ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আবার সেরেনাকে হটিয়ে শীর্ষে কারবার

প্রকাশিত: ০৫:৪৪, ২২ মার্চ ২০১৭

আবার সেরেনাকে হটিয়ে শীর্ষে কারবার

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও মুকুট হারালেন মহিলা টেনিসের সম্রাজ্ঞী সেরেনা উইলিয়ামস। জার্মান তরুণী এ্যাঞ্জেলিক কারবার আবার উঠেছেন এক নম্বরে। সম্প্রতি ইন্ডিয়ান ওয়েলসে অনুষ্ঠিত বিএনপি পারিবাস ওপেনের চতুর্থ রাউন্ড থেকে ছিটকে যান কারবার। তবে এই আসরে অংশগ্রহণ না করায় পয়েন্টে পিছিয়ে পড়েছেন সেরেনা। ফলে এক নম্বর অবস্থানটা পুনরুদ্ধার করেছেন কারবার। সোমবার ডব্লিউটিএ র‌্যাঙ্কিং নতুন করে রিভিউ করার পর যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে এই উত্থান-পতন ঘটেছে। জার্মান সুন্দরী কেভিতোভা গত সেপ্টেম্বরে প্রথমবার ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন কারবার। ইউএস ওপেন থেকে হতাশাজনক বিদায় ঘটে সেরেনার। ওই সুযোগে বিশ্বের এক নম্বর টেনিস তারকা হয়ে যান জার্মান তরুণী। কিন্তু এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে আবার নিজেকে এক নম্বরে তোলেন সেরেনা। পিছিয়ে পড়েন কারবার। কিন্তু ব্যবধানটা খুব বেশি ছিল না। ইন্ডিয়ান ওয়েলসে ইনজুরির কারণে সেরেনা অংশ না নেয়ার কারণে পয়েন্টের ব্যবধান কমানোর দারুণ সুযোগ পেয়ে যান কারবার। ৩০ বছর বয়সী এলেনা ভেসনিনা চতুর্থ রাউন্ডে কারবারকে বিদায় করেন। এ কারণে র‌্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন এ রাশিয়ান তারকা। নতুন র‌্যাঙ্কিং অনুসারে কারবারের পয়েন্ট ৭ হাজার ৫১৫। সেরেনার পয়েন্ট ৭ হাজার ১৩০। তিন নম্বরে আছেন চেকপ্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা ৫ হাজার ৬৪০। চার নম্বরে থাকা সেøাভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভা ৫ হাজার ১৬০। ৫ নম্বরে থাকা রোমানিয়ার সিমোনা হ্যালেপের পয়েন্ট ৫ হাজার ২২। ৬ নম্বরে আছেন স্পেনের গারবিন মুগুরুজা ৪৭৯০ পয়েন্ট নিয়ে, ৭ নম্বরে রাশিয়ার সভেতলানা কুজনেতসোভা ৪৫৫৫, ৮ নম্বরে পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কা ৪৩৪৫, ৯ নম্বরে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিস ৪০০৭ ও ১০ নম্বরে ইউক্রেনের এলিনা ভিতোলিনা ৩৮৫০ পয়েন্ট নিয়ে।
×