ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:২৮, ২২ মার্চ ২০১৭

টুকরো খবর

শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ শহরের প্রধান সড়ক স্টেশন রোড, গাঙিনাপাড়, রামবাবু রোড ও নতুন বাজার এলাকা থেকে ৫ শতাধিক অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ করা হয়েছে। স্থানীয় পৌরসভার সহযোগিতায় মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাস্তা ও ফুটপাতের ওপর থেকে এসব দোকানপাট ও হকার উচ্ছেদ করেছে। সরাকারদলীয় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও নগরবাসীসহ নানা মহলের দাবির মুখে প্রশাসন ও পৌরসভা যৌথভাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সল বিন করিম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। রাস্তা ও ফুটপাথ মুক্ত করার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে নগরবাসীসহ নানা শ্রেণী-পেশার মানুষ। পানবরজ পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ আগুন দিয়ে ৪ কৃষকের ৫ পানবরজ পুড়িয়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি করার প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘটনায় জড়িতদের অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন দুপুরে শত শত নারী-পুরুষ ভৈরবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মানববন্ধন করেন। চিতলমারীর বড়গুনী গ্রামের কয়েক বখাটে যুবক গ্রামে ঢুকে ক্ষেতের ফসল চুরিসহ বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খলতা করলে কৃষকরা তাদের গ্রামে ঢুকতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বড়গুনী গ্রামের সোহাগ সেখ ও তামিম মোল্লার নেতৃত্বে একদল বখাটে পান বরজে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুনে ভৈরবনগর গ্রামের কৃষক পরেশ চন্দ্র হীরা, নীল রতন হীরা, অরুন হীরা ও নিশিকান্ত হীরার ৫টি পানবরজ পুড়ে অন্তত পনেরো লাখ টাকার ক্ষতি হয়। সীমান্তে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২১ মার্চ ॥ পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকার খেংটি-মাস্টারপাড়া সীমান্তে নুরুজ্জামান (২২) নামে এক বাংলাদেশী যুবক গরু পারাপারকারী রাখালকে মঙ্গলবার ভোরে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নুরুজ্জামান উপজেলার খেংটি-মাস্টারপাড়া এলাকার হিটলার মিয়ার ছেলে। বিজিবি ও এলাকাবাসী সূত্র জানায়, মঙ্গলবার ভোরে নুরুজ্জামান গরু আনতে ৮৪৩ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করে। এ সময় ওতপেতে থাকা ভারতীয় কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহল দল তাকে আটক করে নিয়ে যায়। অস্ত্রসহ ডাকাত গ্রেফতার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে অভিযান চালিয়ে রোহিঙ্গা জঙ্গী আব্দুল হাকিম ডাকাতের ডানহাত নামে পরিচিত সন্ত্রাসী ফরিদ আলম প্রকাশ আলম ডাকাতকে বিদেশী পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে পুলিশ টেকনাফ সদর দক্ষিণ লেঙ্গুরবিল আদর্শ গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে। পুলিশ জানান, গ্রেফতারকৃত ফরিদ আলম প্রকাশ আলম ডাকাতের বিরুদ্ধে অস্ত্র, মাদক, পুলিশের উপর হামলা ও বিশেষ ক্ষমতা আইনসহ অর্ধডজন মামলা রয়েছে। ডাকাত সর্দার গ্রেফতার নিজস্ব সংবাদদাতা কচুয়া চাঁদপুর থেকে জানান, কচুয়ায় আন্তঃজেলা ডাকাত সর্দার ও ওয়ারেন্টভুক্ত আসামি আনিসকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার সাচর ইউনিয়নের সাজির পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, আনিস দাউদকান্দি ও কচুয়াসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করত। নাটোরে অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২১ মার্চ ॥ আহম্মদপুরে একটি বাড়িতে অগ্নিকা-ে ৯টি বসত ঘর, আসবাবপত্র, টাকাসহ গবাদিপশু ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার রাতে আহম্মেদপুরের কাদিম সাথুরিয়া গ্রামের নিখিল চন্দ্র ম-লের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকা-ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা যায়, ভোর রাতের দিকে নিখিল চন্দ্রের গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য ব্যবহৃত সাজাল থেকে অগ্নিকা-ের সূত্রপাত ঘটে।
×