ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুপ্রীমকোর্ট বার নির্বাচনে ভোট শুরু আজ

প্রকাশিত: ০৮:০২, ২২ মার্চ ২০১৭

সুপ্রীমকোর্ট বার নির্বাচনে ভোট শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রীমকোর্ট বার) ২০১৭-১৮ মেয়াদের নির্বাচনের দুদিনব্যাপী ভোট গ্রহণ শুরু হচ্ছে বুধবার। বৃহস্পতিবারও ভোট গ্রহণের পর গণনা শেষে ফল ঘোষণা করা হবে রাতেই। দুদিনই সকাল ১০ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। এই নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনা আইনজীবীদের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীদের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মূল প্রতিদ্বন্দ্বিতা করছে। এ ছাড়াও কয়েকটি পদে রয়েছে স্বতন্ত্র প্রার্থী। এবার আওয়ামী প্রার্থীরা মরিয়া তাদের অবস্থান ধরে রাখতে। আর হারানো ইমেজ পুনরুদ্ধারে আপ্রাণ চেষ্টায় বিএনপি ও তাদের মিত্ররা। দুই দলের প্রধান শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া নিজ দলীয় আইনজীবীদের নিয়ে সভা ও বৈঠক করেছেন। তাতে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজের মাধ্যমে নিজেদের অনুকূলে ফল আনার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন তারা। ২০১৭-১৮ সালের জন্য ১৪ সদস্যের কার্যকরী কমিটি গঠনের এই নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী উভয় জোট। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির তত্ত্বাবধায়ক নিমেষ চন্দ্র দাস জনকণ্ঠকে জানান, এবারের নির্বাচনে ১৪ পদের বিপরীতে ৩১ জন প্রার্থী হয়েছেন। মোট ভোটার ৫ হাজার ৮০। আওয়ামী লীগ ও বিএনপি প্যানেল ছাড়াও স্বতন্ত্রভাবে সভাপতি পদে একজন এবং সম্পাদক পদে দুজন অংশগ্রহণ করছেন। তিনি জানান, এ ওয়াই মশিহুজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের নির্বাচন পরিচালনা উপকমিটি গঠন করা হয়েছে। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির গত নির্বাচনে (২০১৬-১৭) সর্বোচ্চ পদ সভপতিসহ গুরুত্বপূর্ণ ৮টি পদে আওয়ামী লীগ এবং সম্পাদকসহ অন্যান্য ৬টি পদে বিএনপি-জামায়াত সমর্থক ঐক্য প্যানেল জয় লাভ করে। সারাদেশের আইনজীবী সমিতির প্রধান কেন্দ্র হিসেবে ধরা হয় সুপ্রীমকোর্ট বারকে। সরকার সমর্থক প্রার্থী যারা ॥ সরকার সমর্থিত (সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ) আইনজীবীদের পক্ষে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু। এই প্যানেলের সম্পাদক প্রার্থী রবিউল আলম বুদু। অন্যান্য পদের মধ্যে সহসভাপতি অজিবউল্লাহ ও হোসনে আরা, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম হিরু, সহসম্পাদক শফিকুল ইসলাম ও সেলিম আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে এই প্যানেলের প্রার্থীরা হলেন- কুমার দেবুল দে, এ বি এম নূরে আলম উজ্জ্বল, হাসিনা মমতাজ, রুহুল আমিন তুহিন, হাবিবুর রহমান হাবিব, মাহমুদুন্নবী উজ্জ্বল ও শেখ মোঃ মাজু মিয়া। বিএনপি-জামায়াত সমর্থক প্রার্থী যারা ॥ বিএনপি-জামায়াত সমর্থিত (জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল) প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জয়নুল আবেদীন। এই প্যানেলে সম্পাদক পদে প্রার্থী হয়েছেন এ এম মাহবুব উদ্দিন খোকন। এছাড়া সহসভাপতি পদে উম্মে কুলসুম বেগম (রেখা) ও ড. মোঃ গোলাম রহমান ভূঁইয়া, কোষাধ্যক্ষ পদে এ বি এম রফিকুল ইসলাম তালুকদার (রাজা) এবং সহসম্পাদক পদে কাজী জয়নুল আবদীন ও শামীমা সুলতানা (দীপ্তি) প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে লড়ছেন শেখ তাহসিন আলী, মোঃ এমাদুল হক, আয়েশা আক্তার, মোঃ আহসানউল্লাহ, মোঃ মুসাব্বির হাসান ভূঁইয়া (রোমান), মোহাম্মদ হাসিবুর রহমান ও মৌসুমী আখতার। স্বতন্ত্র প্রার্থী ॥ মূল দুই প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ ইউনুছ আলী আকন্দ, সম্পাদক পদে আছেন অশোক কুমার ঘোষ ও মোঃ আবু এহিয়া দুলাল।
×