ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজশাহীর উন্নয়নে ১৪ দফা বাস্তবায়ন দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:৩১, ২২ মার্চ ২০১৭

রাজশাহীর উন্নয়নে ১৪ দফা বাস্তবায়ন দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বন্ধ রেশম কারখানা চালু, গঙ্গা ব্যারেজ নির্মাণ, উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নসহ ১৪ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। মঙ্গলবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত বিশাল এ কর্মসূচী থেকে অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের জন্য আগামী অর্থবছরের বাজেটে বিশেষ অর্থ বরাদ্দের দাবি জানানো হয়। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এসব দাবি নিয়ে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছে। তবে বার বার রাজশাহীকে উন্নয়ন থেকে বঞ্ছিত করা হচ্ছে। তাই আগামী জাতীয় বাজেটেই যাতে রাজশাহী উন্নয়নে বিশেষ বরাদ্দ রাখা হয় এজন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। বক্তারা বলেন, কৃষিভিত্তিক উত্তরাঞ্চলের মানুষ পানির বড়ই কষ্টে আছে। ভূ-উপরিস্থিত পানির ব্যবহার ছাড়া বরেন্দ্র অঞ্চলের কৃষি বিপ্লব ও এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব নয়। অতিমাত্রায় ভূ-গর্ভস্থ পানি ব্যবহারের ফলে ভূমিধস ও জলবায়ু বিরূপ প্রভাবসহ পরিবেশ মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে এর মাসুল দিতে হবে ভবিষ্যত প্রজন্মকে। এ প্রেক্ষিতে গঙ্গা ব্যারেজ প্রকল্প জরুরী ভিত্তিতে বাস্তবায়ন করা প্রয়োজন। এছাড়া উত্তর রাজশাহী সেচ প্রকল্প, বন্ধ গ্যাস লাইন সংযোগ চালুকরণ, সিএনজি পাম্প স্টেশন স্থাপন, রাজশাহী থেকে চট্টগ্রাম সরাসরি ট্রেন সার্ভিস চালু করণ, আব্দুলপুর-রাজশাহী-রহনপুর ডুয়েল গেজ রেললাইন নির্মাণ, সরকারী হাসপাতালে জনগণের জন্য জনবান্ধব চিকিৎসাসেবার মানোন্নয়ন, একনেকে অনুমোদিত রাজশাহী চিকিৎসা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন, ভূ-খ- রক্ষায় স্থ’ায়ী নদী তীর প্রতিরক্ষা, কৃষিভিত্তিক ইপিজেড প্রতিষ্ঠা, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ক্রিকেট টেস্ট ভেন্যু স্থাপন ও ৫ তারকা হোটেল নির্মাণ, পদ্মা নদীর চরে সরকারীভাবে অর্থনৈতিক জোন স্থাপন, আম, আলু, টমেটোসহ অন্যান্য ফল সংরক্ষণে কোল্ড স্টোরেজ স্থাপন এবং নারী শিল্পোদ্যোক্তাদের বিশেষ ঋণ সহায়তার দাবি জানান।
×