ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পেপসোডেন্ট উদযাপন করল ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে

প্রকাশিত: ০৭:৫২, ২১ মার্চ ২০১৭

পেপসোডেন্ট উদযাপন করল ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে

ইউনিলিভার বাংলাদেশের ওরাল কেয়ার ব্র্যান্ড পেপসোডেন্টের সহযোগিতায় বাংলাদেশ ডেন্টাল সোসাইটির আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে, সোমবার উদ্যাপিত হলো ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে ২০১৭’। সারাদেশের তিন হাজারেরও বেশি ডেন্টিস্টের অংশগ্রহণে সকাল আটটায় র‌্যালির মাধ্যমে ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’র কর্মসূচী শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাঃ হুমায়ূন কবির বুলবুল, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি। আরও বক্তব্য রাখেন ইউনিলিভার বাংলাদেশের কর্তৃপক্ষবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিত মালিক। উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত এমপি, ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি ডাঃ এম. ইকবাল আর্সলান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল কাশেম। অনুষ্ঠানে উপস্থিত সবাই বাংলাদেশে পেপসোডেন্টের কার্যক্রম নিয়ে কথা বলেন। ওরাল হেলথের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি এবং পেপসোডেন্ট একসঙ্গে বহু বছর ধরে কাজ করে আসছে। এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়াও পেপসোডেন্টের পক্ষ থেকে ‘লিটল ব্রাশ বিগ ব্রাশ’ নামে একটি ক্যাম্পেনের ঘোষণা দেয়া হয়। বাচ্চাদের জন্য এই রোমাঞ্চকর ক্যাম্পেনটি শুরু হবে আগামী এপ্রিলে। যার মাধ্যমে বাচ্চাদের নিয়মিত দুই বেলা দাঁত ব্রাশ করার বিষয়ে সচেতন করা হবে এবং বিশেষ করে রাতের বেলা দাঁত ব্রাশ করতে উৎসাহিত করা হবে।-বিজ্ঞপ্তি
×