ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কানাডীয় হাইকমিশনারের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

প্রকাশিত: ০৫:৩৩, ২২ মার্চ ২০১৭

কানাডীয় হাইকমিশনারের  সঙ্গে খালেদা  জিয়ার বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনয়েট পিয়েরে ল্যারামির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া ২২ ফেব্রুয়ারি কানাডার একটি আদালত বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মূল্যায়ন করে যে রায় দিয়েছে সে বিষয়টিও আলোচনায় স্থান পায়। জানা যায়, কানাডার হাইকমিশনারের সঙ্গে বৈঠককালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে জন্য কানাডার সহযোগিতা কামনা করেন। এ সময় কানাডার হাইকমিশনার বলেন, গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে তাদের দেশ বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে। এ ছাড়া কানাডার আদালতের রায়ে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলার বিষয়টি আলোচনায় আসলে হাইকমিশনার এটি আদালতের বিষয় হওয়ায় এ বিষয়ে মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করেন। বিকেল সোয়া ৪ টা থেকে শুরু করে প্রায় ২ ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
×