ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবৈধ কর্মীদের বৈধ হতে ৯০ দিনের সময় দিল সৌদি সরকার

প্রকাশিত: ০৫:৩২, ২২ মার্চ ২০১৭

অবৈধ কর্মীদের বৈধ হতে ৯০ দিনের সময় দিল সৌদি সরকার

স্টাফ রিপোর্টার ॥ সৌদি আরবে অবৈধ কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আগামী ২৯ মার্চ থেকে ২৯ জুনের মধ্যে অবৈধ কর্মীদের বৈধ হওয়ার সুযোগ থাকবে। এই সময়ের মধ্যে যদি কেউ বৈধ হতে না পারেন, তাহলে তাকে নির্দিষ্ট সময় শেষে দেশে ফিরতে হবে। রবিবার দেশটির ক্রাউন প্রিন্স স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন নাইফ সৌদি আরবকে অবৈধ অভিবাসী ও কর্মী মুক্ত করতে ‘ন্যাশন ফ্রি অব ভায়োলেটরস’ শীর্ষক এক প্রচারাভিযান শুরু করেন। এই দিনই তিনি ঘোষণা দিয়েছেন, অবৈধভাবে বসবাসকারীদের নিজ নিজ দেশে ফিরে যেতে হবে। ফিরে যেতে না চাইলে বৈধ হওয়ার জন্য ৯০ দিন সময় দেয়া হলো। এই সময় পার হলে আর কোন অবৈধ নাগরিককে দেশে থাকতে দেয়া হবে না। এই ঘোষণায় বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশেরও বড় অঙ্কের কর্মী বৈধ হওয়ার সুযোগ পাবেন। সৌদি সরকারের ঘোষিত প্রথম দফার (২০১৩ সালে) সুযোগে দেশটিতে থাকা বিভিন্ন দেশের প্রায় ২৫ লাখ অবৈধ কর্মী ও অভিবাসী সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছিলেন। ওই সময় বাংলাদেশী প্রায় সাড়ে তিন লাখ কর্মী বৈধ হওয়ার সুযোগ পেয়েছিল। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রিয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে সৌদি আরবে অবৈধভাবে অবস্থানকারীদের ৯০ দিনের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন মোহাম্মাদ বিন নাইফ। ২৯ মার্চ থেকে এ ঘোষণা কার্যকর হবে। সাধারণ ক্ষমার নির্দেশে বলা হয়েছে, অবৈধ অভিবাসী ও কর্মী এবং সীমান্ত আইন লঙ্ঘনকারীরা এই সুযোগ নিয়ে বৈধ হওয়ার সুযোগ পাবেন। কেউ চাইলে নিজ দেশে ফিরে যেতেও পারবেন। অবৈধরা দেশে ফিরে গেলে তাদের জরিমানা ও দ- মওকুফ করা হবে। তাছাড়া দেশে ফিরতে সৌদি সরকার সব ধরনের সহযোগিতা দেবে। অবৈধ কর্মীরা চাইলে দেশে ফিরে আবার বৈধভাবে সৌদি আরবে আসতে পারবেন। এই প্রচারাভিযান বাদশাহ সালমান অনুমোদন করেছেন। অবৈধ অভিবাসী ও কর্মী সঙ্কট মীমাংসা করতে চান বাদশাহ। অবৈধ হয়ে পড়া লোকজন সাধারণ ক্ষমা পাবেন এবং দ-িতরা দ- মওকুফের সুযোগ নিযে বৈধ হতে পারবেন। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার হিসেবে তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবকেই ধরা হয়। দেশটির সংবাদ মাধ্যম সৌদি গেজেটের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে ১৩ লাখ বাংলাদেশী বিভিন্ন পেশায় কাজ করছেন।
×