। এ চুক্তি হবেই। তবে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় এ চুক্তি হবে কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভারতের দুজন প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসে তিস্তা চুক্তির বিষয়ে আশ্বাস দিয়েছেন। ফলে এই চুক্তি অবশ্যই হবে বলে উল্লেখ করেন তিনি। পানিসম্পদ মন্ত্রণালয় ও ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। পানি দিবসের অনুষ্ঠানের অংশ হিসেবে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। পরে তা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসে শেষ হয়। অনুষ্ঠানে গঙ্গা ব্যারাজ নিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, ফারাক্কা বাঁধ নির্মাণের অনেক বছর পর এর সমস্যা প্রকট হচ্ছে। তাই গঙ্গা ব্যারাজে এ ধরনের কোন সমস্যা হতে পারে কি না, তা খতিয়ে দেখতে বাংলাদেশ ও ভারতের বিশেষজ্ঞদের নিয়ে সমীক্ষা করানো হয়েছে। তাদের দেয়া প্রতিবেদনের ভিত্তিতে ওই ব্যারাজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। বিশুদ্ধ পানি সঙ্কটের বিষয়টি মাথায় রেখে জাতিসংঘ প্রতি বছর ২২ মার্চকে বিশ্ব পানি দিবস হিসেবে ঘোষণা করেছে। বিশ্বের ক্রমবর্ধমান শিল্পায়ন ও জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে নিরাপদ পানির সঙ্কট উপলব্ধি করে ১৯৯২ সালে বিশ্ব পানি দিবস ঘোষণা করা হয়। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশে দিবসটি গুরুত্বের সঙ্গে পালন করা হয়। এ উপলক্ষে টিআইবির পক্ষ থেকে টেকসই উন্নয়নে পানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে একটি মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচীতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বাংলাদেশ পানি আইন ২০১৩-এর দ্রুত বাস্তবায়নের দাবিসহ সাত দফা সুপারিশও উত্থাপন করে টিআইবি। টিআইবি’র এই মানববন্ধন কর্মসূচীতে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ইয়েস গ্রুপের সদস্য, টিআইবি’র কর্মী ও সদস্য এবং বিভিন্ন সমমনা সংগঠনের সদস্যবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় দুর্নীতি দেশের পানিখাতে সমস্যার অন্যতম প্রধান কারণ। দেশের ৮৭ শতাংশ জনগণের নিরাপদ পানীয় জলের উৎসে অভিগম্যতা রয়েছে বলে সরকারী পরিসংখ্যানে দাবি করা হলেও বাস্তবে অধিকাংশ নাগরিক নিরাপদ পানির অভাবে জনস্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রতিবছর দেশের প্রায় ৭ কোটি মানুষ নিরাপদ পানির অভাবে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।
×